**কয়েকটি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য বই ও দুর্লভ লেখকদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি**
১.মুক্তারাম নাগ- দুর্গাপুরাণ ও কালীপুরাণ
২. বিষ্ণুরাম সিদ্ধান্ত- দুর্গাসপ্তশতীর অনুবাদ(১৬৯৫ শকাব্দ)
৩. কৃষ্ণকিশোর রায়- দুর্গালীলাতরঙ্গিণী
৪. দীনদয়াল গুপ্ত- দুর্গাভক্তিচিন্তামণি
৫.বিজয়রাম সেন- গজেন্দ্রমোক্ষণ
৬. বিজয়রাম সেন- তীর্থমঙ্গল(১৭৭৭ সাল) - রাজা জয়নারায়ণের পিতা কৃষ্ণচন্দ্র ঘোষাল বহু লোকজন নিয়ে গঙ্গা পথে তীর্থযাত্রা করেছিলেন। কৃষ্ণচন্দ্রের অনুরোধে এই তীর্থযাত্রার বিবরণ নিয়ে এটি রচনা করা হয়।
৭. ডাকের বচন বা ডাক পুরুষের বচন- ডাকচরিত্র। রচয়িতার নাম পাওয়া যায় না। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর শেষ অথবা ঊনবিংশ শতাব্দীর আরম্ভে লেখা। এখানে ক্ষুদ্রকার, সমাজ ও সংসার জীবনের সাধারণ অভিজ্ঞতার নির্যাস আছে।
৮. গৌরহরি দাস- চাণক্য শ্লোকের অনুবাদ।
৯. দ্বিজ রামচন্দ্র- জ্যোতিষ-সারসংগ্রহ।
১০. জয়গোপাল তর্কালঙ্কার- শিক্ষাসার
১১. বৈদ্যনাথ সার্বভৌম- অশৌচপাঁচালী
১২. অভয়াচরণ তর্কবাগীশ- ভূপালকদম্ব
১৩. রাধামোহন সেন- সঙ্গীততরঙ্গ
*কেমন লাগলো অবশ্যই জানান, তাহলে এমন নতুন নতুন কিছু আরো আনার চেষ্টা করবো*
®ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন (পাঠাভ্যাস অধিবেশন-বাংলা বিভাগ), স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থের লেখক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা
*আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফোন করুন-
8436871092/7908778177
Comments
Post a Comment