🎄দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চার সকল গল্প,কবিতা,নাটক,আন্তর্জাতিক কবিতা,ভারতীয় গল্প,পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের উৎস একত্রে দেওয়া হলোঃ 🎄 📖 গল্পঃ 📖 ১) "কে বাঁচায়, কে বাঁচে" গল্পকার: মানিক বন্দ্যোপাধ্যায় উৎস: "কে বাঁচায়, কে বাঁচে" গল্পটি কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি। এটি প্রথম ১৯৪৩ খ্রিস্টাব্দে/১৩৫০ বঙ্গাব্দে সারদাকুমার দাস সম্পাদিত "ভৈরব" পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তীকালে ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত "মহামন্বন্তর" পত্রিকায় এই গল্পটি স্থান পায়। এছাড়া 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প' শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। ২) "ভাত" গল্পকার: মহাশ্বেতা দেবী উৎস: ১৯৮২ খ্রিস্টাব্দে "ম্যানিফেস্টো" পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর "শ্রেষ্ঠ গল্প" সংকলনে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ৩) "ভারতবর্ষ" গল্পকার: সৈয়দ মুস্তাফা সিরাজ উৎস: দে'জ পাবলিশিং থেকে প্...
Comments
Post a Comment