বিহঙ্গমের অপরিণত প্রেম ____ইউসুফ আমিন আমি বিহঙ্গম, আমার চেপে রাখা প্রেমের কাহিনি আজ তোমাদের শোনাবো। # আমাদের প্রথম পরিচয় হয় সচেতনভাবে ফেসবুকে। তখন আমি তোমাকে খেয়াল করতাম, কখন তুমি ফেসবুকে অন হচ্ছো আর অফ হচ্ছে। যখনি তোমার ছবি পোস্ট দেখতাম, আমি লাভ রিয়াক্ট করতে ছাড়ি নি। তুমি প্রতিবারই রিপ্লাই দিতে সো সুইট। আমি খুব খুশি হয়েছিলাম তোমাকে নিজের করে পাবো বলে। তারপর যখন তুমি ইনবক্সে আমাকে ম্যাসেজ দিলে-- তোমার WhatsApp নম্বরটা দেওয়া যাবে, আমি অবাক হয়েছিলাম সেদিন, আজও। এটা তো আমারি চাওয়ার কথা ছিল! তাহলে, তুমিও কি আমার মতো আমাকে চাও? সেদিন প্রথম মাকে জড়িয়ে ধরে চুমু দিয়েছিলাম। মা সেদিন কী বুঝেছিল জানিনা। হয়তো, ভেবেছিলেন বেড়াতে যাওয়ার কথায় এতো খুশি। হ্যাঁ, সেদিনই আমরা কালকা মেল ধরে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম। তোমাকে তাই আর ফোন করা হয়নি। WhatsApp এ আমার প্রতিটা মুহুর্ত তোমাকে জানাচ্ছিলাম। তুমি বললে, ওই ছবিতে খুব সুন্দর দেখাচ্ছে, এটাতে তোমার দাঁড়ানোর style টা একদম হয়নি। এইভাবে দাঁড়াবে। # সেদিনই আমি ঠিক করেছিলাম, তুমি আমার জন্য একদম পারফেক্ট। # এইভাবে আম...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।