আশাপূর্ণা দেবী
- ইউসুফ মোল্লা
#কথা_মতো_ভোর_ভোর_চলে_এসেছি#আশাপূর্ণা_দেবীকে_নিয়ে
#জন্ম : ৮ ই জানুয়ারি ১৯০৯ খ্রিষ্টাব্দে উত্তর কলকাতায় মাতুলালয়ে।
#পিতা : হরেন্দ্রনাথ গুপ্ত।
#মাতা : সরলাসুন্দরী দেবী।
#আদি_নিবাস : হুগলি জেলার বেগমপুর।
#জীবনসঙ্গী : কৃষ্ণনগরের বাসিন্দা কালিদাস সেনগুপ্তের সঙ্গে ১৯২৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৫ বছর ৮ মাস বয়সে আশাপূর্ণা দেবীর বিবাহ হয়।
#মৃত্যু : ১৩ ই জুলাই ১৯৯৫।
১৯২২ খ্রিষ্টাব্দে মাত্র ১৩ বছর বয়সে ‘শিশুসাথী’ পত্রিকায় তাঁর প্রথম কবিতা “বাইরের ডাক” প্রকাশিত হয়। এর মাধ্যমে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন।
বড়োদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প “পত্নী ও প্রেয়সী”। এই ছোটগল্পটি ১৩৪৩ বঙ্গাব্দে শারদীয়া "আনন্দবাজার পত্রিকায়" প্রকাশিত হয়।
আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটগল্প "পাশাপাশি"।
ছোটদের জন্য লেখা তাঁর প্রথম ছোটগল্প সংকলন - “ছোট ঠাকুরদার কাশী যাত্রা” ১৯৩৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়।
বড়োদের জন্য লেখা প্রথম প্রকাশিত ছোটগল্প সংকলন গ্রন্থ " জল আর আগুন "। ১৯৪০ সালে এটি প্রকাশিত হয় ।
১৯৪৪ খ্রিষ্টাব্দে তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস - “প্রেম ও প্রয়োজন”।
আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ উপন্যাস - ১.“প্রথম প্রতিশ্রুতি”(১৯৬৪)। এই উপন্যাসের পরবর্তী দু'টি খণ্ড হল- ২. “সুবর্ণলতা”(১৯৬৬) ও
৩. “বকুলকথা”(১৯৭৩)। এই তিনটি উপন্যাসকে একসাথে ট্রিলজি (ত্রয়ী) বলা হয়।
১৩৩০ বঙ্গাব্দের পৌষ সংখ্যায় ‘খোকাখুকু’ পত্রিকায় তিনি “স্নেহ” নামক কবিতা লিখে প্রথম পুরস্কার লাভ করেন।
তাঁর প্রথম উল্লেখযোগ্য ছোটগল্প " পত্নী ও প্রেয়সী "। ১৩৪৩ বঙ্গাব্দে শারদীয়া " আনন্দবাজার পত্রিকায় " প্রকাশিত হয় ।
তাঁর শ্রেষ্ঠ গল্প "ছিন্নমস্তা" ১৯৪৯(১৩৫৬ বঙ্গাব্দ) খ্রিস্টাব্দে শারদীয়া "আনন্দবাজার পত্রিকায়" প্রকাশিত হয়।
তাঁর প্রথম উল্লেখযোগ্য উপন্যাস "মিত্তির বাড়ী"। ১৯৪৭ সালে এটি প্রকাশিত হয়।
তাঁর ১৭৯ টি উপন্যাস, ৩০ টি ছোট গল্পগ্রন্থ ও ছোটোগল্প সংকলন গ্রন্থ, ১৫০০ টি ছোটগল্প, ৪৭ টি ছোটদের গ্রন্থ, অন্যান্য সংকলন ২৫ টি এবং বিভিন্ন ভারতীয় ভাষায় অনূদিত গ্রন্থ ৬৩ টি।
#উপন্যাস :
১) "প্রেম ও প্রয়োজন" (১৯৪৪)
২) "অনির্বাণ" (১৯৪৫)
৩) "মিত্তির বাড়ি" (১৯৪৭)
৪) "বলয়গ্রাস" (১৯৪৯)
৫) "অগ্নিপরীক্ষা" (১৯৫২)
৬) "যোগবিয়োগ" (১৯৫৩)
৭) "নবজন্ম" (১৯৫৪)
৮) "কল্যাণী" (১৯৫৪)
৯) "নির্জন পৃথিবী" (১৯৫৫)
১০) "শশীবাবুর সংসার" (১৯৫৬)
১১) "উন্মোচন" (১৯৫৭)
১২) "নেপথ্য নায়িকা" (১৯৫৭)
১৩) "জনম জনমকে সাথী" (১৯৫৭)
১৪) "অতিক্রান্ত" (১৯৫৭)
১৫) "ছাড়পত্র" (১৯৫৯)
১৬) "প্রথম লগ্ন" (১৯৫৯)
১৭) "সমুদ্র নীল আকাশ নীল" (১৯৬০)
১৮) "উত্তর লিপি" (১৯৬০)
১৯) "মেঘ পাহাড়" (১৯৬০)
২০) "তিন ছন্দ" (১৯৬১)
২১) "মুখর রাত্রি" (১৯৬১)
২২) "আলোর স্বাক্ষর" (১৯৬১)
২৩) "দিনান্তের রং (১৯৬২)
২৪) "আর এক ঝড়" (১৯৬২)
২৫) "নদী দিকহারা" (১৯৬২)
২৬) "একটি সন্ধ্যা একটি সকাল" (১৯৬২)
২৭) "সোনার হরিণ" (১৯৬২)
২৮) "জন্দুরী" (১৯৬২)
২৯) "মায়াজাল" (১৯৬২)
৩০) "দোলনা" (১৯৬৩)
৩১) "উড়োপাখি" (১৯৬৩)
৩২) "বহিরঙ্গ" (১৯৬৩)
৩৩) "জীবন স্বাদ" (১৯৬৩)
৩৪) "বেগবতী" (১৯৬৩)
৩৫) "জলছবি" (১৯৬৩)
৩৬) "আবহসঙ্গীত" (১৯৬৪)
৩৭) "উত্তরণ" (১৯৬৪)
৩৮) "জনতার মুখ" (১৯৬৪)
৩৯) "লঘু ত্রিপদী" (১৯৬৪)
৪০) "দু'য়ে মিলে এক" (১৯৬৪)
৪১) "শুক্তি সাগর" (১৯৬৪)
৪২) "রাণা শহরের কাণাগলি" (১৯৬৪)
৪৩) "প্রথম প্রতিশ্রুতি" (১৯৬৪)
৪৪) "যুগে যুগে প্রেম" (১৯৬৫)
৪৫) "সুখের চাবি" (১৯৬৫)
৪৬) "সুয়োরাণীর সাধ" (১৯৬৫)
৪৭) "সুরভি স্বপ্ন" (১৯৬৫)
৪৮) বৃত্ত পথ" (১৯৬৫)
৪৯) "রংয়ের তাস" (১৯৬৬)
৫০) "যুগলবন্দী" (১৯৬৬)
৫১) "মায়া দর্পণ" (১৯৬৬)
৫২) "শেষ রায়" (১৯৬৬)
৫৩) "নীল পর্দা" (১৯৬৬)
৫৪) "দুই মেরু" (১৯৬৬)
৫৫) "রাতের পাখী" (১৯৬৬)
৫৬) "সুবর্ণলতা" (১৯৬৭)
৫৭) "স্বর্গ কেনা" (১৯৬৭)
৫৮) "নীলাঞ্জনা" (১৯৬৭)
৫৯) "বিম্ববতী" (১৯৬৭)
৬০) "বালুচরী" (১৯৬৭)
৬১) "সেই রাত্রি এই দিন" (১৯৬৭)
৬২) "সমুদ্র কন্যা" (১৯৬৭)
৬৩) "অন্য মাটি অন্য রং" (১৯৬৭)
৬৪) "অনবগুণ্ঠিতা" (১৯৬৭)
৬৫) "অন্তর বাহির" (১৯৬৭)
৬৬) "যাহা চাই তাহা" (১৯৬৮)
৬৭) "দুই নায়িকা" (১৯৬৮)
৬৮) "বিজয়ী বসন্ত" (১৯৬৮)
৬৯) "সময়ের স্তর" (১৯৬৮)
৭০) "শুধু তারা দুজনে" (১৯৬৮)
৭১) "জালিকাটা রোদ" (১৯৬৯)
৭২) "মন মর্মর" (১৯৬৯)
৭৩) "দ্বিতীয় অধ্যায়" (১৯৬৯)
৭৪) "গাছের পাতা নীল" (১৯৬৯)
৭৫) "দর্শকের ভূমিকায়" (১৯৬৯)
৭৬) "নীল বন্দর" (১৯৬৯)
৭৭) "বিরহী বিহঙ্গ" (১৯৬৯)
৭৮) "নয় ছয়" (১৯৭০)
৭৯) "মনের মুখ" (১৯৭০)
৮০) "অনিন্দিতা" (১৯৭১)
৮১) "নিভৃত আকাশ" (১৯৭১)
৮২) "মধ্যে সমুদ্র" (১৯৭১)
৮৩) "দূরের জানলা" (১৯৭১)
৮৪) "কী পাইনি" (১৯৭২)
৮৫) "ঝিনুকে সেই তারা" (১৯৭২)
৮৬) "চাঁদের জানলা" (১৯৭২)
৮৭) "দর্পণে ছায়া" (১৯৭২)
৮৮) "রাত্তির পরে" (১৯৭২)
৮৯) "রেল লাইনে" (১৯৭২)
৯০) "যার যা দাম" (১৯৭২)
৯১) "শিকলি কাটা পাখি" (১৯৭৩)
৯২) "নক্সা কাটা ঘর" (১৯৭৩)
৯৩) "তরঙ্গহীন" (১৯৭৩)
৯৪) "ওরা বড়ো হয়ে গেল" (১৯৭৩)
৯৫) "বকুল কথা" (১৯৭৪)
৯৬) "ভালোবাসার মুখ" (১৯৭৪)
৯৭) "হারানো খাতা" (১৯৭৪)
৯৮) "যে যায় দর্পণে" (১৯৭৫)
৯৯) "কখনো দিন কখনো রাত" (১৯৭৫)
১০০) "হয়তো সবাই ঠিক" (১৯৭৫)
১০১) "হে ঈশ্বর, তোমার যবনিকা" (১৯৭৫)
১০২) "পলাতক সৈনিক" (১৯৭৬)
১০৩) "লোহার গরাদের ছায়া" (১৯৭৬)
১০৪) "বংশধর" (১৯৭৬)
১০৫) "উত্তর পুরুষ" (১৯৭৬)
১০৬) "সময় অসময়" (১৯৭৬)
১০৭) "এই যুগ এই মন" (১৯৭৬)
১০৮) "আবৃতা অনাবৃতা" (১৯৭৭)
১০৯) "পাখির খাঁচা ও খাঁচার পাখি" (১৯৭৭)
১১০) "চার দেওয়ালের বাইরে" (১৯৭৭)
১১১) "ওরা ভাঙ্গেনা" (১৯৭৭)
১১২) "সোনার কৌটা" (১৯৭৭)
১১৩) "ত্রিনয়নী" (১৯৭৭)
১১৪) "শূন্যতার বাসা" (১৯৭৮)
১১৫) "যুগান্তরে যবনিকা পারে" (১৯৭৮)
১১৬) "পয়সা দিয়ে কেনা" (১৯৭৮)
১১৭) "সুখের ঠিকানা" (১৯৭৯)
১১৮) "সাপের ছোবল" (১৯৭৯)
১১৯) "মোম জ্বলে মোম গলে" (১৯৭৯)
১২০) "তিন ভুবনের কাহিনী" (১৯৭৯)
১২১) "অবিনশ্বর" (১৯৭৯)
১২২) "প্রতীক্ষার বাগান" (১৯৮০)
১২৩) "বালির নীচে ঢেউ" (১৯৮০)
১২৪) "সুখের নিলয়" (১৯৮০)
১২৫) "এই তো সেদিন" (১৯৮০)
১২৬) "উনিশশো উনআশিতেও" (১৯৮০)
১২৭) "পুঁথির লেখা" (১৯৮০)
১২৮) "অহল্যা উদ্ধার" (১৯৮১)
১২৯) "সূর্যোদয়" (১৯৮১)
১৩০) "স্বপ্নের ঝাঁপি" (১৯৮১)
১৩১) "জবর দখল" (১৯৮১)
১৩২) "অফুরন্ত" (১৯৮১)
১৩৩) "জরিপ" (১৯৮২)
১৩৪) "সন্ধিক্ষণ" (১৯৮২)
১৩৫) "তুলির টানে আঁকা" (১৯৮২)
১৩৬) "যে যেখানে ছিল" (১৯৮৩)
১৩৭) "সূর্য্যাস্তের রং" (১৯৮৩)
১৩৮) "ঘর" (১৯৮৩)
১৩৯) "চাবি" (১৯৮৪)
১৪০) "আমি ও আপনারা" (১৯৮৪)
১৪১) "নাটকের শেষ দৃশ্যে" (১৯৮৫)
১৪২) "নির্ণয়" (১৯৮৫)
১৪৩) "খবর বলছি" (১৯৮৫)
১৪৪) "অস্তিত্ব" (১৯৮৫)
১৪৫) "উৎসমূল" (১৯৮৫)
১৪৬) "অচল পয়সা" (১৯৮৫)
১৪৭) "নীট ফল" (১৯৮৫)
১৪৮) "অভয়ারণ্য" (১৯৮৬)
১৪৯) "নিজস্ব রমণী" (১৯৮৬)
১৫০) "রমণীর মন" (১৯৮৬)
১৫১) "মান সম্ভ্রম" (১৯৮৬)
১৫২) "হঠাৎ একদিন" (১৯৮৭)
১৫৩) "নিলয় নিবাস" (১৯৮৭)
১৫৪) "সাদায় কালোয় নক্সা" (১৯৮৭)
১৫৫) "সেকেণ্ড হ্যাণ্ড" (১৯৮৭)
১৫৬) "ছায়াতে আলোতে" (১৯৮৭)
১৫৭) "দৃশ্য থেকে দৃশ্যান্তরে" (১৯৮৮)
১৫৮) "চিত্রকল্প" (১৯৮৮)
১৫৯) "পরমেশ্বরী" (১৯৮৮)
১৬০) "যার বদলে যা" (১৯৮৯)
১৬১) "এখানে ওখানে সেখানে" (১৯৯০)
১৬২) "সৃষ্টিছাড়া" (১৯৯০)
১৬৩) "লীলা চিরন্তর" (১৯৯১)
১৬৪) "কখনো কাছে কখনো দূরে" (১৯৯১)
১৬৫) "চাবিবন্ধ সিন্দুক" (১৯৯২)
১৬৬) "পথ জনহীন" (১৯৯২)
১৬৭) "নিমিত্ত মাত্র" (১৯৯২)
১৬৮) "সিঁড়ি ভাঙ্গা অংশ" (১৯৯২)
১৬৯) "নষ্ট কোষ্ঠী" (১৯৯৩)
১৭০) "ছোট সে তরী" (১৯৯৩)
১৭১) "দিব্য হাসিনীর দিনলিপি" (১৯৯৪)
১৭২) "ভি. আই. পির বাড়ীর লোক" (১৯৯৪)
১৭৩) "ভুল ট্রেনে উঠে" (১৯৯৪)
১৭৪) "তনুশ্রীর জগত" (১৯৯৪)
১৭৫) "একটি মিথ্যা ভাষী নায়ক" (১৯৯৪)
১৭৬) "শূন্যে সেতু" (১৯৯৪)
১৭৭) "স্থান কাল পাত্র" (১৯৯৫)
১৭৮) "যাচাই" (১৯৯৫)
১৭৯) "এঘর ওঘর" (১৯৯৫)
#গল্পগ্রন্থ_ও_গল্পসংকলন:
১) "ছোট ঠাকুরদার কাশীযাত্রা" (১৯৩৮)
২) "জল আর আগুন" (১৯৪০)
৩) "হাফ হলিডে" (১৯৪১)
৪) "রঙ্গিন মলাট" (১৯৪১)
৫) "ভাগ্যি যুদ্ধ বেঁধেছিল" (১৯৪৬)
৬) "বলবার মতন নয়" (১৯৪৭)
৭) "শ্রেষ্ঠ গল্প" (১৯৫৪)
৮) "ছোটদের শ্রেষ্ঠ গল্প" (১৯৫৫)
৯) "গল্প হলো শুরু" (১৯৫৭)
১০) "গল্প ভালো আবার বলো" (১৯৫৮)
১১) "রাজা নয় রাণী নয়" (১৯৫৮)
১২) "গল্পের মতো গল্প" (১৯৫৮)
১৩) "কনক দীপ" (১৯৫৯)
১৪) "অবচেতন" (১৯৬০)
১৫) "ছোটদের ভালো ভালো গল্প" (১৯৬২)
১৬) "এক সমুদ্র অনেক ঢেউ" (১৯৬৩)
১৭) "শোনো শোনো গল্প শোনো" (১৯৬৫)
১৮) "সেই সব গল্প" (১৯৬৭)
১৯) "হাসির গল্প" (১৯৬৭)
২০) "কুমকুম" (১৯৭০)
২১) "ডাকাতের কবলে আমি" (১৯৭২)
২২) "রাজকুমারের পোশাকে" (১৯৭৫)
২৩) "রাজাই গল্প" (১৯৭৬)
২৪) "দূরের বাঁশী" (১৯৭৮)
২৫) "দুজনে মিলে" (১৯৭৯)
২৬) "গজ উকিলের হত্যা রহস্য" (১৯৭৯)
২৭) "কিশোর সাহিত্য সম্ভার" (১৯৮০)
২৮) "ছোটদের শ্রেষ্ঠ গল্প" (১৯৮১)
২৯) "রহস্যের সন্ধান" (১৯৮১)
৩০) "ওনারা আসবেনই" (১৯৮২)
৩১) "ভূতুরে কুকুর" (১৯৮২)
৩২) "ছুটিতে ছুটোছুটি" (১৯৮২)
৩৩) "পাখি থেকে হাতি" (১৯৮৩)
৩৪) "সেরা রহস্য সম্ভার" (১৯৮৪)
৩৫) "কত কাণ্ড রেলগাড়িতে" (১৯৮৫)
৩৬) "জীবন কালীর পাক্কা হিসেব" (১৯৮৫)
৩৭) "কিশোর অমনিবাস" (১৯৮৬)
৩৮) "মানুষের মত মানুষ" (১৯৮৬)
৩৯) "আশাপূর্ণা দেবীর সেরা বারো" (১৯৮৮)
৪০) "এক কুড়ি গল্প" (১৯৮৮)
৪১) "নিখর চায় আমোদ" (১৯৯০)
৪২) "পাঁচ ভূতের গপ্পো" (১৯৯০)
৪৩) "একের মধ্যে তিন" (১৯৯১)
৪৪) "গল্পসমগ্র" (১৯৯১)
৪৫) "কপাল খুলে গেল নাকি" (১৯৯২)
৪৬) "মাণিকচাঁদ ও চোদ্দসখী" (১৯৯২)
৪৭) "পয়লা দোসরা" (১৯৯২)
৪৮) "যুগলরত্ন টিকটিকি অফিস" (১৯৯২)
৪৯) "ষড়যন্ত্রের নায়ক" (১৯৯২)
৫০) "ম্যাজিক মামা" (১৯৯২)
৫১) "কড়া পাকের পাকচক্র" (১৯৯৭)
৫২) "প্ল্যানচেট" (১৯৯৯)
৫৩) "নায়িকা পঞ্চবিংশতি" (২০০০)
৫৪) "নষ্টকোষ্ঠী"
৫৫) "ভুল ট্রেনে উঠে"
৫৬) "মজারু মামা"
৫৭) "কখনো কাছে কখনো দূরে"
৫৮) "কিশোর সাহিত্য সমগ্র"
#ছোটগল্প :
১) "পাশাপাশি"
২) "পত্নী ও প্রেয়সী"
৩) "অভিনেত্রী"
৪) "অঙ্গার"
৫) "ফাটল"
৬) "শেষ"
৭) "ছিন্নমস্তা"
৮) "কার্বন কপি"
৯) "ভয়"
১০) "পরাজিত হৃদয়"
১১) "বঞ্চক"
১২) "ঘূর্ণয়মান পৃথিবী"
১৩) "আয়োজন"
১৪) "একটি মৃত্যু ও আরেকটি"
১৫) "স্বর্গের টিকিট"
১৬) "বে-আব্রু"
১৭) "ছুটি নাকচ"
১৮) "বড়ো রাস্তা হারিয়ে"
১৯) "পাতাচাঁপা"
২০) "সর্ষে ও ভূত"
২১) "ডেইলি প্যাসেঞ্জার"
২২) "কামধেনু"
২৩) "শুনে পুন্যবান"
২৪) "ক্যাকটাস"
২৫) "জ্ঞানচক্ষু"
#রহস্য_কাহিনি_ও_অন্যান্য_গ্রন্থাবলী :
১) "নিলয়-নিবাস"
২) "দিব্যহাসিনীর দিনলিপি"
৩) "দৃশ্য থেকে দৃশ্যান্তরে"
৪) "লীলা চিরন্তন"
৫) "চাবি বন্ধ সিন্দুক"
৬) "অলয় আদিত্যের ইচ্ছাপত্র রহস্য"
৭) "গজ উকিলের হত্যা রহস্য"
৮) "ভূতুরে কুকুর"
৯) "রাজকুমারের পোশাকে"
১০) "মনের মুখ"
১১) "মধ্যে সমুদ্র"
১২) "যাচাই"
১৩) "নিমিত্তমাত্র"
১৪) "ষড়যন্ত্রের নায়ক"
১৫) "চশমা পাল্টে যায়
১৬) "বিশ্বাস-অবিশ্বাস"
১৭) "কাঁটাপুকুর লেনের কমলা"
১৮) "বালুচরী"
১৯) "শৃঙ্খলিতা"
২০) "সানগ্লাস"
২১) "সুখের চাবি"
২২) "সুয়োরানীর সাধ"
২৩) "সুরভি স্বপ্ন"
২৪) "বালির নিচে ঢেউ"
২৫) "প্রথম লগ্ন"
২৬) "তিনছন্দ"
২৭) "আলোর স্বাক্ষর"
#কবিতা :-
১) "বাইরের ডাক"
২) "স্নেহ"
৩) "তোমাকে"
৪) "আমরা যখন ছোট্ট ছিলাম"
৫) "এখন যারা ছোট্ট আছে?"
৬) "ডাক"
৭) "ময়নার বায়না"
৮) "বন্দিয়া মা দুর্গা দেবী, বন্দি সরস্বতী"
৯) "চাঁদের কণা কুড়িয়ে"
১০) "এ কী লাইন এলো দেশে দাদা"
#স্মৃতিকথামূলক_রচনা :
১) "আর এক আশাপূর্ণা"
২) "আমার সাহিত্য চিন্তা" (১৩৮৫ বঙ্গাব্দ)
৩) "আমার ছেলেবেলা" (১৩৯২ বঙ্গাব্দ)
৪) "নেশা নয়, পেশা নয়, লেখাই যাঁর জীবন" (১৩৯৭ বঙ্গাব্দ)
৫) "ক্ষতির হিসাব" (১৯৯২)
#পুরস্কার_ও_সম্মাননা :-
১) ১৯৫৪ খ্রিস্টাব্দে : তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "লিজা পুরস্কার" লাভ করেন।
২) ১৯৬৩ খ্রিস্টাব্দে : তিনি "ভুবনমোহিনী স্বর্ণপদক"-এ ভূষিত হন।
৩) ১৯৬৬ খ্রিস্টাব্দে : তিনি "প্রথম প্রতিশ্রুতি" (১৯৬৪) উপন্যাসের জন্য "রবীন্দ্র পুরস্কার" পান।
৪) ১৯৭৬ খ্রিস্টাব্দে : তিনি "প্রথম প্রতিশ্রুতি" (১৯৬৪) উপন্যাসের জন্য "জ্ঞানপীঠ পুরস্কার" লাভ করেন।
৫) ১৯৭৬ খ্রিস্টাব্দে : তিনি "পদ্মশ্রী পুরস্কার"-এ ভূষিত হন।
৬) ১৯৭৬ খ্রিস্টাব্দে : তিনি "ভুবনেশ্বরী পদক" পান।
৭) ১৯৮৩ খ্রিস্টাব্দে : তিনি জব্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক "ডক্টরেট"-এ ভূষিত হন।
৮) ১৯৮৭ খ্রিস্টাব্দে : তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক "ডক্টরেট" লাভ করেন।
৯) ১৯৮৮ খ্রিস্টাব্দে : তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক "ডক্টরেট" পান।
১০) ১৯৮৮ খ্রিস্টাব্দে : তিনি "বঙ্গীয় সাহিত্য পরিষদ" থেকে "হরনাথ ঘোষ পদক"-এ ভূষিত হন।
১১) ১৯৮৯ খ্রিস্টাব্দে : তিনি "শরৎস্মৃতি পুরস্কার" লাভ করেন।
১২) ১৯৮৯ খ্রিস্টাব্দে : তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে "দেশিকোত্তম" সম্মান পান।
১৩) ১৯৯০ খ্রিস্টাব্দে : তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক "ডক্টরেট" লাভ করেন।
১৪) ১৯৯৩ খ্রিস্টাব্দে : তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "জগত্তারিণী স্বর্ণপদক" পান।
১৫) ১৯৯৪ খ্রিস্টাব্দে : তিনি "সাহিত্য আকাদেমি"-র ফেলোশিপে ভূষিত হন।
আশাপূর্ণা দেবীর “অগ্নিপরীক্ষা” উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।
#গ্রন্থঋণ_ও_ঋণস্বীকার:
১.আশাপূর্ণা – পার্থ বসু
২.সাহিত্যে আশাপূর্ণা দেবীর প্রবেশ সূচনা – শতরূপা সেনগুপ্ত।
৩.প্রতিভাময়ী আশাপূর্ণা – হীরেন্দ্রনাথ দত্ত।
৪.বাংলা উপন্যাসে ট্রিলজী – অরুণকুমার মুখোপাধ্যায়।
৫.আশাপূর্ণা:নারীপরিসর- সম্পাদক তপোধীর ভট্টাচার্য।
৬. আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস (২য় খন্ড) -তপন কুমার চট্টোপাধ্যায়
৭.বাংলা সাহিত্যের ইতিহাস- দেবেশকুমার আচার্য
৮. সুকুমার সেন
৯. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
১০. বিভিন্ন ব্লগ
১১. উইকিপিডিয়া ও ওয়েব সাইটের বিভিন্ন পেজ
Thanks
ReplyDeleteইজ্জত, শোক, পরনাধিকেসু,বৃত্ত, জালিযাত,ঘুষ এই গল্প গুলি আমার খুব দরকার
ReplyDeleteMy whats app 8670486634
ReplyDelete