💝কিছু জানা-অজানা প্রশ্ন উত্তর💝 💐গ্রুপে অনেকের করা প্রশ্নগুলির উত্তর দেওয়ার যে চেষ্টা করেছিলাম, সেগুলি একজায়গায় করে দিলাম ব্লগে। সাথে আমার কিছু প্রশ্নও আছে। এতে অনেকেরই উপকার হবে এই আশা নিয়ে এটা করা। সবাই সবসময় সব প্রশ্নগুলো দেখার সুযোগ পায় না, তাই একজায়গায় করা থাকলে সবারই উপকার হবে। যদি আপনারা উপকৃত হন, তাহলেই আমার এই পরিশ্রম সার্থক হবে। তাই পরবর্তীতে আরো যাতে ভালো কিছু উপহার দিতে পারি, তারজন্য গ্রুপে আরো বেশি বেশি ভালো ভালো প্রশ্ন করতে থাকুন বন্ধুরা। ধন্যবাদ।💐 ★নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? উঃউপনিবেশ -১ ★সাহিত্য বিশারদ কে? উঃআব্দুল করিম ★" স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে,কে বাঁচিতে চায়...." লাইনটি কার লেখা? উঃরঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ★টলস্টয়ের কোন উপন্যাসটি গোপীনাথ মহান্তী ওড়িয়া ভাষায় অনুবাদ করেছিলেন? উঃওয়ার এন্ড পিস ★প্রথম বাংলা ঐতিহাসিক উপন্যাস কী ও তার লেখক কে ? উঃউঃ ভূদেব মুখোপাধ্যায়ের 'অঙ্গুরীয় বিনিময়'(১৮৫৭), ★' দেশ' পত্রিকার প্রথম ও বর্তমান সম্পাদকের নাম কী? উঃ১৯৩৩ প্রথম সত্যেন্দ্রনাথ মজুমদার বর্তমা...