*অচেনা-অদেখা রবীন্দ্রনাথ*
১.রবীন্দ্রনাথকে কে কবিগুরু উপাধিতে ভূষিত করেন?
উঃ ক্ষিতিমোহন সেন
২."নদী"- কার কী জাতীয় রচনা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য
৩.ভাগ্নী সরলা দেবীর ফরমাশে রবীন্দ্রনাথ কোন বিখ্যাত নাটক লিখেছিলেন?
উঃ "চিরকুমার সভা " নাটক
৪.রবীন্দ্রনাথ মহাত্মাগান্ধীকে কোনো বই কি উৎসর্গ করেছেন?
উঃ না
৫.'কাবুলিওয়ালা' গল্পের মিনি চরিত্রটি কার আদলে এঁকেছেন?
উঃ কবির জ্যেষ্ঠা কন্যা মাধুরীলতা যার ডাকনাম ছিল বেলা
৬.'কথা' ও 'খেয়া' কাকে উৎসর্গ করেছিলেন?
উঃ উৎসর্গ পত্রে লেখা ছিল-সুহৃদ্বর শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু বিজ্ঞানাচার্য করকমলেষু
৭.#রবীন্দ্রনাথ ঠাকুর "রাশিয়ার চিঠি " কাকে উৎসর্গ করেন??
উঃ সুরেন্দ্রনাথ করকে
৮.রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম মূদ্রিত গদ্যগ্রন্থ কোনটি?
উঃ য়ুরোপ প্রবাসীর পত্র।
৯."পুষ্পাঞ্জলি" - রবীন্দ্রনাথ কার শোকে লেখেন?
উঃ কাদম্বরী দেবীর মৃত্যুতে
১০.রবীন্দ্রনাথকে কোথা থেকে ডি. লিট দেওয়া হয়?
উঃ ১.কলিকাতা বিশ্ববিদ্যালয়, ১৯১৩
২.ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৩৬
৩.অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯৪০
১১.ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ কার ভূমিকা য় অভিনয় করেন?
উঃ ডাকঘর নাটক লেখা হয় ১৯১২ সালে,কিন্তু ১৯১৭ সালে ‘ডাকঘর’ নাটকে ঠাকুরদা, প্রহরী ও বাউলের ভূমিকায় অভিনয় করে রবীন্দ্রনাথ
১২.'পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থী' কবিতার এই লাইনটি রবীন্দ্রনাথ কোন উপন্যাসে ব্যবহার করেছেন?
উঃ শেষের কবিতা
১৩.গোরা--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ প্রবাসী
১৪.' অমন সুন্দর সিল্ক,মসৃন দাঁড়িও মানুষের হয় '- রবীন্দ্রনাথ সম্পর্কে এই মন্তব্য কে করেন?
উঃ বার্নার্ড শ।
১৫.'কালের যাত্রা' গদ্য নাটকটি কবি কাকে উৎসর্গ করেন?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
১৬.রবীন্দ্রনাথের লেখা প্রথম প্রবন্ধ প্রকাশিত হয় কোন পত্রিকায়?
উঃ রবীন্দ্র নাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ 'ভুবনমোহিনী প্রতিভা'। সেটি 'জ্ঞানাঙ্কুর' ও 'প্রতিবিম্ব' পত্রিকার কাৰ্তিক ১২৮৩ সংখ্যায় প্রকাশিত হয়।
১৭.চোখের বালি--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ নবপর্যায় বঙ্গদর্শন
১৮."বাংলা শব্দতত্ত্ব"গ্রন্থটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন?
উঃ বিধুশেখর শাস্ত্রী
১৯."পৃথিবীতে যারা কাপুরুষ তারাই স্ত্রীর পূজা দাবি করে থাকে"----উক্তি টি কোন উপন্যাসের?
উঃ 'ঘরে বাইরে'র নিখিলেশের উক্তি
২০.জয়কালী কোন গল্পের চরিত্র?
উঃ রবি ঠাকুরের "অনধিকার প্রবেশ"ছোট গল্পের চরিত্র ।
২১.শেষের কবিতা--কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ প্রবাসী
২২.সোনার তরী--প্রকাশকাল?
উঃ 1894(1300 বঙ্গাব্দ )
২৩.'স্মরণ' কাব্যের কবিতা গুলিতে ছন্দোবদ্ধ হাহাকারে কোন স্বজন হারানোর বেদনা প্রকাশ পেয়েছে?
উঃ মৃণালিনী দেবীর মৃত্যু কে স্মরণ করে লেখা বলে এই কাব্য গ্রন্থে তার( মৃণালিণী) দেবী কে হারা নোর ব্যথা প্রকাশিত হয়েছে ।প্রসঙ্গত,ইনি রবি ঠাকুরের স্ত্রী ।
২৪. রবীন্দ্রনাথ 'ভাই ছুটি' বলে কাকে আদর করে ডাকতেন?
উঃ মৃণালিণী দেবীকে
২৫.'তারকার আত্মহত্যা' লিখেছেন কার স্মৃতিতে?
উঃ কাদম্বরী দেবী
২৬.রবীন্দ্রনাথ তাঁর নিজের লেখা কটি নাটকে অভিনয় করেন?
উঃ ১৩ টি নাটকে
২৭.রবীন্দ্রনাথ কাকে সকল সুরের কান্ডারী,সকল গানের ভান্ডারী বলে উল্লেখ করেছেন?
উঃ দীনেন্দ্রনাথ ঠাকুরকে।
২৮.ভাগ্নী সরলা দেবীর ফরমাশে রবীন্দ্রনাথ কোন বিখ্যাত নাটক লিখেছিলেন?
উঃ "চিরকুমার সভা" নাটক
২৯."মৃত্যুর নেপথ্য হতে আর একবার এলে তুমি ফিরে, নূতন বধূর সাজে বিবাহ মন্দিরে নি:শব্দ চরণপাতে"- রবীন্দ্রনাথ কার স্মৃতিতে লিখেছেন?
উঃ মৃনালিণী দেবীর স্মৃতিতে।
৩০. রবীন্দ্রনাথ ঢাকায় আসেন কয়বার ?
উঃ ২বার (১৮৯৮ ও ১৯২৬)।
৩১.কোন বাঙালি প্রথম গ্রামীন ক্ষুদ্রঋণ ও গ্রাম উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেন ?
উঃ রবীন্দ্রনাথ (এ জন্য তিনি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে আমেরিকার আরবানায় ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে পাঠান কৃষি ও পশুপালন বিদ্যায় প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা গ্রহণ করতে)।
৩২.রবীন্দ্রনাথ এর ‘নটির পূজা’- নাটকটি কোন ধর্মের কাহিনী ?
উঃ বুদ্ধ ধর্ম।
**যারা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে "পাঠাভ্যাস অধিবেশন-বাংলা বিভাগ" গ্রুপে প্রশ্ন করেছিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই**
®সংগ্রাহক- ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থের লেখক, পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা
Comments
Post a Comment