◆অজানা প্রত্যয়◆
★★কিছু অজানা প্রত্যয় নিয়ে আজ আলোচনা করলাম, কেমন হলো জানাবেন সবাই, তাহলে এইরকম অজানা কিছু পরবর্তীতে দিতে সাহস পাবো★★
◆প্রত্যয়=বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করলে প্রত্যয় পাওয়া যায়।
যেমন-চল্+#তি=চলতি
এখানে-#তি প্রত্যয় যোগে 'চলতি' একটি প্রত্যয় যুক্ত শব্দ।
●ধাতুপ্রত্যয়যুক্ত শব্দকে বলা হয় #কৃদন্ত শব্দ আর শব্দপ্রত্যয়যুক্ত শব্দকে বলা হয় #তদ্ধিতান্ত শব্দ।
#ধাত্ববয়ব_প্রত্যয়
ধাতুপ্রত্যয় এবং শব্দপ্রত্যয় যোগে শব্দ গঠিত হয়, ধাতু গঠিত হয় না, কিন্তু আর একপ্রকার প্রত্যয় আছে যার দ্বারা ধাতু গঠিত হয়, এই প্রত্যয়কে বলা হয় ধাত্ববয়ব প্রত্যয়।
উদাহরণ-পড়্+#আ=√পড়া
#স্বার্থিক_প্রত্যয়
যে শব্দপ্রত্যয় যোগে শব্দের রূপের পরিবর্তন হলেও অর্থের বিশেষ পরিবর্তন হয় না সেই প্রত্যয়কে বলা হয় স্বার্থিক প্রত্যয়।
উদাহরণ-কান+#আই=কানাই
#নির্দেশক_প্রত্যয়
যে শব্দপ্রত্যয় কোনও বিশেষ্য শব্দকে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় নির্দেশক প্রত্যয়।
যেমন--টি,তা,খানা,খানি ইত্যাদি।
উদাহরণ-বালক+#টি=বালকটি
**লিখলেন--ইউসুফ মোল্লা**
গ্রুপ এডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থ লেখক, পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা
এই লেখাটা আমার প্রথম লেখা ছিল এই ব্লগের। তাই নতুন করে আবার এটা সাজিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ🙏💕
ReplyDeleteএর আগেও একটা ব্লগ ছিল, সপ্তাহ খানেকের মধ্যে সেই আইডির পাসওয়ার্ড ভুলে যাই। তখন জানতাম না কীভাবে ওটাকে অপেন করতে হবে। তাই এই নতুন ব্লগটি করেছিলাম।
কেমন লাগছে নতুন ব্লগ কমেন্ট করে জানান