💝সাহিত্যিকদের প্রথম গ্রন্থ ও তার প্রকাশকাল💝
★★এই বিশেষ আলোচনা থেকে উঠে আসা প্রশ্ন-উত্তর★★
★★এই বিশেষ আলোচনা থেকে উঠে আসা প্রশ্ন-উত্তর★★
1.দীনবন্ধুর প্রথম রচনা??
উঃনীলদর্পণ ১৮৬০
2.রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
উঃবউ ঠাকুরানীর হাট ১৮৮৩
3.মধুসূদন দত্তের প্রথম নাটক
উঃশর্মিষ্ঠা(1859)
4.রবীন্দ্রনাথের প্রথম রচিত উপন্যাস কোনটি?
উঃকরুণা
5.সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ?
উঃপদাতিক1940
6.সমরেশ বসুর প্রথম উপন্যাসের নাম কি?
উঃউপন্যাসের সংখ্যা ১০০।
প্রথম উপন্যাস- উত্তরঙ্গ(1953)
7.নজরুলের প্রথম উপন্যাসের নাম কি?
উঃব্যথার দান
8.নজরুলের প্রথম কবিতা?
উঃমুক্তি
9.বুদ্ধদেব বসুর প্রথম প্রকাশিত রচনার নাম কি??
উঃসাড়া
10.বিষ্ণু দে র প্রথম প্রকাশিত কাব্য কি?
উঃSadia Nasrin ঊর্বশী ও অর্টোমিস (1932)
11.জীবনানন্দ দাশ এর প্রথম কাব্য কি?
উঃঝরাপালক(১৯২৭)
12.বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর প্রথম প্রকাশিত গল্পের নাম কি??
উঃ উপেক্ষিতা(১৯২২)
13.বিভূতিভূষণ এর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি?
উঃ পথের পাঁচালি(১৯২৯)
14.জীবনানন্দ দাশ এর প্রথম কবিতা কোনটি?
উঃবর্ষ-আবাহন(১৯১৯)
15.আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস কী?
উঃপ্রেম ও প্রয়োজন 1944
16.শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কী?
উঃপ্রকাশনা - সৃজনী
কুয়োতলা- ১৯৬১
17.শঙ্খঘোষের প্রথম কাব্যগ্রন্থ কি
উঃদিন গুলি রাত গুলি
18.বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থ?
উঃ মর্মবাণী
19.শক্তি চট্টোপাধ্যায় এর প্রথম কবিতা?
উঃযম
20.নজরুল এর প্রথম কাব্যগ্রন্থ কি
উঃঅগ্নিবীনা(১৯২২)
21.শক্তি চট্টোপাধ্যায় এর প্রথম কাব্য?
উঃহে প্রেম হে নৈঃশব্দ্য
বছর - মার্চ ১৯৬১
প্রকাশনা-গ্রন্থজগৎ
22.বনফুল এর প্রথম প্রকাশিত উপন্যাস কী?
উঃতৃণখণ্ড- ১৯৩৫
23.বঙ্কিম এর প্রথম প্রকাশিত উপন্যাস কি?
উঃসঠিক রাজমোহন ওয়াইফস
24.নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ কি
উঃনবীনচন্দ্রের প্রথম কবিতা কোন এক বিধবা কামিনীর প্রতি প্রকাশিত হয় তৎকালীন অন্যতম খ্যাতনামা পত্রিকা এডুকেশন গেজেট-এ, যখন তিনি এফ.এ (বর্তমান উচ্চ মাধ্যমিক) শ্রেণীর ছাত্র।
**অবকাশরঞ্জিনী**
25.কালীপ্রসন্নের প্রথম নাটক
উঃবাবু , এটি প্রহসন নাটক।
**এর পর ১ম মৌলিক নাটক 'বিক্রমোর্বশী' ১৮৫৭**
26.বিহারীলালের প্রথম কাব্যগ্রন্থ কি
উঃস্বপ্নদর্শন1858
27.মধুসূদন এর প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
উঃতিলোত্তমাসম্ভব
28.মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস কি?
উঃঝাঁসির রানী(1956)
29.প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্যগ্রন্থ কি?
উঃ প্রথমা(1932)
30.নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ নীলনির্জন
31.প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যস কি?
উঃপাঁক(1926)
32.শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক
উঃবন্ধু ১৯৩৭
33.তারাশঙ্করের প্রথম ছোটো গল্পের নাম?
উঃরসকলি
34.নবনীতা দেবসেনের প্রথম গ্রন্থ
উঃঅনুপম
35.রবীন্দ্রনাথের প্রথম কবিতা কি???
উঃঅভিলাস
36.জয় গোস্বামীর প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ প্রত্নজীব , ১৯৭৮
37.নবীনচন্দ্র সেনের প্রথম কাব্যগ্রন্থ কী?
উঃ অবকাশরঞ্জিনী
38.স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যস?
উঃদীপনির্মাণ (১৮৭৬)
39.কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থ?
উঃউত্তর--আলো ও ছায়া
40.নজরুলের প্রথম নাটক কি?
উঃ উত্তর--ঝিলিমিলি
41.নজরুলের প্রথম গল্প?
উত্তর-হেনা
42.নজরুলের প্রথম প্রকাশিত গল্প?
উঃউত্তর--বাউন্ডুলের আত্মকাহিনী
43.রামমোহন রায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কি?
উঃউত্তর--বেদান্ত গ্রন্থ
44.রবীন্দ্রনাথের প্রথম কাব্য?
উঃ বনফুল
45.বিদ্যাসাগরের লেখা প্রথম গ্রন্থ কি
উঃবাসুদেব চরিত
46.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম অনুবাদ গ্রন্থের নাম কি?
উঃউত্তর-বেতাল পঞ্চবিংশতি(1847)
47.নজরুলের প্রথম কবিতা?
উঃমুক্তি-1326
48.আবুল ফজলের প্রথম উপন্যাস?
উঃউত্তর-চৌচির
49.অন্নদাশংকর রায়এর প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি ?
উঃপথে প্রবাসে
50.আবুল ফজলের প্রথম নাটক?
উঃউত্তর-আলোক লতা
51.যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য?
উঃমরিচীকা
52.জসিমুদ্দিন এর প্রথম কাব্য গ্রন্থের নাম কি ?
উঃরাখালী
53.আবুল ফজলের প্রথম গল্প?
উঃউত্তর--মাটির পৃথিবী
54.অন্নদাশংকর রায়ের প্রথম উপন্যাস?
উঃউত্তর--অসমাপিকা
55.সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস?
উঃউত্তর--জাগরী
56.তারাশঙ্কর বন্ধোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি ?
উঃরত্নাবলী (১৮৬৯)
57.নিরুপমা দেবীর প্রথম উপন্যাসের নাম কি
উঃউচ্ছৃঙ্খল
58.সুকুমার রায়ের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃআবোল তাবোল
59.মানিক বন্দ্যোপাধ্যায় এর প্রথম রচিত উপন্যাসের নাম কি ?
উঃদিবারাত্রির কাব্য
60.মনোজ মিত্রের প্রথম নাটক
উঃমৃত্যুর চোখে জল
61.ভোলানাথ মুখোপাধ্যায় এর প্রথম প্রহসনের নাম কি?
উঃকনের মা কাঁদে আর টাকার পুটুলি বাঁধে
62.উপেন্দ্রনাথ দাস এর প্রথম নাটকের নাম কি?
উঃশরৎ সরোজিনী
63.আলাউদ্দিন আল আজাদের প্রথম উপন্যাস?
উঃউত্তর--তেইশ নম্বর তৈলচিত্র
64.রাম বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃতোমাকে
65.গোলাম মোস্তাফার প্রথম উপন্যাস?
উঃউত্তর---রূপের নেশা
66.সৈয়দ ওয়ালীউল্লাহ এর প্রথম উপন্যাসের নাম কি
উঃলালসালু
67.মুনীর চৌধরির প্রথম নাটক?
উঃউত্তর-রক্তাক্ত প্রান্তর
68.আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাসের নাম কি ?
উঃপ্রেম ও প্রয়োজন (১৯৪৪)
69.কমলকুমার মজুমদারের প্রথম উপন্যাসের নাম কি
উঃঅন্তর্জলী যাত্রা
70.প্রেমেন্দ্র মিত্রের প্রথম ছোট গল্পের নাম কি
উঃশুধু কেরানী ১ম প্রকাশ ১৯২৪।।
71. সত্যেন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম কি?
উঃ সবিতা
72. সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস কি ?
উঃ নয়ানপুরের মাটি
73.সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস কি?
উঃ উত্তরঙ্গ
74. শঙ্ঘ ঘোষের প্রথম কাব্য কি ?
উঃ দিনগুলি রাত গুলি
75. সুবোধ ঘোষের প্রথম গল্প কি ?
উঃ অযান্ত্রিক
76. জয় গোস্বামীর প্রথম কবিতা সংকলন কি?
উঃ ক্রিস মাস ও ঝাউপাতা
77. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য কি ?
উঃ অগ্নিবীণা
78. বনফুল এর প্রথম গল্প কি ?
উঃ চোখ গেল
79. শচীন্দ্র নাথ এর প্রথম নাটক কি ??
উঃ রক্তকমল
80. নিখিল সরকারের প্রথম গ্রন্ত কি ?
উঃ আজব নগরী
81. শক্তি চট্রোপাধ্যায় এর প্রথম কবিতা কি ??
উঃ যম
82.শরৎচন্দ্র এর প্রথম উপন্যাস কি ?
উঃ বড়দিদি
83.বাংলা ভাষায় প্রথম উপন্যাস কি ?
উঃ আলালের ঘরে দুলাল
84. রাজশেখর বসুর প্রথম ছোট গল্প কি ??
উঃ শ্রী শ্রী শ্রীদ্ধেসরি লিমিটেড
85. প্রভাতকুমার মুখোপাধ্যায় এর প্রথম উপন্যাস কি ?
উঃ রমা সুন্দরী
86. মন্মথ রায় এর প্রথম নাটক কি ?
উঃ চাঁদ সওদাগর
87. সৈয়দ ওয়ালিউল্লাহ এর প্রথম গল্প কি ?
উঃ নয়ন চারা
88. গিরিশ ঘোষ এর প্রথম পৌরাণিক নাটক কি ?
উঃ রাবন বধ
89. মীর মোশারফ এর প্রথম নাটক কি ?
উঃ বাসন্তকুমারী
90. প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্য কি ?
উঃ প্রথমা
91. সমরেশ বসুর প্রথম গল্প কি ?
উঃ আদাব
92. মধুসূদনের প্রথম কাব্য কি ?
উঃ তিলোত্তমা সম্ভব কাব্য
93. বন্দে আলী মিয়ার প্রথম কাব্য কি ?
উঃ ময়না মতির চর
94. অমিয় চক্রবর্তীর প্রথম কাব্য কি ?
উঃ খসড়া
95. জীবনানন্দ এর প্রথম কাব্য কি ?
উঃ ঝরা পালক
96. সুধীন্দ্রনাথ এর প্রথম কাব্য কি ?
উঃ তন্বী
97. শক্তি চট্রোপাধ্যায় এর প্রথম কাব্য কি ?
উঃ হে প্রেম হে নৈঃশব্দ্য
98. শরৎচন্দ্র এর প্রথম গল্প কি ?
উঃ মন্দির
99. মানিক বন্দ্যোপাধ্যায় এর প্রথম উপন্যাস কি ?
উঃ জননী
100. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় এর প্রথম উপন্যাস কি ?
উঃ ইং: রাজমোহনস ওয়াইফ
বাং: দুর্গেশনন্দিনী
101. দ্বিজেন্দ্রনাথ এর প্রথম নাটক কি ?
উঃ তারাবাঈ
102. দ্বিজেন্দ্রনাথ এর প্রথম প্রহসন কি ?
উঃ একঘরে
103. গিরিবালা দেবীর প্রথম গল্প কি ?
উঃ ছলনা
104. মীর মোশারফ এর প্রথম উপন্যাস কি ?
উঃ রত্নাবতী
105. নজরুল এর প্রথম নাটক কি ?
উঃ ঝিলিমিলি
106.রবীন্দ্রনাথ এর প্রথম গল্প কি ?
উঃ ভিখারিনী
107. বনফুল এর প্রথম উপন্যাস কি ?
উঃ তৃনখণ্ড
108. সোমেন চন্দ এর প্রথম গল্প কি ?
উঃ শিশু তপন
109.সুনীল এর প্রথমে উপন্যাস কি ?
উঃ যুবক যুবতীরা
110. শিবনাথ শাস্ত্রীর প্রথম উপন্যাস কি ?
উঃ মেজ বৌ
............................................
◆◆তথ্য সংগ্রহে : ইউসুফ মোল্লা এবং পিন্টু শেখ ◆◆
★★পাঠাভ্যাস অধিবেশন গ্রুপের আলোচনায় এই তথ্যগুলি পাওয়া গেছে।★★
💝ইউসুফ মোল্লা💝
💐গ্রুপ এডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থের লেখক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা💐
Helpful.thnk u
ReplyDelete