Skip to main content

Posts

Showing posts from July, 2019

🍓চর্যাপদের অজানা ও অপরিচিত প্রশ্ন- উত্তর🍓

🥢  চর্যাপদের অজানা ও অপরিচিত ৬০ টি  প্রশ্ন- উত্তর দিলাম, আশা করছি যেকোনো কঠিন পরীক্ষায়(যেমন- এম. ফিল,পিএইচ.ডি, নেট, সেট) কাজে লাগবে। কারো কাজে  লাগলেই তবেই আমার এই শ্রম সার্থক হবে। 🥢 ১)হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কী ? উঃ শরৎনাথ ভট্টাচার্য ২) চর্যার শেষ পদটি কোন রাগে রচিত ? উঃ রামক্রি রাগে ৩) চর্যার কোন কোন পদ পাওয়া যায়নি ? উঃ 23 নম্বর পদের ছটা পংক্তি পাওয়া গেছে এছাড়া 24 ,25,48 সংখ্যক পদ পাওয়া যায়নি ৪) শহীদুল্লার মতে চর্যার আদি কবি কে ? উঃ শবর পা ৫) চর্যার ইংরাজী অনুবাদক কে ? উঃ পি.সি. বাগচি ৬) ম্যাক্সমুলার চর্যার ভাষাকে কি বলেছেন?? উঃ প্রচ্ছন্ন উক্তি ৭) চর্যার একজন বিদেশী গবেষকের নাম বলুন। উঃ জি তাকি ও আর্নল্ড বেক ৮) পদকর্তারা নামের শেষে ,,পা,,কেন যোগ করেছেন? উঃ চর্যার কবিরা তাদের গুরুদের সম্মান জানানোর উদ্দেশ্যে সম্ভ্রমসূচক শব্দ ।।পা।। শব্দ লাগাতেন ৯) হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে আর কে গেছিলেন চর্যার পুঁথির খোঁজে? উঃ বেন্ডেল ১০) হরপ্রসাদ শাস্ত্রীর আগে কোন বাঙালী বৌদ্ধপুঁথির সন্ধান করেন? উঃ রাজেন্দ্রলাল মিত্র ১১) হরপ্রসাদ শাস্ত...

🥤দ্বাদশ শ্রেণীর উৎস সন্ধানে🥤

🎄দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চার   সকল গল্প,কবিতা,নাটক,আন্তর্জাতিক কবিতা,ভারতীয় গল্প,পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের উৎস একত্রে দেওয়া হলোঃ 🎄 📖 গল্পঃ 📖 ১) "কে বাঁচায়, কে বাঁচে" গল্পকার: মানিক বন্দ্যোপাধ্যায় উৎস: "কে বাঁচায়, কে বাঁচে" গল্পটি কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি।    এটি প্রথম ১৯৪৩ খ্রিস্টাব্দে/১৩৫০ বঙ্গাব্দে সারদাকুমার দাস সম্পাদিত "ভৈরব" পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায়  প্রকাশিত হয়।    পরবর্তীকালে ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত "মহামন্বন্তর" পত্রিকায় এই গল্পটি স্থান পায়।    এছাড়া 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প' শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। ২) "ভাত" গল্পকার: মহাশ্বেতা দেবী উৎস: ১৯৮২ খ্রিস্টাব্দে "ম্যানিফেস্টো" পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়।    পরবর্তীকালে  দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর "শ্রেষ্ঠ গল্প" সংকলনে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ৩) "ভারতবর্ষ" গল্পকার: সৈয়দ মুস্তাফা সিরাজ উৎস: দে'জ পাবলিশিং থেকে প্...

🦜অনলাইন টেস্টের চতুর্থ সপ্তাহের প্রশ্নসহ উত্তর (পাঠাভ্যাস অধিবেশন) 🦜

🍄 পাঠাভ্যাস অধিবেশন-বাংলা বিভাগের চতুর্থ সপ্তাহে যে অনলাইন টেস্ট নেওয়া হয়েছিল ২১/০৭/২০১৯  তারিখে তার প্রশ্নসহ উত্তর দেওয়া হলো, যাতে সবার কাজে লাগতে পারে। তাহলেই আমাদের শ্রম সার্থক হবে।।  🍄 🍂প্রশ্ন🍂 ১. অমৃতা প্রীতম 'জ্ঞানপীঠ পুরষ্কার' পান- ক.১৯৮২ খ.১৯৬৯ গ.১৯৭৯ ঘ.১৯৫৬ ২. 'স্বপ্নতনু' কার উপন্যাস - ক.প্রেমেন্দ্র মিত্র খ.সুভাষ মুখোপাধ্যায় গ.বুদ্ধদেব বসু ঘ.আশাপূর্ণা দেবী । ৩. "Childhood"- কার আত্মজীবনী -  ক.মার্কেজ খ.শেক্সপীয়র গ.গ্যেটে ঘ.তলস্তয়। ৪. 'পাকদন্ডী'- কার আত্মজীবনীমূলক রচনা - ক.আশাপূর্ণা দেবী খ.মহাশ্বেতা দেবী গ.লীলা মজুমদার ঘ.নবনীতা দেবসেন। ৫.বঙ্কিমচন্দ্রের 'সীতারাম' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক.প্রবাসী খ.বঙ্গদর্শন গ.হিতবাদী  ঘ. প্রচার। ৬. প্রমথনাথ বসু 'অমরসিংহ' নামে শেক্সপীয়রের কোন নাটকের অনুবাদ করেন ? ক.ওথেলো খ.হ্যামলেট গ.ম্যাকবেথ ঘ.কিং লিয়ার। ৭.'২২ শে জুন'- কার কাব্য - ক.সুভাষ মুখোপাধ্যায় খ.বুদ্ধদেব বসু গ.বিষ্...

🌺অনলাইন টেস্টের প্রশ্নসহ উত্তর (তৃতীয় সপ্তাহ)🌺

🍂 পাঠাভ্যাস অধিবেশন- বাংলা বিভাগের তৃতীয় সপ্তাহের যে অনলাইন টেস্ট নেওয়া হয়েছে, তার প্রশ্নসহ উত্তর দেওয়া হলঃ 🍂 ১.আমার পৃথিবী হোক________? ক:দূষনমুক্ত খ:শান্তির গ:অফুরান ঘ:কোলাহল মুক্ত  উত্তরঃ গ ২.সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের যে নাম ছিল ক:শ্রী তপন রায়  খ:শ্রী তপনকুমার রায গ:শ্রী তপনচন্দ্র রায়  ঘ:তপন উত্তরঃ খ ৩.পাবলো নেরুদা যে কবির দ্বারা প্রভাবিত_--- ক:হুইটম্যান খ:ব্রাউনিং গ:স্কট ঘ:গোল্ডস্মিথ উত্তরঃ ক ৪.পাবলো নেরুদা র প্রথম গ্রন্থ কোনটি? ক:the yellow heart খ:a new decade গ:new poems ঘ:twilight উত্তরঃ ঘ ৫.নদের চাঁদ কত দিন নদীকে দেখে নি?? ক:৪দিন খ:৭দিন গ:৫.দিন ঘ:৬ দিন উত্তরঃ গ ৬."আর তিনজন দুঃসাহসিক মানুষের কথা" - তিনজনের মধ্যে যিনি ছিলেন না - - ক) কল্পনা চাউলা খ) নীল আর্মস্ট্রং গ) এডুইন অর্কইন ঘ) মাইকেল। উত্তরঃ ক ৭."ব্যঞ্জনা" যে অর্থ প্রকাশ করে তা হল ক:অন্তর্নিহিত তাৎপর্য  খ:আভিধানিক অর্থ  গ:সংক্ষিপ্ত অর্থ  ঘ:বিপরীত অর্থ উত্তরঃ...

🍁অনলাইন টেস্টের উত্তরপত্র🍁

🌺ONLINE TEST LINK🌺 http://testmoz.com/2183473 পাঠাভ্যাস অধিবেশন- বাংলা বিভাগের ফেসবুক গ্রুপে যে দ্বিতীয় সপ্তাহের অনলাইন টেস্ট নেওয়া হয়েছে, তার প্রশ্নসহ উত্তর দেওয়া হলোঃ ১. বিধুশেখর শাস্ত্রী চর্যাপদেরকী নাম দিয়েছেন?  ক.চর্যাচর্য্য বিনিশ্চয়  খ.চর্য্যশ্চর্য্য বিনিশ্চয়  গ.আশ্চর্য্য চর্য্যাচয় ঘ.চর্যাগীতি কোষ ২."শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে কতগুলি সংস্কৃত শ্লোক পুনরাবৃত্ত হয়েছে?  ক.৩৩ খ.২৮ গ.২২ ঘ.১৬১ ৩.সমাসান্ত প্রত্যয়ের একটি উদাহরণ হলো-  ক.স্বর্ণময় খ.জমিদার গ.পঞ্চবটী ঘ.শক্তিমান  ৪.মুকুন্দরাম চক্রবর্তীর "অভয়ামঙ্গল" কাব্যটি সর্বপ্রথম কে সম্পাদনা করেন?  ক.শঙ্করীপ্রসাদ বসু খ.রামজয় বিদ্যাসাগর গ.রাজকৃষ্ণ মুখোপাধ্যায়  ঘ.বসন্তকুমার চট্টোপাধ্যায় ৫."এ ঘোর যামিনী মেঘের ঘটা"- এই পদটির রচয়িতা কে?  ক.জ্ঞান দাস খ.বিদ্যাপতি গ.গোবিন্দ দাস ঘ.চণ্ডীদাস ৬.নীচের কোনটি সংস্কৃত তদ্ধিতান্ত শব্দের উদাহরণ - ক.দরদী খ.প্রভুত্ব  গ.লাজুক ঘ.সহিষ্ণু ৭.কাশীদাশী মহাভারতের ক্ষুদ্রত...

🌻সাহিত্যিকদের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থসমূহ🌻

সাহিত্যিকদের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থসমূহ ১)রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত কাব্য গুলির নাম কী? উঃ ছড়া, শেষ লেখা, স্ফুলিঙ্গ ২) শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস কোনটি? উঃ শেষের পরিচয় ৩) জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত কাব্য কোনটি? উঃ 'বেলা অবেলা কালবেলা,' 'রূপসী বাংলা'। ৪) সতীনাথ ভাদুড়ির মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস? উঃ দিকভ্রান্ত ৫) "প্রোবোধচন্দ্রিকা"(১৮৩৩) কার মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ? উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ৬) মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ? উঃ মায়াকানন ৭) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস? উঃ দম্পতি, অশনিসংকেত ৮) মানিক বন্দ্যোপাধ্যায় এর মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস? উঃ মাঝির ছেলে সংগ্রাহকঃ ইউসুফ মোল্লা অ্যাডমিন, স্কুল শিক্ষক, পত্রিকা সম্পাদক, বিভিন্ন গ্রন্থের লেখক, সিনেমার স্ক্রিপ্ট রাইটার, অভিনেতা

🦋অনলাইন টেস্ট🦋

অনলাইন সাপ্তাহিক টেস্ট যে নেওয়া হয়েছিল পাঠাভ্যাস অধিবেশন গ্রুপে তার প্রশ্ন ও উত্তর দেওয়া হলো ১। "খেয়া " কবিতাটি" চৈতালী" কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা?  ক। ১১ সংখ্যক, খ। ১৩ সংখ্যক, গ। ১৫ সংখ্যক, ঘ। ১৮ সংখ্যক ২ । লাতেহার অর্ধপাহাড়ের কোন পার্শ্বে মৃত্তিকা নেই ..  ক। পশ্চিমে খ। পূর্বে গ। উত্তরে ঘ। দক্ষিণে ৩। তাড়িত মহাপ্রাণ বর্ণ কোনটি?  ক । ড় খ । ঢ় গ । র ঘ । কোনটিই নয়, ৪। মন্তব্যঃ সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কারণঃ সংস্কৃত কস্মিনকালেও বিদেশি কোন শব্দ গ্রহণ করেনি ক। মন্তব্য শুদ্ধ কিন্তু কারণ অশুদ্ধ খ। মন্তব্য অশুদ্ধ কিন্তু কারণ শুদ্ধ গ। মন্তব্য ও কারণ অশুদ্ধ ঘ । মন্তব্য ও কারণ শুদ্ধ ৫। জেলেকে শকুনি দিয়ে খাওয়ানো র কথা বলেছেন  ক। শ্যালক খ। সূচক গ। জানুক ঘ। সূচক ও জানুক ৬। " ছবিটা যা ফুটল তা খুব উজ্জ্বল নয়" ---- উৎস কী? ক। পথে প্রবাসে খ। ঝড়ো সাধু গ। দাম ঘ। হিমালয় দর্শন ৭। মেঘ বিশেষজ্ঞ হলেন --- ক। মোহন প্যাটেল খ। চিন্তামণি নরসিংহ গ। ডঃ মণিময় দত্ত ঘ। ডঃ দেবেন্দু রায় ৮। বিকৃত> বিকট --কী ধরণের ধ্...