★★অনুসর্গ★★
---ইউসুফ মোল্লা
__________________
●অনু অর্থাৎ পরে বসে বলেই বিশেষ বিশেষ অব্যয়, বিশেষ্য বা সর্বনামগুলিকে 'অনুসর্গ' নামে চিহ্নিত করা হয়।
●ব্যাকরণের পরিভাষায় অনুসর্গকে আমরা পরসর্গ বা কর্ম প্রবচনীয় নামে চিনি।
●অনুসর্গ-এর প্রধান কাজটি হলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দবিভক্তির কাজ করে।
●অব্যয়পদগুলো স্বাধীনভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
●অনুসর্গ শব্দের পরে বসে বলে একে 'পরসর্গ' নামেও অভিহিত করা হয়।
●অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা-
◆1.ক্রিয়াজাত অনুসর্গ【অসমাপিকা ক্রিয়া বাংলায় অনুসর্গরূপে ব্যবহৃত হলে, ক্রিয়াজাত অনুসর্গ হয়।
যেমন-দিয়া, দিয়ে; বলিয়া, বলে;করিয়া, করে প্রভৃতি।】
★কিছু কিছু অসমাপিকা ক্রিয়াজাত অনুসর্গ-এর অর্থ ক্রিয়াপদের অর্থের থেকে আলাদা হয়।
যেমন-দিয়া,দিয়ে। এগুলির অর্থ 'দ্বারা' যা ক্রিয়াপদের অর্থ 'দেওয়া' থেকে আলাদা।
◆2. শব্দজাত অনুসর্গ【দ্বারা, জন্য, বিনা, তবে, সহিত, অপেক্ষা, অবধি, হেতু, নিমিত্ত প্রভৃতিকে বলা হয় শব্দ জাত অনুসর্গ】
◆◆গ্রন্থ ঋণ◆◆
●বাংলা শিক্ষক(ছায়া প্রকাশনী)
★★ইউসুফ মোল্লা★★
গ্রুপ এডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থ লেখক, পত্রিকার সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা
---ইউসুফ মোল্লা
__________________
●অনু অর্থাৎ পরে বসে বলেই বিশেষ বিশেষ অব্যয়, বিশেষ্য বা সর্বনামগুলিকে 'অনুসর্গ' নামে চিহ্নিত করা হয়।
●ব্যাকরণের পরিভাষায় অনুসর্গকে আমরা পরসর্গ বা কর্ম প্রবচনীয় নামে চিনি।
●অনুসর্গ-এর প্রধান কাজটি হলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দবিভক্তির কাজ করে।
●অব্যয়পদগুলো স্বাধীনভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
●অনুসর্গ শব্দের পরে বসে বলে একে 'পরসর্গ' নামেও অভিহিত করা হয়।
●অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা-
◆1.ক্রিয়াজাত অনুসর্গ【অসমাপিকা ক্রিয়া বাংলায় অনুসর্গরূপে ব্যবহৃত হলে, ক্রিয়াজাত অনুসর্গ হয়।
যেমন-দিয়া, দিয়ে; বলিয়া, বলে;করিয়া, করে প্রভৃতি।】
★কিছু কিছু অসমাপিকা ক্রিয়াজাত অনুসর্গ-এর অর্থ ক্রিয়াপদের অর্থের থেকে আলাদা হয়।
যেমন-দিয়া,দিয়ে। এগুলির অর্থ 'দ্বারা' যা ক্রিয়াপদের অর্থ 'দেওয়া' থেকে আলাদা।
◆2. শব্দজাত অনুসর্গ【দ্বারা, জন্য, বিনা, তবে, সহিত, অপেক্ষা, অবধি, হেতু, নিমিত্ত প্রভৃতিকে বলা হয় শব্দ জাত অনুসর্গ】
◆◆গ্রন্থ ঋণ◆◆
●বাংলা শিক্ষক(ছায়া প্রকাশনী)
★★ইউসুফ মোল্লা★★
গ্রুপ এডমিন, স্কুল শিক্ষক, বিভিন্ন গ্রন্থ লেখক, পত্রিকার সম্পাদক, সিনেমার স্ক্রিপ্ট লেখক, অভিনেতা
আমার মনে হয় বিশেষ্য ও সর্বনাম অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয় না।
ReplyDeleteOoo
ReplyDelete