Skip to main content

Posts

Showing posts from May, 2020

জানা অজানা সমর সেন (সম্পূর্ণ)

সমর সেন _ ✒কলমে- সুব্রত লাহা (এম. এ. বাংলা)  বর্তমানে SRMS vidyapith-HS স্কুলের Group C পদে কর্মরত।  শখ- নতুন নতুন তথ্য জানা ও সংগ্রহ করা। তাই নিজেকে "শখের পড়ুয়া" বলে পরিচয় দিতে ভালোবাসেন।  বাস করেন- Bakshi    ১৯১৬ খৃষ্টাব্দের ১০ অক্টোবর কলকাতার বাগবাজারের বিশ্বকোষ লেনে(পৃথিবীতে বইয়ের নামে এই একটিই রাস্তা আছে, কারন এখানেই প্রাচ্যবিদ্যার্ণব নগেন্দ্রনাথ বসুর বাড়ি , ইনিই বিশ্বকোষের সংকলক।) সমর সেনের জন্ম। তিনি কালজয়ী দীনেশচন্দ্র সেনের পৌত্র। তাদের আদি নিবাস ছিল ঢাকার মানিকগঞ্জ থানার সুয়াপুর অঞ্চল। গৃহস্থবিলাপ কবিতায় কবি তার প্রপিতামহের পরিচিয় দিয়েছেন। এদের পূর্বপুরুষ ছিলেন পবনদূত কাব্যের ধোয়ী। সমর সেনের পিতা – অরুনচন্দ্র সেন,  মাতা – চন্দ্রমুখী দেবী।( সমর সেনের বাবা ও মায়ের ঘটকালি করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর) নিজের জন্ম নিয়ে সমরসেনের কবিতা টি বেশ: শুনেছি পঞ্জিকা মতে শুভক্ষণে জন্ম অভাগার সে লগ্নে গৃধিনী মুখে বাজেনি অশুভ চিৎকার কিম্বা অদৃষ্টের ব্যাঙ্গে অতি ধূর্ত কাক সহসা কর্কশ ডাকে ভাঙেনিকো জননীর প্রসব আবেশ। সপ্তম সন্তান আমি ---...

আরাকান রাজসভার গোপন ইতিহাস (দৌলত কাজী, সৈয়দ আলাওল)

প্রথমেই আসি আরাকান রাজসভার আলোচনায়। আরাকানের অধিবাসীদের "মগ" বা "মঘ" বলা হয়। যেহেতু এদের পূর্বসূরীরা "মগধ" থেকে এসেছিলেন,তাই তাদের মগ বলা হয়। একটা রাজবংশ থেকে আসার জন্য অনেক সমালোচক রাজবংশীও বলে থাকেন। কিন্তু সবর্ত্র সন লেখার সময় "মঘী" সন লেখা হয়ে থাকে।তাই বাকি আলোচনাতে আমি(ইউসুফ মোল্লা) "মঘ" শব্দের ব্যবহার করাকে সমীচীন মনে করেছি।   আশ্চার্যের বিষয় যখন জ্ঞানদান, গোবিন্দ দাস, নরহরি সরকার,যদুনন্দন দাস,প্রেমদাস,কবিশেখর প্রভৃতি খ্যাতনামা কবিগণ দেবদেবীর বন্দনা ছাড়া অন্য কিছু রচনার কথা ভাবতে পারেন নি, তখন আরাকান রাজসভার মুসলমান কবিদের হাতে প্রথম দেবদেবী ছেড়ে মানুষের কথা উঠে এলো। যার ফলস্বরূপ বাংলা ভাষা নতুন রূপ ও নবীন প্রেরণা লাভ করলো।    সুলায়মান (৮৫১ খ্রিস্টাব্দে জীবিত),আবু জায়দুল হাসান,ইবনু খুরদবা(মৃত ৯১২ খ্রিস্টাব্দে),আল মাসূদী(মৃত ৯৫৬ খ্রিস্টাব্দে),ইবনু হাওকল,আল ইদরিসী প্রভৃতি প্রাচীন আরব পরিব্রাজক ও ভৌগোলিকদের লিখিত বিবরণ থেকে জানা যায় যে, আরব বণিকরা বাণিজ্য করতে এসে "রামরী" দ্বীপে জাহাজ ভেঙে যাওয়ায় আশ্রয় ...