∆সকল গল্প,কবিতা,নাটক,প্রবন্ধের উৎস নির্দেশ∆
#নবম_শ্রেণীর_সাহিত্যসঞ্চয়ন_সাহিত্যসম্ভার_ও_প্রফেসর_শঙ্কুর_ডায়রি
**সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী**
১."কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি"
কবি - মুকুন্দরাম চক্রবর্তী ।
উৎস : চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড তথা কালকেতুর উপাখ্যান অন্তর্ভুক্ত "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি আরম্ভ"।
২."ধীবর বৃত্তান্ত"
লেখক - কালিদাস ।
উৎস :অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক ।
তর্জমা : সত্যনারায়ণ চক্রবর্তী ।
৩."ইলিয়াস"
লেখক : লিও টলস্টয়
উৎস : Twenty Three Tales (১৮৮৫)
তর্জমা :মণীন্দ্র দত্ত ।
৪."সাত ভাই চম্পা"
কবি : বিষ্ণু দে ।
উৎস : সাত ভাই চম্পা ।
৫."দাম"
লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায়
উৎস : ১৩৬৫ বঙ্গাব্দে শারদীয়া "তরুণের স্বপ্ন" তে প্রথম প্রকাশিত হয়েছিল ।
৬."এই জীবন"
কবি : সুনীল গঙ্গোপাধ্যায় ।
উৎস : "দেখা হলো ভালোবাসা বেদনায়" ।
৭."নব নব সৃষ্টি"
লেখক : সৈয়দ মুজতবা আলী ।
উৎস : এটি "মাম্ দোর পুনর্জন্ম" প্রবন্ধের সম্পাদিত অংশ । মূল প্রবন্ধগ্রন্থটির নাম "চতুরঙ্গ"। ১৯৬০ খ্রিস্টাব্দে এটি "বেঙ্গল পাবলিশার্স" থেকে প্রকাশিত হয়।
৮."নূতন জীবন"
লেখিকা : হিরন্ময়ী দেবী ।
উৎস : "জীবনের মূল্য "।
পরে হিরন্ময়ী দেবীর কবিতা সংগ্রহে স্থান পায়।
৯ "ঝোড়ো সাধু"
লেখিকা :মহাশ্বেতা দেবী ।
উৎস : বাঘ শিকারী, ১২ নম্বর গল্প।
পরে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্পসংকলনে স্থান পায়।
১০."পথে প্রবাসে"
লেখক : অন্নদাশঙ্কর রায় ।
উৎস : "পথে প্রবাসে" ।
১১."ঘর"
কবি : অমিয় চক্রবর্তী ।
উৎস : "খসড়া "(১৯৩৮) কাব্যগ্রন্থ।
১২."হিমালয় দর্শন"
লেখিকা : বেগম রোকেয়া ।
উৎস : কূপ মন্ডূপের হিমালয় দর্শন । মহিলা পত্রিকায় প্রকাশিত ।কার্তিক ১৩১১ বঙ্গাব্দে
১৩."নোঙর"
কবি : অজিত দত্ত ।
উৎস : "শাদা মেঘ কালো পাহাড়" ।১৯৭০ খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। অজিত দত্তের "শ্রেষ্ঠ কবিতা" নামক কবিতা সংকলনেও "নোঙর" কবিতাটি স্থান পেয়েছে।
১৪."পালামৌ"
লেখক : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ।
উৎস : "পালামৌ" ।
১৫."খেয়া"
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : "চৈতালি" (আশ্বিন ১৩০৩ বঙ্গাব্দ বা ১৮৯৬ খ্রিস্টাব্দ) কাব্যগ্রন্থের উনিশ সংখ্যক কবিতা। কবিতাটির রচনাকাল ১৮ই চৈত্র, ১৩০২ বঙ্গাব্দ।
১৬."আকাশে সাতটি তারা"
কবি : জীবনানন্দ দাশ ।
উৎস : "রূপসী বাংলা" ।কবি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করে যান "আবহমান বাংলা, বাঙালি"-কে। এই কাব্যগ্রন্থটি লেখা হয় ১৯৩৪ খ্রিস্টাব্দে। কিন্তু এটি কবির মৃত্যুর পর ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবিতাটি এই কাব্যগ্রন্থের ৬ সংখ্যক কবিতা।
১৭."বর্ষা"
লেখক : প্রমথ চৌধুরী ।
উৎস : "বিচিত্র প্রবন্ধ"।
১৮."আবহমান"
কবি : নীরেন্দ্রনাথ চক্রবর্তী ।
উৎস : "অন্ধকার বারান্দা" কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা। কবিতাটির রচনাকাল ১৮ ই ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ।
পরবর্তী সময়ে "অন্ধকার বারান্দা" কাব্যগ্রন্থটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর "কবিতাসমগ্র-১" - এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছে।
১৯."উপোস"
লেখক: বিভূতিভূষণ মুখোপাধ্যায় ।
উৎস : "দুষ্ট লক্ষ্মীদের গল্প"।
২০."ভাঙার গান"
কবি : কাজী নজরুল ইসলাম
উৎস : "ভাঙার গান" কাব্যের প্রথম কবিতা "ভাঙার গান"। কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৩৬১ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৯২৪ খ্রিস্টাব্দের আগস্ট মাসে)। এটি উৎসর্গ করা হয় মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে। কারণ, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেদিনীপুরবাসী।
পাঠ্য গানটি অসহযোগ আন্দোলনের সময় রচিত। সুকুমাররঞ্জন দাশের অনুরোধে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত "বাঙালির কথা" নামক সাপ্তাহিক পত্রিকার জন্য কবি এই গানটি লেখেন এবং এটি ১৯২২ খ্রিস্টাব্দের ২০ই জানুয়ারি ওই পত্রিকায় প্রকাশিত হয়।
"ভাঙার গান" কাব্যগ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় ১৯২৪ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর।
২১."চিঠি"
লেখক : স্বামী বিবেকানন্দ ।
উৎস : "বাণী ও রচনা" গ্রন্থের সপ্তম খণ্ডে (তৃতীয় সংস্করণ, আগস্ট ১৯৭৩) রয়েছে। এই গ্রন্থে এটি ৩৬০তম চিঠি। গ্রন্থটির প্রকাশক স্বামী বিশ্বশ্রয়ানন্দ এবং প্রকাশন সংস্থা উদ্বোধন কার্যালয়।
উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত "পত্রাবলী : স্বামী বিবেকানন্দ" গ্রন্থের ৫৮৫ পৃষ্ঠায় পাঠ্য "চিঠি"টি স্বামীজি ইংরেজি ভাষায় লিখেছিলেন। তাঁর ইংরেজি চিঠিগুলির আবিষ্কারক মেরি লুই বার্ক। "কমপ্লিট ওয়ার্ক অব্ স্বামী বিবেকানন্দ" বইয়ের অষ্টম খণ্ডে মূল ইংরেজি চিঠিটি পাওয়া যায়।
স্বামীজির লেখা মোট ৫৭৬ টি চিঠি পাওয়া গেছে। এর মধ্যে ১৫৩ টি বাংলা ভাষায়, ৪১৮ টি ইংরেজিতে, ৩ টি সংস্কৃতে এবং ২ টি ফরাসি ভাষায় রচিত।
২২."আমরা"
কবি : সত্যেন্দ্রনাথ দত্ত ।
উৎস : "কুহু ও কেকা"। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৩১৯ বঙ্গাব্দে (১৯১২ খ্রিস্টাব্দ)।
২৩."নিরুদ্দেশ"
লেখক : প্রেমেন্দ্র মিত্র ।
উৎস : ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রকাশিত "সামনে চড়াই" গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়।
২৪."ব্যথার বাঁশি"
কবি : জসীমউদ্দীন ।
উৎস: "নক্সী কাঁথার মাঠ" ।
২৫."ছুটি"
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : "গল্পগুচ্ছ" ।
২৬."জন্মভূমি আজ"
কবি : বীরেন্দ্র চট্টোপাধ্যায় ।
উৎস : "মুন্ডহীন ধড়গুলো আহ্লাদে চিৎকার
করে"
২৭."রাধারানী"
লেখক : বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ।
উৎস : "রাধারানী" উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮৬ খ্রিস্টাব্দে।
২৮."এই তার পরিচয়"
লেখিকা : কবিতা সিংহ ।
উৎস : "সহজ সুন্দরী" ।
২৯."চন্দ্রনাথ"
লেখক : তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।
উৎস : "আগুন" উপন্যাসের সম্পাদিত রূপ । প্রকাশিত হয় সেপ্টেম্বর, ১৯৩৭ খ্রিস্টাব্দে।
**সাহিত্য সম্ভার (নবম শ্রেণী)**
১."বীরবাহূর মৃত্যুতে রাবণ"
কবি : মাইকেল মধুসূদন দত্ত ।
উৎস : মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গ 'অভিষেক' থেকে নেওয়া।
২."জ্যোতি"
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : গুরু নাটক ।
৩."নগর লক্ষী"
কবি : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : কথা ও কাহিনী কাব্যগ্রন্থের কথা অংশ থেকে গৃহীত । এটি দশ সংখ্যক কবিতা।
৪."ধনধান্য পুষ্প ভরা"
কবি : দ্বিজেন্দ্রলাল রায় ।
উৎস : "আর্যগাথা" কাব্য।
পরে "সাজাহান" নাটকে এটি গান হিসেবে ব্যবহৃত হয়।
৫."কাজলা দিদি"
কবি : যতীন্দ্রমোহন বাগচী ।
উৎস : " মালঞ্চ" কাব্যগ্রন্থ।
৬."ডাকটিকিট"
কবি : সত্যেন্দ্রনাথ দত্ত ।
উৎস : "বেণু ও বীণা" কাব্যগ্রন্থ।
৭."ঈশ্বর"
কবি : কাজী নজরুল ইসলাম ।
উৎস : "সাম্যবাদী" কাব্যগ্রন্থ।
৮."এখানে আকাশ নীল"
কবি : জীবনানন্দ দাশ ।
উৎস : "রূপসী বাংলা" কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা।
৯."মধুমতী নদী দিয়া"
কবি : জসীমউদ্দীন ।
উৎস : "সোজন বাদিয়ার ঘাট"।
১০."ইলিশ"
কবি : বুদ্ধদেব বসু
উৎস : "দময়ন্তী" কাব্য ।
১১."জননী জন্মভূমি"
কবি : সুভাষ মুখোপাধ্যায় ।
উৎস : "কাল মধুমাস" কাব্যগ্রন্থ।
১২."বাঙ্গালার ইতিহাস"
লেখক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
উৎস : বাঙ্গালার ইতিহাস । এটি মার্শম্যানের 'History of Bengal' গ্রন্থ অবলম্বনে ১৮৪৮ সালে অনুবাদ করা হয়।
১৩."গগনপটো"
লেখক : অক্ষয়চন্দ্র সরকার ।
উৎস : গো চারণের মাঠ ।
১৪."কঙ্কাবতী"
লেখক : ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ।
উৎস : কঙ্কাবতী উপন্যাস (দ্বাদশ পরিচ্ছেদ) ।
১৫."পোস্টমাস্টার"
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : "গল্পগুচ্ছ"-এর প্রথম খন্ডের অন্তর্গত।
১৬."যাত্রা"
লেখক : রবীন্দ্রনাথ ঠাকুর ।
উৎস : পথের সঞ্চয় ।
১৭."অধ্যয়ন ও জ্ঞান লাভ"
লেখক : প্রফুল্ল চন্দ্র রায় ।
উৎস : প্রফুল্ল রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী ।
১৮."ইন্দ্রনাথ ও শ্রীকান্ত"
লেখক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উৎস : "শ্রীকান্ত" উপন্যাসের প্রথম পর্বের 'ইন্দ্রনাথ ও শ্রীকান্ত' অংশ থেকে নেওয়া হয়েছে।
১৯."ঠেলাগাড়ি"
লেখক : বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ।
উৎস : কিশোর রচনা সমগ্র ।
২০."সভাকবি"
লেখক : শৈলজানন্দ মুখোপাধ্যায় ।
উৎস : আত্মঘাতীর ডায়েরি।
২১."চিল্কা"
লেখক : সৈয়দ মুজতবা আলী ।
উৎস : ধূপছায়া ।
২২."পটোদিদি"
লেখিকা : লীলা মজুমদার ।
উৎস : খেরোর খাতা (দশ নম্বর গল্প) ।
২৩."আমার ছোটোবেলা"
লেখিকা : আশাপূর্ণা দেবী ।
উৎস: "স্মৃতি কথনমূলক রচনা" (১৯৩২) প্রথমে রাখা হলেও পরে "আমার ছেলেবেলা" (১৩৯২ বঙ্গাব্দ)-তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৪."শামুক"
লেখিকা - অনুপমা বসুমাতরি ।
উৎস : অসমিয়া XAAMUK এর অনুবাদ ।
তর্জমা : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ।
২৫."বাজি"
লেখক :আন্তন চেখভ ।
উৎস :THE BET
২৬.প্রতাপাদিত্য
নাট্যকার :ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ ।
উৎস :বঙ্গের প্রতাপাদিত্য ।
**সহায়ক গ্রন্থ : প্রোফেসর শঙ্কুর ডায়ারি**
১.ব্যোমযাত্রীর ডায়রি : ১৩৬৮ বঙ্গাব্দে (১৯৬১ খ্রিস্টাব্দ) "সন্দেশ" পত্রিকার আশ্বিন-কার্তিক-অগ্রহায়ন সংখ্যায় সত্যজিৎ রায় লিখিত "ব্যোমযাত্রীর ডায়রি" কাহিনীটি প্রথম প্রকাশিত হয়।
২.প্রোফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল : সন্দেশ। ফাল্গুন, ১৩৭১ প্রকাশিত হয়।
৩.কর্ভাস : সত্যজিৎ রায় রচিত "কর্ভাস" কাহিনীটি ১৩৭৯ বঙ্গাব্দে (১৯৭২ খ্রিস্টাব্দ) "আনন্দমেলা পূজাবার্ষিকী"তে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে এই কাহিনীটি "শঙ্কুসমগ্র" গ্রন্থে সংকলিত হয়।
৪.ডক্টর শেরিং-এর স্মরণশক্তি : আনন্দমেলা। পূজাবার্ষিকী, ১৩৮১ তে প্রকাশিত হয়।
৫. মহাকাশের দূত : আনন্দমেলা। পূজাবার্ষিকী, ১৩৮৬ তে প্রকাশিত হয়।
৬.স্বর্ণপর্ণী : সত্যজিৎ রায় রচিত "স্বর্ণপর্ণী" কাহিনীটি "আনন্দমেলা পূজাবার্ষিকী"তে ১৩৯৭ বঙ্গাব্দে (১৯৯০ খ্রিস্টাব্দ) প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে "শঙ্কুসমগ্র" গ্রন্থে এই কাহিনীটি সংকলিত হয়।
📚 ইউসুফ মোল্লা 📚
*অ্যাডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থের লেখক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা*
সরাসরি যোগাযোগ করতে: (+91)7908778177/8436871092
খুব সুন্দর
ReplyDeleteধন্যবাদ🙏💕
DeleteDarun
ReplyDeleteOutstanding
ReplyDelete'জন্মভূমি আজ' কবিতাটির উৎস 'বেঁচে থাকার কবিতা ' জানতাম। এটা কি ঠিক?
ReplyDeleteনবম শ্রেণির গ্রন্থ সাহিত্য সম্ভার এ অক্ষয়চন্দ্র সরকারের গগনপটো র উৎস বলা হয়েছে গোচারণের মাঠ কিন্তু সেটা তো একটি শিশু পাঠ্য কাব্যগ্রন্থ,আর পাঠ্যটি একটি প্রবন্ধ।
ReplyDelete"সাহিত্য সম্ভার" বইটি ক্লাশ নাইনের বাংলা(২য় ভাষা) বই। বইটিতে কোন অনুশীলন বা প্রশ্নোত্তরের আলোচনা নেই। অধ্যয়নে সহায়ক বই বা প্রশ্নোত্তরের আলোচনা করলে উপকৃত হব।
ReplyDeleteসুন্দর
ReplyDelete