**সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা করা হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানান**
১.রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন্ নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন??
উঃ ইলা রবীন্দ্র কবি মানসের ‘জলাভূমি’ থেকে তার চারিত্রিক গুণাবলী আহরণ করেছে, তাই রবীন্দ্রনাথ "রাজা ও রাণী" নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন।
২.লোচন দাসের "চৈতন্যমঙ্গল" কার সম্পাদনায় কত সালে প্রথম প্রকাশিত হয়??
উঃ রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত ও প্রকাশিত
"চৈতন্যমঙ্গল" কাব্য, ১৮৯৩
৩."নকশীকাঁথার মাঠ" কাব্যটির ইংরেজি অনুবাদক কে ছিলেন?
উঃ ই,এম,মিলফোর্ড
৪.#অচিন্ত্যকুমার সেনগুপ্তের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল ❓
উঃ বিবাহের চেয়ে বড়,'প্রাচীর ও প্রান্তর' দুটোই।
৫.#বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি??
উঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'কল্পতরু '।
৬."চিত্ত বিনোদিনী "- কার কী জাতীয় রচনা?
উঃ গোবিন্দচন্দ্র দাসের উপন্যাস ১৮৭৪ সালে লেখা।
এটি প্রথম মহাবিদ্রোহ নিয়ে লেখা উপন্যাস
৭."কবি আলাওল" প্রবন্ধটির রচয়িতা কে? এটি কোন পত্রিকায় কত সংখ্যায় কোথায় থেকে প্রথম প্রকাশিত হয় ???
উঃ আব্দুল করিম।
কলকাতার এন্টালি থেকে প্রকাশিত।
“গৃহস্থ” পত্রিকার শ্রাবণ ১৩২০ সংখ্যায়।
৮."মুখের রেখা"- এই আত্মজীবনী মূলক উপন্যাসটি কার রচনা?
উঃ সন্তোষকুমার ঘোষ।
৯.শরৎচন্দ্রের "চরিত্রহীন"- উপন্যাসটির প্রকাশ সাল বলুন?
উঃ 1917
১০."ভগ্নী" উপন্যাস টি কার লেখা?
উঃ প্রমথ চৌধুরী
১১.#বাংলা গদ্য কবিতার সূচনা কে করেন ??
উঃ রাজকৃষ্ণ মুখার্জি
১২.#ঈশ্বর গুপ্তের মৃত্যুর পর "সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক কে হন??
উঃ রামচন্দ্র গুপ্ত,
তারপর-গোপালচন্দ্র মুখোপাধ্যায়,
এবং শেষ সম্পাদক ছিলেন-মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
১৩.#অমিত্রাক্ষর ছন্দকে "অমিত্রাক্ষর পয়ার" কে বলেছেন??
উঃ রাজেন্দ্রলাল মিত্র
১৪."নির্জন স্বাক্ষর" কার রচনা?
উঃ ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) কাব্যগ্রন্থে মোট কুড়িটি (২০) কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর মধ্যে একটি কবিতা হল-নির্জন স্বাক্ষর
১৫.চর্যার ভাষাকে "অভিসন্ধিমূলক ভাষা" বলেছেন কে?
উঃ পবিত্র সরকার
১৬.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?
উঃ রুদ্রচন্ড(১৮৮১)
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম 'বাল্মীকি প্রতিভা' (প্রকাশকাল: ১৮৮১)।
১৭."ইছামতী" উপন্যাসটি কাকে উৎসর্গ করেন??
উঃ রমা বন্দোপাধ্যায়
১৮.#সম্রাট সেন- এই ছদ্মনামটি কার??
উঃ বেচু প্রামাণিক
১৯.#নবীনচন্দ্র সেন তাঁর "পলাশীর যুদ্ধ" কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেন??
উঃ বিদ্যাসাগরকে
২০.জীবনানন্দের 'হায় চিল' কবিতাটি কোন কবির কোন কবিতার অনুকরণে লেখা?
উঃ হায় চিল কবিতার সঙ্গে ইয়েটস এর "he reproves the curlew কবিতার সাদৃৃশ্য পাওয়া যায়
** উপরিউক্ত প্রশ্নগুলো করেছেন আমাদের পরিচালিত ফেসবুক গ্রুপ " পাঠাভ্যাস অধিবেশন- বাংলা বিভাগ"-এ, Rimjhim Roy, Md Rahamatullah, উইলিয়াম শেক্সপীয়ার, Samrat Mondal, Rabiul SK, অন্তহীন অন্তহীন এবং Yousuf Molla.
সবগুলোতেই উত্তর দিয়েছে ইউসুফ মোল্লা। **
®ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থের লেখক,পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা
১.রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন্ নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন??
উঃ ইলা রবীন্দ্র কবি মানসের ‘জলাভূমি’ থেকে তার চারিত্রিক গুণাবলী আহরণ করেছে, তাই রবীন্দ্রনাথ "রাজা ও রাণী" নাটকটিকে লিরিকের জলাভূমি বলেছেন।
২.লোচন দাসের "চৈতন্যমঙ্গল" কার সম্পাদনায় কত সালে প্রথম প্রকাশিত হয়??
উঃ রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত ও প্রকাশিত
"চৈতন্যমঙ্গল" কাব্য, ১৮৯৩
৩."নকশীকাঁথার মাঠ" কাব্যটির ইংরেজি অনুবাদক কে ছিলেন?
উঃ ই,এম,মিলফোর্ড
৪.#অচিন্ত্যকুমার সেনগুপ্তের কোন বইটি বাজেয়াপ্ত হয়েছিল ❓
উঃ বিবাহের চেয়ে বড়,'প্রাচীর ও প্রান্তর' দুটোই।
৫.#বাংলা সাহিত্যের প্রথম ব্যাঙ্গ উপন্যাস কোনটি??
উঃ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 'কল্পতরু '।
৬."চিত্ত বিনোদিনী "- কার কী জাতীয় রচনা?
উঃ গোবিন্দচন্দ্র দাসের উপন্যাস ১৮৭৪ সালে লেখা।
এটি প্রথম মহাবিদ্রোহ নিয়ে লেখা উপন্যাস
৭."কবি আলাওল" প্রবন্ধটির রচয়িতা কে? এটি কোন পত্রিকায় কত সংখ্যায় কোথায় থেকে প্রথম প্রকাশিত হয় ???
উঃ আব্দুল করিম।
কলকাতার এন্টালি থেকে প্রকাশিত।
“গৃহস্থ” পত্রিকার শ্রাবণ ১৩২০ সংখ্যায়।
৮."মুখের রেখা"- এই আত্মজীবনী মূলক উপন্যাসটি কার রচনা?
উঃ সন্তোষকুমার ঘোষ।
৯.শরৎচন্দ্রের "চরিত্রহীন"- উপন্যাসটির প্রকাশ সাল বলুন?
উঃ 1917
১০."ভগ্নী" উপন্যাস টি কার লেখা?
উঃ প্রমথ চৌধুরী
১১.#বাংলা গদ্য কবিতার সূচনা কে করেন ??
উঃ রাজকৃষ্ণ মুখার্জি
১২.#ঈশ্বর গুপ্তের মৃত্যুর পর "সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক কে হন??
উঃ রামচন্দ্র গুপ্ত,
তারপর-গোপালচন্দ্র মুখোপাধ্যায়,
এবং শেষ সম্পাদক ছিলেন-মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
১৩.#অমিত্রাক্ষর ছন্দকে "অমিত্রাক্ষর পয়ার" কে বলেছেন??
উঃ রাজেন্দ্রলাল মিত্র
১৪."নির্জন স্বাক্ষর" কার রচনা?
উঃ ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬) কাব্যগ্রন্থে মোট কুড়িটি (২০) কবিতা অন্তর্ভুক্ত হয়েছে। কবিতাগুলোর মধ্যে একটি কবিতা হল-নির্জন স্বাক্ষর
১৫.চর্যার ভাষাকে "অভিসন্ধিমূলক ভাষা" বলেছেন কে?
উঃ পবিত্র সরকার
১৬.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম নাটক?
উঃ রুদ্রচন্ড(১৮৮১)
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটকের নাম 'বাল্মীকি প্রতিভা' (প্রকাশকাল: ১৮৮১)।
১৭."ইছামতী" উপন্যাসটি কাকে উৎসর্গ করেন??
উঃ রমা বন্দোপাধ্যায়
১৮.#সম্রাট সেন- এই ছদ্মনামটি কার??
উঃ বেচু প্রামাণিক
১৯.#নবীনচন্দ্র সেন তাঁর "পলাশীর যুদ্ধ" কাব্য গ্রন্থটি কাকে উৎসর্গ করেন??
উঃ বিদ্যাসাগরকে
২০.জীবনানন্দের 'হায় চিল' কবিতাটি কোন কবির কোন কবিতার অনুকরণে লেখা?
উঃ হায় চিল কবিতার সঙ্গে ইয়েটস এর "he reproves the curlew কবিতার সাদৃৃশ্য পাওয়া যায়
** উপরিউক্ত প্রশ্নগুলো করেছেন আমাদের পরিচালিত ফেসবুক গ্রুপ " পাঠাভ্যাস অধিবেশন- বাংলা বিভাগ"-এ, Rimjhim Roy, Md Rahamatullah, উইলিয়াম শেক্সপীয়ার, Samrat Mondal, Rabiul SK, অন্তহীন অন্তহীন এবং Yousuf Molla.
সবগুলোতেই উত্তর দিয়েছে ইউসুফ মোল্লা। **
®ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থের লেখক,পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা
Valo hoyeche.saunen sinha mahapatra
ReplyDeleteঅনেক বেশি ভালোবাসা নিও প্রিয় শুভাকাঙ্ক্ষী দাদা
Deletedarun
ReplyDeleteধন্যবাদ🙏💕
Deleteঅনেক বেশি ভালোবাসা নিও প্রিয় শুভাকাঙ্ক্ষী
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteধন্যবাদ🙏💕 টু
Delete