💝💝জ্ঞানপীঠ পুরস্কার💝💝
--লিখেছেন-◆◆ইউসুফ মোল্লা◆◆
★ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম এই জ্ঞানপীঠ পুরস্কার।
★"জ্ঞানপীঠ" শব্দের অর্থ হলো--"জ্ঞানের বেদী"।
★'দ্য টাইমস অফ ইন্ডিয়া' পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ এই পুরস্কার প্রদান করেন।
★এই জ্ঞানপীঠ পুরস্কার-এর অর্থমূল্য হলো--সাত লক্ষ টাকা (সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর প্রতিমূর্তি এবং মানপত্র)।
★এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় 1961 সালে, কিন্তু প্রথম প্রাপক তা পান 1965 সালে। তাই 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রচলিত হয়ে যায়।
★জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক হলেন--জি. শঙ্কর কুরুপ। এটি তিনি পান 1965 সালে।
★দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন একজন বাঙালি। তিনিই প্রথম বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার পান।
★বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকগনের নাম সূত্রাকারে নিচে দেওয়া হলো----
1)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় "গণদেবতা" উপন্যাস লেখেন 1942 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1966 সালে। যা বাংলা ভাষার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয় হয়ে গেলেন।
2)বিষ্ণু দে "স্মৃতি সত্ত্বা ভবিষ্যৎ" কাব্যগ্রন্থ লেখেন 1963 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1971 সালে। যা বাংলা ভাষায় দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয় হয়ে গেলেন।
3)আশাপূর্ণা দেবী "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাস লেখেন 1964 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 সালে। যা বাংলা ভাষায় তৃতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে পরিচিতি লাভ করে। কিন্তু প্রথম বাংলা ভাষায় ও বাঙালি মহিলা হিসাবে এই জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করেন।
4)সুভাষ মুখোপাধ্যায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ "পদাতিক" লেখেন 1940 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1991 সালে। যা চতুর্থ
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে পরিচিতি লাভ করে। যদিও পুরুষদের মধ্যে তা তৃতীয় জ্ঞানপীঠ পুরস্কার।
5)মহাশ্বেতা দেবীর উপন্যাস "হাজার চুরাশির মা" লেখা হয় 1974 সালে, কিন্তু তার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান 1996 সালে। তিনি বাংলা সাহিত্যে পঞ্চম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেও মহিলাদের মধ্যে কিন্তু দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক উপন্যাসিক।
6)শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার পান 2016 সালে। যদিও এটা তাঁনাকে কোনো একটি নির্দিষ্ট গ্রন্থকে উদ্দেশ্য করে দেওয়া হয় নি। তাঁনার জীবনব্যাপী বাংলা সাহিত্যে অবদানের জন্য দেওয়া হয় এই জ্ঞানপীঠ পুরস্কার। দীর্ঘ 20 বছর পর ষষ্ঠ বাঙালি সাহিত্যিক হিসাবে শঙ্খ ঘোষ এই জ্ঞানপীঠ পুরস্কার পান। যদিও পুরুষদের হিসাবে চতুর্থ জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক বাংলা ভাষায়।
অ্যাডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, গ্রন্থ লেখক
পাঠাভ্যাস অধিবেশন, ঝাঁপবেড়িয়া হাই স্কুল, স্বপ্ন সন্ধানী, SLST বাংলা
ইউসুফ মোল্লা
--লিখেছেন-◆◆ইউসুফ মোল্লা◆◆
★ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কারের নাম এই জ্ঞানপীঠ পুরস্কার।
★"জ্ঞানপীঠ" শব্দের অর্থ হলো--"জ্ঞানের বেদী"।
★'দ্য টাইমস অফ ইন্ডিয়া' পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ এই পুরস্কার প্রদান করেন।
★এই জ্ঞানপীঠ পুরস্কার-এর অর্থমূল্য হলো--সাত লক্ষ টাকা (সঙ্গে জ্ঞান, শিল্পকলা ও সংগীতের দেবী সরস্বতীর প্রতিমূর্তি এবং মানপত্র)।
★এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয় 1961 সালে, কিন্তু প্রথম প্রাপক তা পান 1965 সালে। তাই 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রচলিত হয়ে যায়।
★জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক হলেন--জি. শঙ্কর কুরুপ। এটি তিনি পান 1965 সালে।
★দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন একজন বাঙালি। তিনিই প্রথম বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার পান।
★বাংলা ভাষায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকগনের নাম সূত্রাকারে নিচে দেওয়া হলো----
1)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় "গণদেবতা" উপন্যাস লেখেন 1942 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1966 সালে। যা বাংলা ভাষার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয় হয়ে গেলেন।
2)বিষ্ণু দে "স্মৃতি সত্ত্বা ভবিষ্যৎ" কাব্যগ্রন্থ লেখেন 1963 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1971 সালে। যা বাংলা ভাষায় দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে স্মরণীয় হয়ে গেলেন।
3)আশাপূর্ণা দেবী "প্রথম প্রতিশ্রুতি" উপন্যাস লেখেন 1964 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1976 সালে। যা বাংলা ভাষায় তৃতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে পরিচিতি লাভ করে। কিন্তু প্রথম বাংলা ভাষায় ও বাঙালি মহিলা হিসাবে এই জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার সৌভাগ্য অর্জন করেন।
4)সুভাষ মুখোপাধ্যায় তাঁর প্রথম কাব্যগ্রন্থ "পদাতিক" লেখেন 1940 সালে, কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান 1991 সালে। যা চতুর্থ
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হিসাবে পরিচিতি লাভ করে। যদিও পুরুষদের মধ্যে তা তৃতীয় জ্ঞানপীঠ পুরস্কার।
5)মহাশ্বেতা দেবীর উপন্যাস "হাজার চুরাশির মা" লেখা হয় 1974 সালে, কিন্তু তার জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান 1996 সালে। তিনি বাংলা সাহিত্যে পঞ্চম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেও মহিলাদের মধ্যে কিন্তু দ্বিতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক উপন্যাসিক।
6)শঙ্খ ঘোষ জ্ঞানপীঠ পুরস্কার পান 2016 সালে। যদিও এটা তাঁনাকে কোনো একটি নির্দিষ্ট গ্রন্থকে উদ্দেশ্য করে দেওয়া হয় নি। তাঁনার জীবনব্যাপী বাংলা সাহিত্যে অবদানের জন্য দেওয়া হয় এই জ্ঞানপীঠ পুরস্কার। দীর্ঘ 20 বছর পর ষষ্ঠ বাঙালি সাহিত্যিক হিসাবে শঙ্খ ঘোষ এই জ্ঞানপীঠ পুরস্কার পান। যদিও পুরুষদের হিসাবে চতুর্থ জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক বাংলা ভাষায়।
অ্যাডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, গ্রন্থ লেখক
পাঠাভ্যাস অধিবেশন, ঝাঁপবেড়িয়া হাই স্কুল, স্বপ্ন সন্ধানী, SLST বাংলা
ইউসুফ মোল্লা
তাঁনার না লিখে তাঁকে লিখুন দাদা। আপনার এই পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ReplyDelete