**কয়েকটি দুষ্প্রাপ্য ও দুর্মূল্য বই ও দুর্লভ লেখকদের এখানে তুলে ধরার চেষ্টা করেছি** ১.মুক্তারাম নাগ- দুর্গাপুরাণ ও কালীপুরাণ ২. বিষ্ণুরাম সিদ্ধান্ত- দুর্গাসপ্তশতীর অনুবাদ(১৬৯৫ শকাব্দ) ৩. কৃষ্ণকিশোর রায়- দুর্গালীলাতরঙ্গিণী ৪. দীনদয়াল গুপ্ত- দুর্গাভক্তিচিন্তামণি ৫.বিজয়রাম সেন- গজেন্দ্রমোক্ষণ ৬. বিজয়রাম সেন- তীর্থমঙ্গল(১৭৭৭ সাল) - রাজা জয়নারায়ণের পিতা কৃষ্ণচন্দ্র ঘোষাল বহু লোকজন নিয়ে গঙ্গা পথে তীর্থযাত্রা করেছিলেন। কৃষ্ণচন্দ্রের অনুরোধে এই তীর্থযাত্রার বিবরণ নিয়ে এটি রচনা করা হয়। ৭. ডাকের বচন বা ডাক পুরুষের বচন- ডাকচরিত্র। রচয়িতার নাম পাওয়া যায় না। আনুমানিক অষ্টাদশ শতাব্দীর শেষ অথবা ঊনবিংশ শতাব্দীর আরম্ভে লেখা। এখানে ক্ষুদ্রকার, সমাজ ও সংসার জীবনের সাধারণ অভিজ্ঞতার নির্যাস আছে। ৮. গৌরহরি দাস- চাণক্য শ্লোকের অনুবাদ। ৯. দ্বিজ রামচন্দ্র- জ্যোতিষ-সারসংগ্রহ। ১০. জয়গোপাল তর্কালঙ্কার- শিক্ষাসার ১১. বৈদ্যনাথ সার্বভৌম- অশৌচপাঁচালী ১২. অভয়াচরণ তর্কবাগীশ- ভূপালকদম্ব ১৩. রাধামোহন সেন- সঙ্গীততরঙ্গ *কেমন লাগলো অবশ্যই জানান, তাহলে এমন নতুন নতুন কিছু আ...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।