🥢 চর্যাপদের অজানা ও অপরিচিত ৬০ টি প্রশ্ন- উত্তর দিলাম, আশা করছি যেকোনো কঠিন পরীক্ষায়(যেমন- এম. ফিল,পিএইচ.ডি, নেট, সেট) কাজে লাগবে। কারো কাজে লাগলেই তবেই আমার এই শ্রম সার্থক হবে। 🥢 ১)হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কী ? উঃ শরৎনাথ ভট্টাচার্য ২) চর্যার শেষ পদটি কোন রাগে রচিত ? উঃ রামক্রি রাগে ৩) চর্যার কোন কোন পদ পাওয়া যায়নি ? উঃ 23 নম্বর পদের ছটা পংক্তি পাওয়া গেছে এছাড়া 24 ,25,48 সংখ্যক পদ পাওয়া যায়নি ৪) শহীদুল্লার মতে চর্যার আদি কবি কে ? উঃ শবর পা ৫) চর্যার ইংরাজী অনুবাদক কে ? উঃ পি.সি. বাগচি ৬) ম্যাক্সমুলার চর্যার ভাষাকে কি বলেছেন?? উঃ প্রচ্ছন্ন উক্তি ৭) চর্যার একজন বিদেশী গবেষকের নাম বলুন। উঃ জি তাকি ও আর্নল্ড বেক ৮) পদকর্তারা নামের শেষে ,,পা,,কেন যোগ করেছেন? উঃ চর্যার কবিরা তাদের গুরুদের সম্মান জানানোর উদ্দেশ্যে সম্ভ্রমসূচক শব্দ ।।পা।। শব্দ লাগাতেন ৯) হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে আর কে গেছিলেন চর্যার পুঁথির খোঁজে? উঃ বেন্ডেল ১০) হরপ্রসাদ শাস্ত্রীর আগে কোন বাঙালী বৌদ্ধপুঁথির সন্ধান করেন? উঃ রাজেন্দ্রলাল মিত্র ১১) হরপ্রসাদ শাস্ত...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।