Skip to main content

**অচেনা-অদেখা রবীন্দ্রনাথ**

*অচেনা-অদেখা রবীন্দ্রনাথ*

১.রবীন্দ্রনাথকে কে কবিগুরু উপাধিতে ভূষিত করেন?
উঃ ক্ষিতিমোহন সেন

২."নদী"- কার কী জাতীয় রচনা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য

৩.ভাগ্নী সরলা দেবীর ফরমাশে রবীন্দ্রনাথ কোন বিখ্যাত নাটক লিখেছিলেন?
উঃ "চিরকুমার সভা " নাটক

৪.রবীন্দ্রনাথ মহাত্মাগান্ধীকে কোনো বই কি উৎসর্গ করেছেন?
উঃ না

৫.'কাবুলিওয়ালা' গল্পের মিনি চরিত্রটি কার আদলে এঁকেছেন?
উঃ কবির জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা যার ডাকনাম ছিল বেলা

৬.'কথা' ও 'খেয়া' কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ উৎসর্গ পত্রে লেখা ছিল-সুহৃদ্‌বর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু বিজ্ঞানাচার্য করকমলেষু

৭.#রবীন্দ্রনাথ ঠাকুর "রাশিয়ার চিঠি " কাকে উৎসর্গ করেন??
উঃ সুরেন্দ্রনাথ করকে

৮.রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম মূদ্রিত গদ্যগ্রন্থ কোনটি?
উঃ য়ুরোপ প্রবাসীর পত্র।

৯."পুষ্পাঞ্জলি" - রবীন্দ্রনাথ কার শোকে লেখেন?
উঃ কাদম্বরী দেবীর মৃত্যুতে

১০.রবীন্দ্রনাথকে কোথা থেকে ডি. লিট দেওয়া হয়? 
উঃ ১.কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯১৩
২.ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৩৬
৩.অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯৪০

১১.ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ কার ভূমিকা য় অভিনয় করেন?
উঃ ডাকঘর নাটক লেখা হয় ১৯১২ সালে,কিন্তু ১৯১৭ সালে ‘ডাকঘর’ নাটকে ঠাকুরদা, প্রহরী ও বাউলের ভূমিকায় অভিনয় করে রবীন্দ্রনাথ

১২.'পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থী' কবিতার এই লাইনটি রবীন্দ্রনাথ কোন উপন্যাসে ব্যবহার করেছেন?
উঃ শেষের কবিতা

১৩.গোরা--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ প্রবাসী

১৪.' অমন সুন্দর সিল্ক,মসৃন দাঁড়িও মানুষের হয় '- রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য কে করেন?
উঃ বার্নার্ড শ।

১৫.'কালের যাত্রা' গদ্য নাটকটি কবি কাকে উৎসর্গ করেন?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে

১৬.রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ রবীন্দ্র নাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ 'ভুবনমোহিনী প্রতিভা'। সেটি 'জ্ঞানাঙ্কুর' ও 'প্রতিবিম্ব' পত্রিকার কাৰ্তিক ১২৮৩ সংখ্যায় প্রকাশিত হয়।

১৭.চোখের বালি--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ নবপর্যায় বঙ্গদর্শন

১৮."বাংলা শব্দতত্ত্ব"গ্রন্থটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উঃ বিধুশেখর শাস্ত্রী

১৯."পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে"----উক্তি টি কোন উপন্যাসের?
উঃ 'ঘরে বাইরে'র নিখিলেশের উক্তি

২০.জয়কালী কোন গল্পের চরিত্র? 
উঃ রবি ঠাকুরের "অনধিকার প্রবেশ"ছোট গল্পের চরিত্র ।

২১.শেষের কবিতা--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ প্রবাসী

২২.সোনার তরী--প্রকাশকাল?
উঃ 1894(1300 বঙ্গাব্দ )

২৩.'স্মরণ' কাব্যের কবিতা গুলিতে ছন্দোবদ্ধ হাহাকারে কোন স্বজন হারানোর বেদনা প্রকাশ পেয়েছে?
উঃ মৃণালিনী দেবীর মৃত্যু কে স্মরণ করে লেখা বলে এই কাব্য গ্রন্থে তার( মৃণালিণী) দেবী কে হারা নোর ব্যথা প্রকাশিত হয়েছে ।প্রসঙ্গত,ইনি রবি ঠাকুরের স্ত্রী ।

২৪. রবীন্দ্রনাথ 'ভাই ছুটি' বলে কাকে আদর করে ডাকতেন?
উঃ মৃণালিণী দেবীকে

২৫.'তারকার আত্মহত্যা' লিখেছেন কার স্মৃতিতে?
উঃ কাদম্বরী দেবী

২৬.রবীন্দ্রনাথ তাঁর নিজের লেখা কটি নাটকে অভিনয় করেন? 
উঃ ১৩ টি নাটকে

২৭.রবীন্দ্রনাথ কাকে সকল সুরের কান্ডারী,সকল গানের ভান্ডারী বলে উল্লেখ করেছেন?
উঃ দীনেন্দ্রনাথ ঠাকুরকে।

২৮.ভাগ্নী সরলা দেবীর ফরমাশে রবীন্দ্রনাথ কোন বিখ্যাত নাটক লিখেছিলেন?
উঃ "চিরকুমার সভা" নাটক


২৯."মৃত্যুর নেপথ্য হতে আর একবার এলে তুমি ফিরে, নূতন বধূর সাজে বিবাহ মন্দিরে নি:শব্দ চরণপাতে"- রবীন্দ্রনাথ কার স্মৃতিতে লিখেছেন?
উঃ মৃনালিণী দেবীর স্মৃতিতে।

৩০. রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
উঃ ২বার (১৮৯৮ ও ১৯২৬)।

৩১.কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
উঃ রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।

৩২.রবীন্দ্রনাথ এর ‘নটির পূজা’- নাটকটি কোন ধর্মের কাহিনী ?
উঃ বুদ্ধ ধর্ম।

**যারা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে "পাঠাভ্যাস অধিবেশন-বাংলা বিভাগ" গ্রুপে প্রশ্ন করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই**

®সংগ্রাহক- ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থের লেখক, পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা

Comments

Popular posts from this blog

🌸দশম শ্রেণীর উৎস সন্ধানে🌸

🕸দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন,সাহিত্য সম্ভার ও কোনির সকল গ্রন্থের উৎস🕸 **সাহিত্য সঞ্চয়ন (দশম শ্রেণি)** ১)"শাবলতলার মাঠ" লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় । উৎস: বিভূতি রচনাবলী অষ্টম খন্ড । ২)"তিন পাহাড়ের কোলে" কবি: শক্তি চট্টোপাধ্যায় । উৎস: "অগ্রন্থিত পদ্য" (বাজার চলতি বই-এ লেখা "হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান") ৩)"জ্ঞানচক্ষু" লেখিকা : আশাপূর্ণা দেবী । উৎস : কুমকুম গল্প সংকলন। ৪)"বুধুয়ার পাখি" কবি : আলোকরঞ্জন দাশগুপ্ত । উৎস : যৌবন বাউল । ৫)"অসুখী একজন" কবি :পাবলো নেরুদা । উৎস :বিদেশি ফুলে রক্তের ছিটে ।(পাবলো নেরুদার "Extravagaria" কাব্যের “La Desdichada”কবিতাটি নবারুণ ভট্টাচার্য "অসুখী একজন" নামে অনুবাদ করেন এবং অনূদিত " বিদেশি ফুলে রক্তের ছিটে" গ্রন্থে অন্তর্ভূক্ত হয়)। তরজমা : নবারুণ ভট্টাচার্য । ৬)"আমাকে দেখুন" লেখক :শীর্ষেন্দু মুখোপাধ্যায় । উৎস :'শ্রেষ্ঠ গল্পসংকলন'। পরে "শীর্ষেন্দুর সেরা ১০১" অন্তর্ভুক্ত হয়। ৭)"আয়...

নবম শ্রেণীর উৎস সন্ধানে

∆সকল গল্প,কবিতা,নাটক,প্রবন্ধের উৎস নির্দেশ∆ #নবম_শ্রেণীর_সাহিত্যসঞ্চয়ন_সাহিত্যসম্ভার_ও_প্রফেসর_শঙ্কুর_ডায়রি **সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী** ১."কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" কবি - মুকুন্দরাম চক্রবর্তী । উৎস : চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড তথা কালকেতুর উপাখ্যান অন্তর্ভুক্ত "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি আরম্ভ"। ২."ধীবর বৃত্তান্ত" লেখক - কালিদাস । উৎস :অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক ।  তর্জমা : সত্যনারায়ণ চক্রবর্তী । ৩."ইলিয়াস" লেখক : লিও টলস্টয় উৎস : Twenty Three Tales (১৮৮৫) তর্জমা :মণীন্দ্র দত্ত । ৪."সাত ভাই চম্পা" কবি : বিষ্ণু দে । উৎস : সাত ভাই চম্পা । ৫."দাম" লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায় উৎস : ১৩৬৫ বঙ্গাব্দে শারদীয়া "তরুণের স্বপ্ন" তে প্রথম প্রকাশিত হয়েছিল । ৬."এই জীবন" কবি : সুনীল গঙ্গোপাধ্যায় । উৎস : "দেখা হলো ভালোবাসা বেদনায়" । ৭."নব নব সৃষ্টি" লেখক : সৈয়দ মুজতবা আলী । উৎস : এটি "মাম্ দোর পুনর্জন্ম" প্রবন্ধের সম্পাদিত অংশ । মূল ...

🥤দ্বাদশ শ্রেণীর উৎস সন্ধানে🥤

🎄দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চার   সকল গল্প,কবিতা,নাটক,আন্তর্জাতিক কবিতা,ভারতীয় গল্প,পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের উৎস একত্রে দেওয়া হলোঃ 🎄 📖 গল্পঃ 📖 ১) "কে বাঁচায়, কে বাঁচে" গল্পকার: মানিক বন্দ্যোপাধ্যায় উৎস: "কে বাঁচায়, কে বাঁচে" গল্পটি কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি।    এটি প্রথম ১৯৪৩ খ্রিস্টাব্দে/১৩৫০ বঙ্গাব্দে সারদাকুমার দাস সম্পাদিত "ভৈরব" পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায়  প্রকাশিত হয়।    পরবর্তীকালে ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত "মহামন্বন্তর" পত্রিকায় এই গল্পটি স্থান পায়।    এছাড়া 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প' শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। ২) "ভাত" গল্পকার: মহাশ্বেতা দেবী উৎস: ১৯৮২ খ্রিস্টাব্দে "ম্যানিফেস্টো" পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়।    পরবর্তীকালে  দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর "শ্রেষ্ঠ গল্প" সংকলনে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ৩) "ভারতবর্ষ" গল্পকার: সৈয়দ মুস্তাফা সিরাজ উৎস: দে'জ পাবলিশিং থেকে প্...