বিহঙ্গমের অপরিণত প্রেম
____ইউসুফ আমিন
আমি বিহঙ্গম, আমার চেপে রাখা প্রেমের কাহিনি আজ তোমাদের শোনাবো।
#
আমাদের প্রথম পরিচয় হয় সচেতনভাবে ফেসবুকে।
তখন আমি তোমাকে খেয়াল করতাম,
কখন তুমি ফেসবুকে অন হচ্ছো আর অফ হচ্ছে।
যখনি তোমার ছবি পোস্ট দেখতাম,
আমি লাভ রিয়াক্ট করতে ছাড়ি নি।
তুমি প্রতিবারই রিপ্লাই দিতে সো সুইট।
আমি খুব খুশি হয়েছিলাম তোমাকে নিজের করে পাবো বলে।
তারপর যখন তুমি ইনবক্সে আমাকে ম্যাসেজ দিলে--
তোমার WhatsApp নম্বরটা দেওয়া যাবে,
আমি অবাক হয়েছিলাম সেদিন, আজও।
এটা তো আমারি চাওয়ার কথা ছিল!
তাহলে, তুমিও কি আমার মতো আমাকে চাও?
সেদিন প্রথম মাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিলাম।
মা সেদিন কী বুঝেছিল জানিনা।
হয়তো, ভেবেছিলেন বেড়াতে যাওয়ার কথায় এতো খুশি।
হ্যাঁ, সেদিনই আমরা কালকা মেল ধরে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম।
তোমাকে তাই আর ফোন করা হয়নি। WhatsApp এ আমার প্রতিটা মুহুর্ত তোমাকে জানাচ্ছিলাম।
তুমি বললে, ওই ছবিতে খুব সুন্দর দেখাচ্ছে,
এটাতে তোমার দাঁড়ানোর style টা একদম হয়নি। এইভাবে দাঁড়াবে।
#
সেদিনই আমি ঠিক করেছিলাম,
তুমি আমার জন্য একদম পারফেক্ট।
#
এইভাবে আমাদের একটা মাস কেটে গেল।
#
হঠাৎ একদিন তুমি ফোন করে বললে,
খুব দরকার ভিক্টোরিয়ার সামনে আজ ১০ টায় দেখা করতে পারবে?
তোমার কথা আমি না করতে পারিনি।
আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিলে।
#
সেদিন ১৩ মার্চ ঠিক সকাল ১০ টায় আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
এই প্রথম আমরা দেখা করবো,
তাই ভয় আর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি।
#
১০টার সময় যখন তুমি এলে না,
আমি ফোন করলাম।
কিন্তু ফোন unreachable বললো!
#
সেদিন থেকে আজও ফোন করি তোমাকে,
কিন্তু ওই একই গলা শুনি এই নম্বরে এখন পৌঁছানো যাবে না।
(#এটা_কবিতা_কি_জানিনা_তবে_সত্যি_ঘটনা_অবলম্বনে_লেখা)
#বন্ধুরা_বিহঙ্গম_কি_আর_তাকে_খুঁজে_পাবে?
#তার_সাথে_কি_আবার_দেখা_দেখা_হবে_দু'জনের?
#কমেন্ট_করে_জানান।
____ইউসুফ আমিন
আমি বিহঙ্গম, আমার চেপে রাখা প্রেমের কাহিনি আজ তোমাদের শোনাবো।
#
আমাদের প্রথম পরিচয় হয় সচেতনভাবে ফেসবুকে।
তখন আমি তোমাকে খেয়াল করতাম,
কখন তুমি ফেসবুকে অন হচ্ছো আর অফ হচ্ছে।
যখনি তোমার ছবি পোস্ট দেখতাম,
আমি লাভ রিয়াক্ট করতে ছাড়ি নি।
তুমি প্রতিবারই রিপ্লাই দিতে সো সুইট।
আমি খুব খুশি হয়েছিলাম তোমাকে নিজের করে পাবো বলে।
তারপর যখন তুমি ইনবক্সে আমাকে ম্যাসেজ দিলে--
তোমার WhatsApp নম্বরটা দেওয়া যাবে,
আমি অবাক হয়েছিলাম সেদিন, আজও।
এটা তো আমারি চাওয়ার কথা ছিল!
তাহলে, তুমিও কি আমার মতো আমাকে চাও?
সেদিন প্রথম মাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিলাম।
মা সেদিন কী বুঝেছিল জানিনা।
হয়তো, ভেবেছিলেন বেড়াতে যাওয়ার কথায় এতো খুশি।
হ্যাঁ, সেদিনই আমরা কালকা মেল ধরে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম।
তোমাকে তাই আর ফোন করা হয়নি। WhatsApp এ আমার প্রতিটা মুহুর্ত তোমাকে জানাচ্ছিলাম।
তুমি বললে, ওই ছবিতে খুব সুন্দর দেখাচ্ছে,
এটাতে তোমার দাঁড়ানোর style টা একদম হয়নি। এইভাবে দাঁড়াবে।
#
সেদিনই আমি ঠিক করেছিলাম,
তুমি আমার জন্য একদম পারফেক্ট।
#
এইভাবে আমাদের একটা মাস কেটে গেল।
#
হঠাৎ একদিন তুমি ফোন করে বললে,
খুব দরকার ভিক্টোরিয়ার সামনে আজ ১০ টায় দেখা করতে পারবে?
তোমার কথা আমি না করতে পারিনি।
আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিলে।
#
সেদিন ১৩ মার্চ ঠিক সকাল ১০ টায় আমি সেজেগুজে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
এই প্রথম আমরা দেখা করবো,
তাই ভয় আর ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছি।
#
১০টার সময় যখন তুমি এলে না,
আমি ফোন করলাম।
কিন্তু ফোন unreachable বললো!
#
সেদিন থেকে আজও ফোন করি তোমাকে,
কিন্তু ওই একই গলা শুনি এই নম্বরে এখন পৌঁছানো যাবে না।
(#এটা_কবিতা_কি_জানিনা_তবে_সত্যি_ঘটনা_অবলম্বনে_লেখা)
#বন্ধুরা_বিহঙ্গম_কি_আর_তাকে_খুঁজে_পাবে?
#তার_সাথে_কি_আবার_দেখা_দেখা_হবে_দু'জনের?
#কমেন্ট_করে_জানান।
Comments
Post a Comment