Skip to main content

Posts

Showing posts from April, 2020

🌺প্রথম বাংলা অভিধানের সন্ধানে 🌺

🍁 ধান ভানতে শিবের গীত🍁 🌻প্রথম_বাংলা_অভিধান🌻 ✒ কলমে- সুব্রত লাহা (এম. এ. বাংলা)  বর্তমানে SRMS vidyapith-HS স্কুলের Group C পদে কর্মরত।  শখ- নতুন নতুন তথ্য জানা ও সংগ্রহ করা। তাই নিজেকে "শখের পড়ুয়া" বলে পরিচয় দিতে ভালোবাসেন।  বাস করেন- Bakshi         বিষয়টা অনেকটা ধান ভানতে শিবের গীত এর মতোই হয়ে গেল। উত্তর খুঁজছিলাম রামচন্দ্র বিদ্যাবাগীশ এর বঙ্গভাষাভিধান প্রথম বাংলা অভিধান কি না, কিন্তু এ কেঁচো খুঁড়তে কেউটের আমদানি। বিষ টুকু আমার, অমৃত এর ভাঁড় তুলেদিলাম আপনাদের হাতে । বাংলা অভিধান – শব্দ বন্ধটিতে একথা টি পরিস্কার যে এটি বাংলা শব্দের অভিধান । এখন অভিধান কী? এবং সেই কর্মপ্রচেষ্টার শুরু কার হাতে? এই প্রশ্নের সমাধান খুঁজব বাকি আপনারা স্বয়ং বিচার করুন। অভিধান কথার বুৎপত্তিগত অর্থ হল অভি-ধা+অন , অর্থাৎ যার দ্বারা বা যার মধ্যে অর্থ যথার্থরূপে প্রকাশ পায় । তাই শব্দার্থ প্রকাশক গ্রন্থকে অভিধান বলা হয় (প্রশ্ন ১। প্রকাশিত অর্থ কী অন্য ভাষায় হলে অভিধান বলা যাবে না? যদি যায় তাহলে।।) অভিধান এর ইংরেজি প্রতিশব্দ হিসেবে Dictionary, Glossary, Vocabulary শব্দগুলি ব্যাবহার

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ তথ্য

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 🍄 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়🍄 ✒কলমেঃ ইউসুফ মোল্লা 🍁 জন্ম: ২৫ জুলাই, ১৮৯৮ (৮ শ্রাবণ, ১৩০৫ বঙ্গাব্দ) 🍁 জন্মস্থান: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে। এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। যদিও সেটা ক্ষয়িষ্ণু ছিল। পরে ১৯৪০ সালে তিনি ও তাঁর পরিবার নিয়ে কলকাতার বাগবাজারে চলে আসেন এবং ১৯৪১ সালে চলে যান বরানগরে। 🍁 পিতা: হরিদাস বন্দ্যোপাধ্যায়। (বাল্যকালে পিতৃবিয়োগ হলে তিনি মা ও বিধবা পিসির কাছে পালিত হয়)। 🍁 মাতা: প্রভাবতী দেবী 🍁পত্নী: উমাশশী দেবী (১৯১৬ সালে বিবাহ হয়) 🍁পিসিমা: শৈলজা দেবী(ধাত্রীদেবতা উপন্যাসে অমর হয়ে আছেন) 🍁মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ 🍁নামকরণের তাৎপর্য: লেখকের জন্মের আগেই তাঁর বড়োভাই মৃত্যুবরণ করেন। তাই, 'তারা' মায়ের পূজো করেন। সেই পূজোর ঠিক দশমাস পরেই জন্ম নিয়েছিলেন বলে মায়ের প্রতি সন্মান রেখে নামকরণ করা হয় তারাশঙ্কর। 🍁তারাশঙ্কর বিভ্রান্তি: 'শ্রীময়ী' উপন্যাসের জনকও শ্রীতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। যদিও ইনি আমাদের আলোচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নন। তাই একই নামেই দুজন তারাশঙ্করের আবির্ভ

🌻রাজশেখর বসু(পরশুরাম)-র সম্পূর্ণ তথ্য🌻

📚 রাজশেখর বসু (পরশুরাম) 📚 - ইউসুফ মোল্লা (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)  রাজশেখর বসু # জন্ম:   ১৬ মার্চ, ১৮৮০ (১২৮৬ বঙ্গাব্দের ৪ চৈত্র)  # জন্মস্থান: বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে। মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।  # পৈতৃক নিবাস: নদীয়া  জেলার কৃষ্ণনগরের কাছে উলা বীরনগর।  # পিতা: দার্শনিক পণ্ডিত চন্দ্রশেখর বসু (দ্বারভাঙ্গা রাজ-এস্টেটের ম্যানেজার।) জন্ম: ১৮৩৩ খ্রিস্টাব্দে।  # মাতা:  লক্ষ্মীমণি দেবী # স্ত্রী: মৃণালিনী দেবী (শ্যামাচরণ দে'র পৌত্রী)  # কন্যা: প্রতিমা # নাতনি: আশা # প্রদৌহিত্র: দীপঙ্কর # ভাই: শশীশেখর, কৃষ্ণ শেখর, গিরীন্দ্র শেখর।  #মৃত্যু: ২৭ এপ্রিল , ১৯৬০ কলকাতায়। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে।   # ছদ্মনাম: পরশুরাম , উপরিচর। (বাল্যকালে 'ফটিক' নামে পরিচিত ছিলেন)  # নামের রহস্য:       রাজশেখর বসুর বড় ভাই শশীশেখরের স্মৃতিচারণ থেকে জানা যায় "পিতা চন্দ্রশেখর দ্বারভাঙ্গা থেকে ঘুরে এসে বলেন ফটিকের নাম ঠিক হয়ে গেছে। তখন মহারাজ লক্ষীশ্বর সিংহ জিজ্ঞাসা করেন, তোমার দ্বিতীয় ছেলের নামও একটা শেখর হবে নাকি? আমি বললাম, ইওর হাইনেস,