Skip to main content

#অজানা_বাংলা_বিশ্বকোষ

💝কিছু জানা-অজানা প্রশ্ন উত্তর💝
💐গ্রুপে অনেকের করা প্রশ্নগুলির উত্তর দেওয়ার যে চেষ্টা করেছিলাম, সেগুলি একজায়গায় করে দিলাম ব্লগে। সাথে আমার কিছু প্রশ্নও আছে। এতে অনেকেরই উপকার হবে এই আশা নিয়ে এটা করা। সবাই সবসময় সব প্রশ্নগুলো দেখার সুযোগ পায় না, তাই একজায়গায় করা থাকলে সবারই উপকার হবে। যদি আপনারা উপকৃত হন, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। তাই পরবর্তীতে আরো যাতে ভালো কিছু উপহার দিতে পারি, তারজন্য গ্রুপে আরো বেশি বেশি ভালো ভালো প্রশ্ন করতে থাকুন বন্ধুরা।
ধন্যবাদ।💐

১."কৃপার শাস্ত্রের অর্থভেদ" কার লেখা?
উঃ মনোএল দা আসসুম্পসাউ-এর লেখা।
প্রকাশিত হয়- ১৭৪৩ খ্রিস্টাব্দে, লিসবন থেকে

২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের জননী কে?
উঃ দেবকী

৩."শাব্দিক কবি" কাকে বলা হয়? তাঁর রচিত পদসংখ্যা কত?
উঃ গোবিন্দ দাস, ৮০০ টি

৪.🍂🍂বংশী খন্ডের পদ সংখ্যা কত??🍂🍂
উঃ ৪১ টি

৫."শুধু কি আল্লা বলে ডাকলে তারে পাবি ওরে মন-পাগলা "গানটি কার?
উঃ লালন

৬.শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ 1800 খ্রি 10 জানুয়ারি

৭.জীব গোস্বামী গোবিন্দদাসকে কী উপাধি দিয়েছিলেন?
উঃ কবিরাজ ও কবীন্দ্র- দু'টো উপাধি জীব গোস্বামী গোবিন্দ দাসকে দেন

৮.ভাগ - প্রত্যয়?
উঃ ভজ + ঘঞ/ অ

৯.লুইপাদ কোন রাগে চর্যাপদ রচনা করেছিলেন?
উঃ রাগ পটমঞ্জুরী,পদ সংখ্যা-১,২৯

১০.বিজন ভট্টাচার্যের "মরাচাঁদ" নাটকটি প্রথম কবে কোথায় মঞ্চস্থ হয়?
উঃ ক্যালকাটা থিয়েটার- এ

১১.বিবেচ্য - প্রত্যয়?
উঃ বি-বচ্+ণ্যৎ

১২.মৃগয়া...1940/1941
উঃ বনফুল 1940

১৩." সমাচার দর্পণ " পত্রিকার সম্পাদক কে --
জন মার্শম্যান/ জশুয়া মার্শম্যান
উঃ জন মার্শম্যান

১৪.মেঘ ও রৌদ্র --গল্প টি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
উঃ সাধনা, আশ্বিন-কার্তিক ১৩০১

১৫.বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উঃ কোচবিহারে র রাজা নরনারাযন এর লেখা অহম রাজা চুকাম ফা কে। "লেখনং কর্যঞ্চ হেথা আমার কুশল তৈমার কুশল বাঞ্ছা করি।... "(১৫৫৫)

১৬.ধাতুর তৈরি বাংলা অক্ষর প্রথম কার কোন ব্যাকরণে ব্যবহৃত হয়?
উঃ হ্যালহেডের
A Grammar of the bengali language

১৭.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মুখবন্ধ কে রচনা করেন?
উঃ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী।

১৮."ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ" কার লেখা?
উঃ দোম আন্তনিও

১৯.🍂🍂রাধাবিরহ অংশের পদ সংখ্যা কত?🍂🍂
উঃ ৬৯ টি

২০."গোলাপগুচ্ছ"- কার কী জাতীয় রচনা?
উঃ কবি দেবেন্দ্রনাথ সেনের কাব্যগ্রন্থ (১৯১২ খ্রিস্টাব্দ)।

২১.#শ্রীকৃষ্ণকীর্তন কবে আবিষ্কৃত হয়েছিল?
উঃ ১৯০৯

২২.আধুনিক কালে এদেশে এবং বিদেশে বাউল গানকে জনপ্রিয় করেছেন কে?
উঃ রবীন্দ্রনাথ

২৩."সাধক রঞ্জন" নামক তন্ত্র সাধনা বিষয়ক কাব্যটি কার লেখা?
উঃ কমলাকান্ত ভট্টাচার্য

২৪.চর্যাপদে ব্যবহৃত রাগের সংখ্যা কত?
উঃ ২২ টি।

২৫."চিত্তমুকুর"- এই গীতি কাব্যটি কার??
উঃ ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

২৬.দীনেশচন্দ্র সেনের "বঙ্গভাষা ও সাহিত্য" গ্রন্থটির প্রথম সংস্করণ কবে প্রকাশিত হয়?
উঃ ১৮৯৬

২৭." মহারাষ্ট্রপুরাণ " কার লেখা?
উঃ গঙ্গারাম ভট্টাচার্য

২৮.সাহাজান নাটকটি কাকে উৎসর্গ করা হয়?
উঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

২৯.শিক্ষিত সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বপ্রথম বাউল গানের প্রতি আকৃষ্ট হন কে?
উঃ হরিনাথ মজুমদার

৩০."মহিলা"- কাব্যটির রচয়িতা কে?
উঃ সুরেন্দ্রনাথ মজুমদার

৩১." সৌরভ " পত্রিকার সম্পাদক কে?
উঃ কেদারনাথ মজুমদার

৩২.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার পিতা কে ?
উঃ সাগর, মাতা পদুমা

৩৩." কবিরঞ্জন " কার উপাধি? কে এই উপাধি দেয়?
উঃ রামপ্রসাদ সেনকে রাজা কৃষ্ণচন্দ্র

৩৪.ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গের গীতিকার পালাগুলিকে ইংরেজিতে অনুবাদ করেন কে?
উঃ দীনেশচন্দ্র সেন

৩৫.#চর্যা পদের মোট কতগুলি পদ 'পাদাকুলক' ছন্দে রচিত??
উঃ ৩৬ টি।

৩৬.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার স্বামী কে ?
উঃ অাইহন/অভিমন্যু

৩৭.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার জননী কে ?
উঃ পদুমা

৩৮.🌳🌳চর্যাগীতির তিব্বতি অনুবাদের টীকা রচনা করেন কে?🌳🌳
উঃ 🌳🌳চর্যাগীতির তিব্বতি অনুবাদের টীকা রচনা করেন- কীর্তি চন্দ্র
🌳🌳চর্যাগীতির সংস্কৃত টীকা রচনা করেন- মুনি দত্ত
🌳🌳চর্যাগীতির তিব্বতি অনুবাদের টীকা আবিষ্কার করেন-প্রবোধচন্দ্র বাগচী

৩৯.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধা কার অবতার?
উঃ লক্ষ্মী

৪০.শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার শ্বাশুড়ি কে ?
উঃ জটিলা

৪১.তন্বী.....সন্ধি কর।
উঃ তনু+ঈ

৪২.শব্দকুশলী কবি কে?
উঃ শক্তি চট্টোপাধ্যায়

৪৩.#চর্যা পদের ভূমিকা কে রচনা করেন??
উঃ জাহ্নবীকুমার চক্রবর্তী।

৪৪.শিউলিমালা--কার লেখা?কী জাতীয়?
উঃ কাজী নজরুল ইসলাম এর ছোটো গল্প

৪৫.ধুপছায়া--কার লেখা?
উঃ সৈয়দ মুজতবা আলী

৪৬.🌴🌴#শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বৃহত্তম খন্ডের নাম কী ? 🌴🌴
উঃ দান খন্ড-১১২

৪৭.#সন্ধ্যা"- পত্রিকার সম্পাদক কে??
উঃ ব্রহ্মবান্ধব উপাধ্যায়

৪৮.#শ্রীকৃষ্ণকীর্তন কে আবিষ্কার করেন?
উঃ বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।

৪৯.🌾🌾শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মোট পদের সংখ্যা কত?🌾🌾
উঃ ৪১৮টি।

৫০.🌿🌿শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা কত??🌿🌿
উঃ মোট ১৬১,
২৮ টি পুনরায় ( রিপিট),
একবার করে আছে১৩৩

৫১.হিটলার--কার লেখা?
উঃ সৈয়দ মুজতবা আলী।

৫২.#চর্যা পদের ইংরেজি অনুবাদ কে করেন??
উঃ হাসনা জসীমউদ্দীন মওদুদ
যিনি জসীমউদ্দীনের কন্যা।
এছাড়াও পি সি বাগচী করেন।

৫৩.অষ্টাদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কবি কে?
উঃ রায়গুণাকর ভারতচন্দ্র রায়

৫৪.🌾🌾#রাধাবিরহ প্রক্ষিপ্ত বলে কে মন্তব্য করেছেন?🌾🌾
উঃ বিমানবিহারী মজুমদার

৫৫.শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে রচিত হয়েছে?
উঃ চতু্র্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে থেকে পঞ্চদশ শতকের প্রথমার্ধ ধরা হয়।

** উপরিউক্ত প্রশ্নগুলো করেছেন আমাদের পরিচালিত ফেসবুক গ্রুপ " পাঠাভ্যাস অধিবেশন- বাংলা বিভাগ"-এ, Dinabondhu Barman, Pampa Mondal, উইলিয়াম শেক্সপীয়ার, Samrat Mondal, অন্তহীন অন্তহীন, Tanusree Modak, Tabarak Hossain এবং Yousuf Molla.
  সবগুলোতেই উত্তর দিয়েছে ইউসুফ মোল্লা। **

®ইউসুফ মোল্লা ®
অ্যাডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থের লেখক,পত্রিকা সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা

●আমার ব্লগের নাম-www.yousufmolla.blogspot.com
●আমার YouTube চ্যানেলের নাম-Yousuf Molla
●আমার পত্রিকায় নাম-"স্বপ্ন সন্ধানী"
●আমাদের ফেসবুক গ্রুপের নাম-**পাঠা
ভ্যাস অধিবেশন-বাংলা বিভাগ**
©My Facebook lD link🔗-
https://www.facebook.com/profile.php?id=100010542673767
®আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে ফোন করুন-
(+91) 8436871092/ 7908778177

Comments

Popular posts from this blog

লীলা মজুমদারের সম্পূর্ণ তথ্য

 লীলা মজুমদার - ইউসুফ   মোল্লা #আজ_সকাল_সকাল_চলে_এসেছি #লীলা_মজুমদার_নিয়ে  (ফেব্রুয়ারি ২৬, ১৯০৮ - এপ্রিল ৫, ২০০৭)         আমাদের দেশে ‘শতায়ু হও’ বলে আশীর্বাদ করা হয়ে থাকে। বাঙ্গালী লেখক-লেখিকাদের মধ্যে মাত্র দুজন এই একশ বছরের আয়ু স্পর্শ করেছেন বা স্পর্শ করার কাছাকাছি জায়গায় পৌঁছেছিলেন। তাঁরা হলেন - নীরদ চন্দ্র চৌধুরী এবং লীলা মজুমদার। তবে শত বর্ষের কাছাকাছি আয়ুতে পৌঁছালে অনেক ক্ষেত্রেই সুখের চেয়ে দুঃখ বেদনাই বেশী থাকে। নীরদ চন্দ্র চৌধুরী প্রায় পুরো সময়টাকেই লেখা পড়ার কাজে লাগিয়েছিলেন। লীলা মজুমদার শেষের প্রায় এক দশক বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। কিন্তু লীলা মজুমদার নিজের কর্মজীবনে এমন কিছু কালজয়ী সাহিত্য সৃষ্টি করেছেন তা তাকে বাংলা সাহিত্যে অমর করে রেখেছে। বিশেষতঃ শিশু সাহিত্যে লীলা মজুমদার একটি অপ্রতিদ্বন্দী নাম। এখানে লীলা মজুমদারের পূর্ণাঙ্গ জীবন , তাঁর সাহিত্য কর্মগুলির আলোচনার সাথে সাথে তাঁর রচনা বৈশিষ্ট্য ও বর্তমান প্রজন্মে তাঁর প্রাসঙ্গিকতা ইত্যাদি বিষয়গুলির প্রতি আলোকপাত করা হয়েছে।  ১৯০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ...

আশাপূর্ণা দেবীর সম্পূর্ণ তথ্য

আ শাপূর্ণা দেবী - ইউসুফ মোল্লা   #কথা_মতো_ভোর_ভোর_চলে_এসেছি #আশাপূর্ণা_দেবীকে_নিয়ে #জন্ম : ৮ ই জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর কলকাতায় মাতুলালয়ে। #পিতা : হরেন্দ্রনাথ গুপ্ত। #মাতা : সরলাসুন্দরী দেবী। #আদি_নিবাস : হুগলি জেলার বেগমপুর। #জীবনসঙ্গী : কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস সেনগুপ্তের সঙ্গে ১৯২৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৫ বছর ৮ মাস বয়সে আশাপূর্ণা দেবীর বিবাহ হয়। #মৃত্যু : ১৩ ই জুলাই ১৯৯৫।         ১৯২২ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে ‘শিশুসাথী’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা “বাইরের ডাক” প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।        বড়োদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প  “পত্নী ও প্রেয়সী”। এই ছোটগল্পটি ১৩৪৩ বঙ্গাব্দে শারদীয়া "আনন্দবাজার পত্রিকায়" প্রকাশিত হয়।       আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটগল্প "পাশাপাশি"।    ছোটদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প সংকলন - “ছোট ঠাকুরদার কাশী যাত্রা” ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।     বড়োদের জন্য লেখা প্রথম প্রকাশি...

নবম শ্রেণীর উৎস সন্ধানে

∆সকল গল্প,কবিতা,নাটক,প্রবন্ধের উৎস নির্দেশ∆ #নবম_শ্রেণীর_সাহিত্যসঞ্চয়ন_সাহিত্যসম্ভার_ও_প্রফেসর_শঙ্কুর_ডায়রি **সাহিত্য সঞ্চয়ন নবম শ্রেণী** ১."কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি" কবি - মুকুন্দরাম চক্রবর্তী । উৎস : চন্ডীমঙ্গল কাব্যের আখেটিক খন্ড তথা কালকেতুর উপাখ্যান অন্তর্ভুক্ত "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি আরম্ভ"। ২."ধীবর বৃত্তান্ত" লেখক - কালিদাস । উৎস :অভিজ্ঞান শকুন্তলা নাটকের ষষ্ঠ অঙ্ক ।  তর্জমা : সত্যনারায়ণ চক্রবর্তী । ৩."ইলিয়াস" লেখক : লিও টলস্টয় উৎস : Twenty Three Tales (১৮৮৫) তর্জমা :মণীন্দ্র দত্ত । ৪."সাত ভাই চম্পা" কবি : বিষ্ণু দে । উৎস : সাত ভাই চম্পা । ৫."দাম" লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায় উৎস : ১৩৬৫ বঙ্গাব্দে শারদীয়া "তরুণের স্বপ্ন" তে প্রথম প্রকাশিত হয়েছিল । ৬."এই জীবন" কবি : সুনীল গঙ্গোপাধ্যায় । উৎস : "দেখা হলো ভালোবাসা বেদনায়" । ৭."নব নব সৃষ্টি" লেখক : সৈয়দ মুজতবা আলী । উৎস : এটি "মাম্ দোর পুনর্জন্ম" প্রবন্ধের সম্পাদিত অংশ । মূল ...