Skip to main content

এককথায় প্রকাশ(স্বরবর্ণের)-Yousuf


💝💝এক কথায় প্রকাশ💝💝

-----সম্পাদনায়---◆◆ইউসুফ মোল্লা◆◆
____________________________

★অংশ আছে যার--অংশী, অংশীদার
★অকাল পক্ক হয়েছে যা--অকালপক্ক

★অক্ষির অগোচরে--পরোক্ষ

★অক্ষির সম্মুখে--প্রত্যক্ষ

★অগ্রে গমন করে যে--অগ্রগামী

★অতি দীর্ঘ নয়--নাতিদীর্ঘ

★অতি শীতলও নয় অতি উষ্ণও নয়--নাতিশীতোষ্ণ

★অগ্রে জন্মগ্রহণ করেছে যে--অগ্রজ

★অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন--দুর্ভিক্ষ

★অনেকের মধ্যে একজন--অন্যতম

★অনুসন্ধান করার ইচ্ছা--অনুসন্ধিৎসা

★অস্ফুট মধুর ধ্বনি--কলধ্বনি

★অবশ্যই যা ঘটবে--অবশ্যম্ভাবী

★অভিজ্ঞতার অভাব যার--অনভিজ্ঞ

★অহংকার করে যে--অহংকারী

★অহংকার নেই এমন--নিরহংকার

★অল্প ব্যায় করে যে--মিতব্যয়ী

★অল্প কথা বলে যে--অলপভাষী

★অরণ্যে জাত--আরণ্যক

★অপরকে কর দেয় যে--করদ

★আকাশ পথে যে যান ব্যবহার করা যায়--নভোযান

★আচারে নিষ্ঠা আছে যার--আচারনিষ্ঠ

★আদি থেকে অন্য পর্যন্ত--আদ‍্যন্ত

★আপনার বর্ণ লুকায় যে--বর্ণচোর

★আমিষের অভাব--নিরামিষ

★আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার--আস্তিক

★আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার--নাস্তিক

★আকাশে ওড়ে যে--খেচর

★আহারের লোভ--নোলা

★আহব্বান ছাড়াই যে আসে--অনাহুত

★আইনকানুনের অভাব--বে-আইন

★আট মাসে জন্ম যার--আটাশে

★আচার্যের বা গুরুর পত্নী--আচার্যানী

★আজীবন অবিবাহিত--চিরকুমার

★আমার সদৃশ--মাদৃশ

★আমরণ যুদ্ধ করে যে সৈনিক--সংশপ্তক

★আসক্তি দূর হয়েছে এমন--বিতরাগ

★আহারের পর পাতের অবশিষ্ট খাদ্য--ভুক্তাবশেষ

★আয়ের উপর ধার্য কর--আয়কর

★আকাশ ও পৃথিবী--ক্রন্দসী
★ইতিহাস জানেন যিনি--ইতিহাসবেত্তা

★ইন্দ্রিয়কে জয় করেছে যে--জিতেন্দ্রিয়

★ইউরোপের অধিবাসী--ইউরোপীয়

★ইক্ষু রস জাত মদ্য--শীধু

★ইক্ষু সম্বন্ধীয়--ঐক্ষব

★ইট তৈরির জায়গা বা মাঠ--ইটখোলা

★ইটের গুঁড়ো--সুরকি

★ইচ্ছার অধীন--ঐচ্ছিক

★ইতিহাস লেখেন যিনি--ঐতিহাসিক

★ইতরার পুত্র--ঐতরেয়

★ইন্দ্রকে জয় করেছেন যিনি--ইন্দ্রজিৎ

★ইন্দ্রজাল জানেন যিনি--ঐন্দ্রজালিক

★ইন্দ্রের অশ্ব--উচ্চৈঃশ্রবা

★ইন্দ্রের সারথি--মাতলি

★ইন্দ্রের পত্নী--ইন্দ্রানী

★ইন্দ্রের হস্তি--ঐরাবত

★ইহার তুল্য--ঈদৃশ

★ইহলোকের পর যে লোক--পরলোক

★ইহকাল বিষয়ক--ঐহিক

★ঈশান কোণে অবস্হিত দিগগজ--সুপ্রতীক

★ঈশ্বর প্রেরিত দূত--পয়গম্বর

★ঈশ্বর বিষয়ক--ঐশ্বরিক

★ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী--নাস্তিক

★ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী--আস্তিক

★ঈশ্বরের জন্য ব্যাকুল গায়ক সাধক--বাউল

★ঈশ্বরের প্রতি ভক্তি--ভগবদ্ভক্তি

★ঈশ্বরের ভাব--ঐশ্বর্য

★ঈশ্বরের সাথে একলোকে বাস--সালোক্য

★ঈষৎ উষ্ণ--কবোষ্ণ, কদুষ্ণ

★ঈষৎ কম্পিত--আধুত

★ঈষৎ নীল--আনীল

★ঈষৎ বক্র--বঙ্কিম

★ঈষৎ শিথিল যা--আলোল

★উপায় নেই যার--নিরুপায়

★উপকার করেন যিনি--উপকারক

★উপকারীর উপকার স্বীকার করা--কৃতজ্ঞতা

★উকিলের পেশা--ওকালতি

★উচিত নয় যা--অনুচিত

★উপদেশ দ্বারা শিক্ষা দান--তালিম

★উটের শাবক--করভ

★উত্তরের পুত্র--ঔত্তরেয়

★উদক পানের ইচ্ছা--উদন্যা

★উদ্দাম নৃত্য(পুরুষের)--তান্ডব

★উদ্দাম নৃত্য(মহিলার)--লাস্য

★উষ্ণতা পরিমাপের যন্ত্র--তাপমান

★ঊরু থেকে জন্ম যার--ঊরুজ

★ঊর্ণা নাভিতে যার--ঊর্ণনাভ

★ঊদ্ধ থেকে নিম্নে গমন--অবতরন

★ঊর্দ্ধদিকে গতি যার--ঊর্ধ্বগতি

★ঊর্দ্ধদিকে গমন করে যে--ঊর্দ্ধগামী

★ঊর্মি মালা যার--ঊর্মিমালা

★ঊষা সম্বন্ধীয়--ঔষস

★ঋজুর ভাব--আর্জব

★ঋনগ্রস্থ অবস্থা--ঋণিতা

★ঋন গ্রহণ করে যে--অধমর্ণ

★ঋণ দান করে যে--উত্তমর্ণ

★ঋণ থেকে মুক্তি লাভ--ঋণমুক্তি

★ঋণ নেই যার--অঋনী

★ঋষির মতো--ঋষিকল্প

★ঋষির উক্তি--আর্ষ

★ঋতু বিষয়ক--আর্তব

★এক থেকে আরম্ভ করে--একাদিক্রমে

★একদিকে দৃষ্টি যার--একচোখা

★একের পরিবর্তে অন্যের সই--বকলম

★একই গুরুর শিষ্য--সতীর্থ

★একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট--একাগ্রচিত্ত

★একই সময়ে--যুগপৎ

★একই সময়ে বর্তমান--সমসাময়িক

★একই মাতার উদরে জন্ম যাদের--সহোদর

★ঐক্যের অভাব--অনৈক্য

★ঐতিহাসিক কালের পূর্ববর্তী--প্রাগৈতিহাসিক

★ঐশ্বর্যবতী রমনী--ধনিনী

★ঐশ্বর্যাদি ষড়গুণসম্পন্ন--ভগবান

★ঐশ্বর্যের অধিকারী--ঐশ্বর্যবান

★ওষ্ঠের দুই প্রান্ত--সৃক্ক

★ওষ্ঠে আগত যা--ওষ্ঠাগত

★ওজন করা হয় যে যন্ত্রে--তুলাদন্ড

★ওষধির শিকড়--বুটি

★ওষ্ঠ ও অধর--ওষ্ঠাধর

★ঔচিত্যের অভাব--অনৌচিত্য

★ঔৎসুক্যের সঙ্গে বর্তমান--সৌৎসুক্য

★ঔদার্যের অভাব--অনৌদার্য

★ঔষধ মাড়াবার পাত্র--খল

★ঔষধের আনুষঙ্গিক হিসাবে যা সেবন করা হয়--অনুপান

【স্বরবর্ণের এক কথায় প্রকাশগুলো দিলাম】

Login করুন--www.bengaliyousuf.blogspot.com

◆◆ইউসুফ মোল্লা◆◆

এডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থ লেখক

★গ্রন্থ ঋণ★
●বাংলা শব্দ প্রয়োগের অভিধান
●এক কথায় প্রকাশ
●এক কথায় প্রকাশের বিভিন্ন apps
●ইন্টারনেটের বিভিন্ন পেজ

Comments

Popular posts from this blog

লীলা মজুমদারের সম্পূর্ণ তথ্য

 লীলা মজুমদার - ইউসুফ   মোল্লা #আজ_সকাল_সকাল_চলে_এসেছি #লীলা_মজুমদার_নিয়ে  (ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭)         আমাদের দেশে ‘শতায়ু হও’ বলে আশীর্বাদ করা হয়ে থাকে। বাঙ্গালী লেখক-লেখিকাদের মধ্যে মাত্র দুজন এই একশ বছরের আয়ু স্পর্শ করেছেন বা স্পর্শ করার কাছাকাছি জায়গায় পৌঁছেছিলেন। তাঁরা হলেন - নীরদ চন্দ্র চৌধুরী এবং লীলা মজুমদার। তবে শত বর্ষের কাছাকাছি আয়ুতে পৌঁছালে অনেক ক্ষেত্রেই সুখের চেয়ে দুঃখ বেদনাই বেশী থাকে। নীরদ চন্দ্র চৌধুরী প্রায় পুরো সময়টাকেই লেখা পড়ার কাজে লাগিয়েছিলেন। লীলা মজুমদার শেষের প্রায় এক দশক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কিন্তু লীলা মজুমদার নিজের কর্মজীবনে এমন কিছু কালজয়ী সাহিত্য সৃষ্টি করেছেন তা তাকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে। বিশেষতঃ শিশু সাহিত্যে লীলা মজুমদার একটি অপ্রতিদ্বন্দী নাম। এখানে লীলা মজুমদারের পূর্ণাঙ্গ জীবন , তাঁর সাহিত্য কর্মগুলির আলোচনার সাথে সাথে তাঁর রচনা বৈশিষ্ট্য ও বর্তমান প্রজন্মে তাঁর প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলির প্রতি আলোকপাত করা হয়েছে।  ১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ...

আশাপূর্ণা দেবীর সম্পূর্ণ তথ্য

আ শাপূর্ণা দেবী - ইউসুফ মোল্লা   #কথা_মতো_ভোর_ভোর_চলে_এসেছি #আশাপূর্ণা_দেবীকে_নিয়ে #জন্ম : ৮ ই জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর কলকাতায় মাতুলালয়ে। #পিতা : হরেন্দ্রনাথ গুপ্ত। #মাতা : সরলাসুন্দরী দেবী। #আদি_নিবাস : হুগলি জেলার বেগমপুর। #জীবনসঙ্গী : কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস সেনগুপ্তের সঙ্গে ১৯২৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৫ বছর ৮ মাস বয়সে আশাপূর্ণা দেবীর বিবাহ হয়। #মৃত্যু : ১৩ ই জুলাই ১৯৯৫।         ১৯২২ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে ‘শিশুসাথী’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা “বাইরের ডাক” প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।        বড়োদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প  “পত্নী ও প্রেয়সী”। এই ছোটগল্পটি ১৩৪৩ বঙ্গাব্দে শারদীয়া "আনন্দবাজার পত্রিকায়" প্রকাশিত হয়।       আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটগল্প "পাশাপাশি"।    ছোটদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প সংকলন - “ছোট ঠাকুরদার কাশী যাত্রা” ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।     বড়োদের জন্য লেখা প্রথম প্রকাশি...

নবম শ্রেণীর উৎস সন্ধানে

∆সকল গল্প,কবিতা,নাটক,প্রবন্ধের উৎস নির্দেশ∆ #নবম_শ্রেণীর_সাহিত্যসঞ্চয়ন_সাহিত্যসম্ভার_ও_প্রফেসর_শঙ্কুর_ডায়রি **সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী** ১."কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" কবি - মুকুন্দরাম চক্রবর্তী । উৎস : চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড তথা কালকেতুর উপাখ্যান অন্তর্ভুক্ত "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি আরম্ভ"। ২."ধীবর বৃত্তান্ত" লেখক - কালিদাস । উৎস :অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক ।  তর্জমা : সত্যনারায়ণ চক্রবর্তী । ৩."ইলিয়াস" লেখক : লিও টলস্টয় উৎস : Twenty Three Tales (১৮৮৫) তর্জমা :মণীন্দ্র দত্ত । ৪."সাত ভাই চম্পা" কবি : বিষ্ণু দে । উৎস : সাত ভাই চম্পা । ৫."দাম" লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায় উৎস : ১৩৬৫ বঙ্গাব্দে শারদীয়া "তরুণের স্বপ্ন" তে প্রথম প্রকাশিত হয়েছিল । ৬."এই জীবন" কবি : সুনীল গঙ্গোপাধ্যায় । উৎস : "দেখা হলো ভালোবাসা বেদনায়" । ৭."নব নব সৃষ্টি" লেখক : সৈয়দ মুজতবা আলী । উৎস : এটি "মাম্ দোর পুনর্জন্ম" প্রবন্ধের সম্পাদিত অংশ । মূল ...