Skip to main content

Posts

Showing posts from February, 2019

©বঙ্কিমচন্দ্র ফেল করেছিলেন বাংলায়©

©বঙ্কিমচন্দ্র ফেল করেছিলেন বাংলায়© ®বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফেল® বঙ্কিমচন্দ্র ছিলেন বাঙালিদের মধ্যে প্রথম গ্র‍্যাজুয়েট। কিন্তু হলে হবে কী, বি.এ. পরীক্ষায় আসলে তিনি ফেল করেছিলেন। তাকে গ্রেস দিয়ে পাশ করানো হয়েছিল। কল্পনা করুন তো, তিনি কোন পেপারে ফেল করেছিলেন? কোন পেপারে তাকে গ্রেস দিয়েছিল? তিনি ফেল করেছিলেন বাংলায়। যে বঙ্কিমচন্দ্রের বাংলা পড়তে গিয়ে আমরা উঠতে-বসতে ফেল করি তিনি সেই বাংলাতেই ফেল! ভাবা যায়? সেই পরীক্ষায় তার একজামিনারের নাম শুনলে হয়তো আরো অবাক হবেন- একজামিনার ছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হয়তো এই আহত মর্যাদার জন্যে বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে অবচেতন মনে কোনোদিন ক্ষমা করতে পারেননি। বিদ্যাসাগর বিধবা আন্দোলন শুরু করলে তিনি তার বিরুদ্ধতা করেছিলেন। বিধবা বিয়ের বিষময় ফল কী হতে পারে তা দেখানোর জন্যে 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাস লিখেছিলেন। আসল কথায় আসি সেবার বি.এ. পরীক্ষার্থী ছিলেন তিনজন, তিনজনই ফেল করেছিলেন। বঙ্কিম হয়েছিলেন ফেলের মধ্যে ফার্স্ট। এভাবেই বাঙালির ইতিহাসে তিনি প্রথম গ্রাজুয়েট হবার গৌরব অর্জন করেছিলেন। এখন প্রশ্ন- কেন বঙ্কিমের মতো এমন প্রতিভাব...

®পরশমণি ®(ইউসুফ)

®পরশমণি             --চন্ডীদাস 1.পরশমনি কার লেখা? উঃচন্ডীদাস 2.কবি চন্ডীদাস কোন শতকে জন্ম গ্রহণ করেন? উঃপঞ্চদশ শতকের শেষভাগে 3.এটা কত নম্বর কবিতা? উঃ42 4.চন্ডীদাস কোথায় জন্মগ্রহণ করেন? উঃবীরভূমের নান্নুর গ্রামে 5.নিরন্তন কী ঝুরে? উঃদুটি আঁখি 6.কী ধরে গান গাই? উঃনাম ধরে 7.প্রাণ--পদান্তর উঃ প্রাণিত 8.একলা_______থাকি উঃমন্দিরে 9.নিরন্তর______দুটি আঁখি উঃঝুরে। 10.মন্দির শব্দের অর্থ কী? উঃগৃহ 11.ধনি শব্দের অর্থ কী? উঃনারী 12.কোন_______কহি দিল তারে উঃধনি 13.পরশমণি এখানে কে? উঃ কানু 14.সন্ধি -- সম্বরণ উঃসম্ + বরণ 15.সমাস -- পরশমণি উঃপরশ রুপ মণি??? 16.ঠেকে গেলা মোহনিয়া ফাঁদে। --- কারক # ফাঁদে# উঃস্থানাধিকরণ 17._____ কেনে ডাকে থাকি থাকি। উঃবাঁশি 18.কার পদ চৈতন্য মহাপ্রভুর আস্বাদন করতেন? উঃচন্ডীদাসের 19.নিরন্তর ঝুরে ______ উঃদুটি আঁখি 20.ঠেকে গেলা ____ উঃমোহনিয়া ফাঁদে 21.আমি কুলবতী_____ উঃরামা 22.প্রাথমিকভাবে জন চন্ডীদাস এর কথা বলেন? উঃ4 উত্তর 23.অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ক জন চন্ডীদাস এর কথা বলে...