Skip to main content

Posts

Showing posts from February, 2020

🍁শক্তি চট্টোপাধ্যায়ের সম্পূর্ণ তথ্য🌺

🍂 শক্তি চট্টোপাধ্যায় 🍃 -ইউসুফ মোল্লা (উইকিপিডিয়ার নিয়মিত লেখক)  #জন্ম: ২৫ নভেম্বর ১৯৩৩ #জন্মস্থান: দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর-মজিলপুর এলাকার বহড়ুতে। #মা: কমলা দেবী #পিতা: বামানাথ চট্টোপাধ্যায় #স্ত্রী: মীনাক্ষী চট্টোপাধ্যায় #কন্যা: তিতি চট্টোপাধ্যায় #পুত্র: আনন্দরূপ চট্টোপাধ্যায় (ডাকনাম-তাতার) #দাদামহাশয়: ডাক্তার সুবোধ গঙ্গোপাধ্যায় #মৃত্যু: ২৩ মার্চ ১৯৯৫ (বয়স ৬১) #ছদ্মনাম: ১) স্ফুলিঙ্গ সমাদ্দার ২) রূপচাঁদ পক্ষী ৩) অভিনব গুপ্ত ৪) শক্তিনাথ কাব্যতীর্থ ৫) যম #সাহিত্য আন্দোলন: হাংরি আন্দোলন (১৯৬১) #উল্লেখযোগ্য পুরস্কার: ১) আনন্দ পুরস্কার (১৯৭৫) ২) সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৮৩)- যেতে পারি কিন্তু কেন যাবো ৩) "ছবি আঁকে ছিঁড়ে ফেলে"- কাব্যের জন্য মরোনোত্তর রবীন্দ্র পুরস্কার পান। ৪) ১৯৭৫ সালে সুরেশচন্দ্র স্মৃতি পুরস্কার। ৫) ১৯৭২ সালে জীবনের প্রথম পুরস্কার কুচবিহারের 'ত্রিবত্ত পত্রিকা পুরস্কার'। ৬) ১৯৮৩ 'উল্টোরথ পুরস্কার'। ৭) ১৯৯৫ সালে সম্বলপুর বিশ্ববিদ্যালয় থেকে 'গঙ্গাধর মেহের পুরস্কার' পান। #সাহিত্যজগতে...