মহাশ্বেতা দেবী - ইউসুফ মোল্লা #জন্ম: ১৪ জানুয়ারি ১৯২৬ #জন্মস্থান: ঢাকা, বাংলাদেশ #পিতা: মণীশ ঘটক । তিনি ছিলেন খ্যাতনামা সাহিত্যিক ও সম্পাদক। তিনি 'যুবনাশ্ব' ছদ্মনামে লিখতেন। মণীশ ঘটকের ভাই ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। #মাতা : ধরিত্রীদেবী। সমাজসেবী ও সাহিত্যপ্রেমী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ভাইয়েরা হলেন শঙ্খ চৌধুরী, যিনি ছিলেন বিশিষ্ট ভাস্কর এবং শচীন চৌধুরী ছিলেন 'দি ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি অফ ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। নয় ভাইবোনের মধ্যে মহাশ্বেতা জ্যেষ্ঠ। #সন্তান: নবারুণ ভট্টাচার্য। #পিতামহ: সুরেশচন্দ্র ঘটক। #মাতামহ: নরেন্দ্র নারায়ণ চৌধুরী। #দিদিমা: কিরণময়ী দেবী #মায়ের মামাতো ভাই: কবি অমিয় চক্রবর্তী #শিক্ষা: ঢাকায় ইডেন মন্তেসরি স্কুলে শিক্ষা শুরু। পরে মেদিনীপুরে মিশন স্কুল,১৯৩৬ সালে প্রথমবার শান্তিনিকেতন,তারপর ১৯৩৯ সালে কলকাতার বেলতলা বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস হয়ে তারপর ১৯৪২ আশুতোষ কলেজে,এই সময় ১৯৪৩ সালে প্রথম বর্ষে পড়ার স...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।