💝💝এক কথায় প্রকাশ💝💝
-----সম্পাদনায়---◆◆ইউসুফ মোল্লা◆◆
★অংশ আছে যার--অংশী, অংশীদার
____________________________
★অংশ আছে যার--অংশী, অংশীদার
★অকাল পক্ক হয়েছে যা--অকালপক্ক
★অক্ষির অগোচরে--পরোক্ষ
★অক্ষির সম্মুখে--প্রত্যক্ষ
★অগ্রে গমন করে যে--অগ্রগামী
★অতি দীর্ঘ নয়--নাতিদীর্ঘ
★অতি শীতলও নয় অতি উষ্ণও নয়--নাতিশীতোষ্ণ
★অগ্রে জন্মগ্রহণ করেছে যে--অগ্রজ
★অনেক কষ্টে ভিক্ষা পাওয়া যায় যখন--দুর্ভিক্ষ
★অনেকের মধ্যে একজন--অন্যতম
★অনুসন্ধান করার ইচ্ছা--অনুসন্ধিৎসা
★অস্ফুট মধুর ধ্বনি--কলধ্বনি
★অবশ্যই যা ঘটবে--অবশ্যম্ভাবী
★অভিজ্ঞতার অভাব যার--অনভিজ্ঞ
★অহংকার করে যে--অহংকারী
★অহংকার নেই এমন--নিরহংকার
★অল্প ব্যায় করে যে--মিতব্যয়ী
★অল্প কথা বলে যে--অলপভাষী
★অরণ্যে জাত--আরণ্যক
★অপরকে কর দেয় যে--করদ
★অল্প কথা বলে যে--অলপভাষী
★অরণ্যে জাত--আরণ্যক
★অপরকে কর দেয় যে--করদ
★আকাশ পথে যে যান ব্যবহার করা যায়--নভোযান
★আচারে নিষ্ঠা আছে যার--আচারনিষ্ঠ
★আদি থেকে অন্য পর্যন্ত--আদ্যন্ত
★আপনার বর্ণ লুকায় যে--বর্ণচোর
★আমিষের অভাব--নিরামিষ
★আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার--আস্তিক
★আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার--নাস্তিক
★আকাশে ওড়ে যে--খেচর
★আহারের লোভ--নোলা
★আহব্বান ছাড়াই যে আসে--অনাহুত
★আইনকানুনের অভাব--বে-আইন
★আট মাসে জন্ম যার--আটাশে
★আচার্যের বা গুরুর পত্নী--আচার্যানী
★আজীবন অবিবাহিত--চিরকুমার
★আমার সদৃশ--মাদৃশ
★আমরণ যুদ্ধ করে যে সৈনিক--সংশপ্তক
★আসক্তি দূর হয়েছে এমন--বিতরাগ
★আহারের পর পাতের অবশিষ্ট খাদ্য--ভুক্তাবশেষ
★আয়ের উপর ধার্য কর--আয়কর
★আকাশ ও পৃথিবী--ক্রন্দসী
★আহারের লোভ--নোলা
★আহব্বান ছাড়াই যে আসে--অনাহুত
★আইনকানুনের অভাব--বে-আইন
★আট মাসে জন্ম যার--আটাশে
★আচার্যের বা গুরুর পত্নী--আচার্যানী
★আজীবন অবিবাহিত--চিরকুমার
★আমার সদৃশ--মাদৃশ
★আমরণ যুদ্ধ করে যে সৈনিক--সংশপ্তক
★আসক্তি দূর হয়েছে এমন--বিতরাগ
★আহারের পর পাতের অবশিষ্ট খাদ্য--ভুক্তাবশেষ
★আয়ের উপর ধার্য কর--আয়কর
★আকাশ ও পৃথিবী--ক্রন্দসী
★ইতিহাস জানেন যিনি--ইতিহাসবেত্তা
★ইন্দ্রিয়কে জয় করেছে যে--জিতেন্দ্রিয়
★ইউরোপের অধিবাসী--ইউরোপীয়
★ইক্ষু রস জাত মদ্য--শীধু
★ইক্ষু সম্বন্ধীয়--ঐক্ষব
★ইট তৈরির জায়গা বা মাঠ--ইটখোলা
★ইটের গুঁড়ো--সুরকি
★ইচ্ছার অধীন--ঐচ্ছিক
★ইতিহাস লেখেন যিনি--ঐতিহাসিক
★ইতরার পুত্র--ঐতরেয়
★ইন্দ্রকে জয় করেছেন যিনি--ইন্দ্রজিৎ
★ইন্দ্রজাল জানেন যিনি--ঐন্দ্রজালিক
★ইন্দ্রের অশ্ব--উচ্চৈঃশ্রবা
★ইন্দ্রের সারথি--মাতলি
★ইন্দ্রের পত্নী--ইন্দ্রানী
★ইন্দ্রের হস্তি--ঐরাবত
★ইহার তুল্য--ঈদৃশ
★ইহলোকের পর যে লোক--পরলোক
★ইহকাল বিষয়ক--ঐহিক
★ঈশান কোণে অবস্হিত দিগগজ--সুপ্রতীক
★ঈশ্বর প্রেরিত দূত--পয়গম্বর
★ঈশ্বর বিষয়ক--ঐশ্বরিক
★ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী--নাস্তিক
★ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী--আস্তিক
★ঈশ্বরের জন্য ব্যাকুল গায়ক সাধক--বাউল
★ঈশ্বরের প্রতি ভক্তি--ভগবদ্ভক্তি
★ঈশ্বরের ভাব--ঐশ্বর্য
★ঈশ্বরের সাথে একলোকে বাস--সালোক্য
★ঈষৎ উষ্ণ--কবোষ্ণ, কদুষ্ণ
★ঈষৎ কম্পিত--আধুত
★ঈষৎ নীল--আনীল
★ঈষৎ বক্র--বঙ্কিম
★ঈষৎ শিথিল যা--আলোল
★ইক্ষু রস জাত মদ্য--শীধু
★ইক্ষু সম্বন্ধীয়--ঐক্ষব
★ইট তৈরির জায়গা বা মাঠ--ইটখোলা
★ইটের গুঁড়ো--সুরকি
★ইচ্ছার অধীন--ঐচ্ছিক
★ইতিহাস লেখেন যিনি--ঐতিহাসিক
★ইতরার পুত্র--ঐতরেয়
★ইন্দ্রকে জয় করেছেন যিনি--ইন্দ্রজিৎ
★ইন্দ্রজাল জানেন যিনি--ঐন্দ্রজালিক
★ইন্দ্রের অশ্ব--উচ্চৈঃশ্রবা
★ইন্দ্রের সারথি--মাতলি
★ইন্দ্রের পত্নী--ইন্দ্রানী
★ইন্দ্রের হস্তি--ঐরাবত
★ইহার তুল্য--ঈদৃশ
★ইহলোকের পর যে লোক--পরলোক
★ইহকাল বিষয়ক--ঐহিক
★ঈশান কোণে অবস্হিত দিগগজ--সুপ্রতীক
★ঈশ্বর প্রেরিত দূত--পয়গম্বর
★ঈশ্বর বিষয়ক--ঐশ্বরিক
★ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী--নাস্তিক
★ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী--আস্তিক
★ঈশ্বরের জন্য ব্যাকুল গায়ক সাধক--বাউল
★ঈশ্বরের প্রতি ভক্তি--ভগবদ্ভক্তি
★ঈশ্বরের ভাব--ঐশ্বর্য
★ঈশ্বরের সাথে একলোকে বাস--সালোক্য
★ঈষৎ উষ্ণ--কবোষ্ণ, কদুষ্ণ
★ঈষৎ কম্পিত--আধুত
★ঈষৎ নীল--আনীল
★ঈষৎ বক্র--বঙ্কিম
★ঈষৎ শিথিল যা--আলোল
★উপায় নেই যার--নিরুপায়
★উপকার করেন যিনি--উপকারক
★উপকারীর উপকার স্বীকার করা--কৃতজ্ঞতা
★উকিলের পেশা--ওকালতি
★উচিত নয় যা--অনুচিত
★উপদেশ দ্বারা শিক্ষা দান--তালিম
★উটের শাবক--করভ
★উত্তরের পুত্র--ঔত্তরেয়
★উদক পানের ইচ্ছা--উদন্যা
★উদ্দাম নৃত্য(পুরুষের)--তান্ডব
★উদ্দাম নৃত্য(মহিলার)--লাস্য
★উষ্ণতা পরিমাপের যন্ত্র--তাপমান
★ঊরু থেকে জন্ম যার--ঊরুজ
★ঊর্ণা নাভিতে যার--ঊর্ণনাভ
★ঊদ্ধ থেকে নিম্নে গমন--অবতরন
★ঊর্দ্ধদিকে গতি যার--ঊর্ধ্বগতি
★ঊর্দ্ধদিকে গমন করে যে--ঊর্দ্ধগামী
★ঊর্মি মালা যার--ঊর্মিমালা
★ঊষা সম্বন্ধীয়--ঔষস
★উচিত নয় যা--অনুচিত
★উপদেশ দ্বারা শিক্ষা দান--তালিম
★উটের শাবক--করভ
★উত্তরের পুত্র--ঔত্তরেয়
★উদক পানের ইচ্ছা--উদন্যা
★উদ্দাম নৃত্য(পুরুষের)--তান্ডব
★উদ্দাম নৃত্য(মহিলার)--লাস্য
★উষ্ণতা পরিমাপের যন্ত্র--তাপমান
★ঊরু থেকে জন্ম যার--ঊরুজ
★ঊর্ণা নাভিতে যার--ঊর্ণনাভ
★ঊদ্ধ থেকে নিম্নে গমন--অবতরন
★ঊর্দ্ধদিকে গতি যার--ঊর্ধ্বগতি
★ঊর্দ্ধদিকে গমন করে যে--ঊর্দ্ধগামী
★ঊর্মি মালা যার--ঊর্মিমালা
★ঊষা সম্বন্ধীয়--ঔষস
★ঋজুর ভাব--আর্জব
★ঋনগ্রস্থ অবস্থা--ঋণিতা
★ঋনগ্রস্থ অবস্থা--ঋণিতা
★ঋন গ্রহণ করে যে--অধমর্ণ
★ঋণ দান করে যে--উত্তমর্ণ
★ঋণ থেকে মুক্তি লাভ--ঋণমুক্তি
★ঋণ দান করে যে--উত্তমর্ণ
★ঋণ থেকে মুক্তি লাভ--ঋণমুক্তি
★ঋণ নেই যার--অঋনী
★ঋষির মতো--ঋষিকল্প
★ঋষির উক্তি--আর্ষ
★ঋতু বিষয়ক--আর্তব
★এক থেকে আরম্ভ করে--একাদিক্রমে
★একদিকে দৃষ্টি যার--একচোখা
★একের পরিবর্তে অন্যের সই--বকলম
★একই গুরুর শিষ্য--সতীর্থ
★একই বিষয়ে যার চিত্ত নিবিষ্ট--একাগ্রচিত্ত
★একই সময়ে--যুগপৎ
★একই সময়ে বর্তমান--সমসাময়িক
★একই মাতার উদরে জন্ম যাদের--সহোদর
★ঐক্যের অভাব--অনৈক্য
★ঐতিহাসিক কালের পূর্ববর্তী--প্রাগৈতিহাসিক
★ঐশ্বর্যবতী রমনী--ধনিনী
★ঐশ্বর্যাদি ষড়গুণসম্পন্ন--ভগবান
★ঐশ্বর্যের অধিকারী--ঐশ্বর্যবান
★ওষ্ঠের দুই প্রান্ত--সৃক্ক
★ওষ্ঠে আগত যা--ওষ্ঠাগত
★ওজন করা হয় যে যন্ত্রে--তুলাদন্ড
★ওষধির শিকড়--বুটি
★ওষ্ঠ ও অধর--ওষ্ঠাধর
★ঔচিত্যের অভাব--অনৌচিত্য
★ঔৎসুক্যের সঙ্গে বর্তমান--সৌৎসুক্য
★ঔদার্যের অভাব--অনৌদার্য
★ঔষধ মাড়াবার পাত্র--খল
★ঔষধের আনুষঙ্গিক হিসাবে যা সেবন করা হয়--অনুপান
★ঐক্যের অভাব--অনৈক্য
★ঐতিহাসিক কালের পূর্ববর্তী--প্রাগৈতিহাসিক
★ঐশ্বর্যবতী রমনী--ধনিনী
★ঐশ্বর্যাদি ষড়গুণসম্পন্ন--ভগবান
★ঐশ্বর্যের অধিকারী--ঐশ্বর্যবান
★ওষ্ঠের দুই প্রান্ত--সৃক্ক
★ওষ্ঠে আগত যা--ওষ্ঠাগত
★ওজন করা হয় যে যন্ত্রে--তুলাদন্ড
★ওষধির শিকড়--বুটি
★ওষ্ঠ ও অধর--ওষ্ঠাধর
★ঔচিত্যের অভাব--অনৌচিত্য
★ঔৎসুক্যের সঙ্গে বর্তমান--সৌৎসুক্য
★ঔদার্যের অভাব--অনৌদার্য
★ঔষধ মাড়াবার পাত্র--খল
★ঔষধের আনুষঙ্গিক হিসাবে যা সেবন করা হয়--অনুপান
【স্বরবর্ণের এক কথায় প্রকাশগুলো দিলাম】
Login করুন--www.bengaliyousuf.blogspot.com
◆◆ইউসুফ মোল্লা◆◆
এডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থ লেখক
★গ্রন্থ ঋণ★
●বাংলা শব্দ প্রয়োগের অভিধান
●এক কথায় প্রকাশ
●এক কথায় প্রকাশের বিভিন্ন apps
●ইন্টারনেটের বিভিন্ন পেজ
◆◆ইউসুফ মোল্লা◆◆
এডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থ লেখক
★গ্রন্থ ঋণ★
●বাংলা শব্দ প্রয়োগের অভিধান
●এক কথায় প্রকাশ
●এক কথায় প্রকাশের বিভিন্ন apps
●ইন্টারনেটের বিভিন্ন পেজ
Comments
Post a Comment