Skip to main content

Posts

Showing posts from May, 2019

দুষ্প্রাপ্য বই ও দুর্লভ লেখক

**কয়েকটি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য বই ও দুর্লভ লেখকদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি** ১.মুক্তারাম নাগ- দুর্গাপুরাণ ও কালীপুরাণ ২. বিষ্ণুরাম সিদ্ধান্ত- দুর্গাসপ্তশতীর অনুবাদ(১৬৯৫ শকাব্দ) ৩. কৃষ্ণকিশোর রায়- দুর্গালীলাতরঙ্গিণী ৪. দীনদয়াল গুপ্ত- দুর্গাভক্তিচিন্তামণি ৫.বিজয়রাম সেন- গজেন্দ্রমোক্ষণ ৬. বিজয়রাম সেন- তীর্থমঙ্গল(১৭৭৭ সাল) - রাজা জয়নারায়ণের পিতা কৃষ্ণচন্দ্র ঘোষাল  বহু লোকজন নিয়ে গঙ্গা পথে তীর্থযাত্রা করেছিলেন। কৃষ্ণচন্দ্রের অনুরোধে এই তীর্থযাত্রার বিবরণ নিয়ে এটি রচনা করা হয়। ৭. ডাকের বচন বা ডাক পুরুষের বচন- ডাকচরিত্র। রচয়িতার নাম পাওয়া যায় না। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর শেষ অথবা ঊনবিংশ শতাব্দীর আরম্ভে লেখা। এখানে ক্ষুদ্রকার, সমাজ ও সংসার জীবনের সাধারণ অভিজ্ঞতার নির্যাস আছে। ৮. গৌরহরি দাস- চাণক্য শ্লোকের অনুবাদ। ৯. দ্বিজ রামচন্দ্র- জ্যোতিষ-সারসংগ্রহ। ১০. জয়গোপাল তর্কালঙ্কার- শিক্ষাসার ১১. বৈদ্যনাথ সার্বভৌম- অশৌচপাঁচালী ১২. অভয়াচরণ তর্কবাগীশ- ভূপালকদম্ব ১৩. রাধামোহন সেন- সঙ্গীততরঙ্গ *কেমন লাগলো অবশ্যই জানান, তাহলে এমন নতুন নতুন কিছু আরো আ

#অজানা_বাংলা_বিশ্বকোষ

💝কিছু জানা-অজানা প্রশ্ন উত্তর💝 💐গ্রুপে অনেকের করা প্রশ্নগুলির উত্তর দেওয়ার যে চেষ্টা করেছিলাম, সেগুলি একজায়গায় করে দিলাম ব্লগে। সাথে আমার কিছু প্রশ্নও আছে। এতে অনেকেরই উপকার হবে এই আশা নিয়ে এটা করা। সবাই সবসময় সব প্রশ্নগুলো দেখার সুযোগ পায় না, তাই একজায়গায় করা থাকলে সবারই উপকার হবে। যদি আপনারা উপকৃত হন, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। তাই পরবর্তীতে আরো যাতে ভালো কিছু উপহার দিতে পারি, তারজন্য গ্রুপে আরো বেশি বেশি ভালো ভালো প্রশ্ন করতে থাকুন বন্ধুরা। ধন্যবাদ।💐 ১."কৃপার শাস্ত্রের অর্থভেদ" কার লেখা? উঃ মনোএল দা আসসুম্পসাউ-এর লেখা। প্রকাশিত হয়- ১৭৪৩ খ্রিস্টাব্দে, লিসবন থেকে ২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের জননী কে? উঃ দেবকী ৩."শাব্দিক কবি" কাকে বলা হয়? তাঁর রচিত পদসংখ্যা কত? উঃ গোবিন্দ দাস, ৮০০ টি ৪.🍂🍂বংশী খন্ডের পদ সংখ্যা কত??🍂🍂 উঃ ৪১ টি ৫."শুধু কি আল্লা বলে ডাকলে তারে পাবি ওরে মন-পাগলা "গানটি কার? উঃ লালন ৬.শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? উঃ 1800 খ্রি 10 জানুয়ারি ৭.জীব গোস্বামী গোবিন্দদাসকে কী উপাধি দিয়েছিলেন? উঃ কবির

**অচেনা-অদেখা রবীন্দ্রনাথ**

*অচেনা-অদেখা রবীন্দ্রনাথ* ১.রবীন্দ্রনাথকে কে কবিগুরু উপাধিতে ভূষিত করেন? উঃ ক্ষিতিমোহন সেন ২."নদী"- কার কী জাতীয় রচনা? উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য ৩.ভাগ্নী সরলা দেবীর ফরমাশে রবীন্দ্রনাথ কোন বিখ্যাত নাটক লিখেছিলেন? উঃ "চিরকুমার সভা " নাটক ৪.রবীন্দ্রনাথ মহাত্মাগান্ধীকে কোনো বই কি উৎসর্গ করেছেন? উঃ না ৫.'কাবুলিওয়ালা' গল্পের মিনি চরিত্রটি কার আদলে এঁকেছেন? উঃ কবির জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা যার ডাকনাম ছিল বেলা ৬.'কথা' ও 'খেয়া' কাকে উৎসর্গ করেছিলেন? উঃ উৎসর্গ পত্রে লেখা ছিল-সুহৃদ্‌বর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু বিজ্ঞানাচার্য করকমলেষু ৭.#রবীন্দ্রনাথ ঠাকুর "রাশিয়ার চিঠি " কাকে উৎসর্গ করেন?? উঃ সুরেন্দ্রনাথ করকে ৮.রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম মূদ্রিত গদ্যগ্রন্থ কোনটি? উঃ য়ুরোপ প্রবাসীর পত্র। ৯."পুষ্পাঞ্জলি" - রবীন্দ্রনাথ কার শোকে লেখেন? উঃ কাদম্বরী দেবীর মৃত্যুতে ১০.রবীন্দ্রনাথকে কোথা থেকে ডি. লিট দেওয়া হয়?  উঃ ১.কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯১৩ ২.ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৩৬

বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন-উত্তর

 **সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করা হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান** ১.রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন্ নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন?? উঃ ইলা রবীন্দ্র কবি মানসের ‘জলাভূমি’ থেকে তার চারিত্রিক গুণাবলী আহরণ করেছে, তাই রবীন্দ্রনাথ "রাজা ও রাণী" নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন। ২.লোচন দাসের "চৈতন্যমঙ্গল" কার সম্পাদনায় কত সালে প্রথম  প্রকাশিত হয়?? উঃ রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত ও প্রকাশিত "চৈতন্যমঙ্গল" কাব্য, ১৮৯৩ ৩."নকশীকাঁথার মাঠ" কাব্যটির ইংরেজি অনুবাদক কে ছিলেন? উঃ ই,এম,মিলফোর্ড ৪.#অচিন্ত্যকুমার সেনগুপ্তের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল ❓ উঃ বিবাহের চেয়ে বড়,'প্রাচীর ও প্রান্তর' দুটোই। ৫.#বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি?? উঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'কল্পতরু '। ৬."চিত্ত বিনোদিনী "- কার কী জাতীয় রচনা? উঃ গোবিন্দচন্দ্র দাসের উপন্যাস ১৮৭৪ সালে লেখা। এটি প্রথম মহাবিদ্রোহ নিয়ে লেখা উপন্যাস ৭."কবি আলাওল" প্রবন্ধটির রচয়িতা কে? এটি কোন পত্রিকায় কত সংখ্