Skip to main content

Posts

Showing posts from 2019

🌺সম্রাটের প্রশ্ন-উত্তর🌺

🦋পাঠাভ্যাস অধিবেশনের পক্ষ থেকে ছোট্ট একটি সওগত 🦋 ১)"পালামৌ" গল্পগ্রন্থটি কার লেখা? উঃ পালামৌ(ভ্রমণ সাহিত্য) -সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ (গল্পগ্রন্থ) - মহাশ্বেতা দেবী ২) "ব্রাহুই" ভাষার চিহ্ন বর্তমানে কোথায় পাওয়া যায়? উঃ বেলুচিস্তান ৩) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কী? উঃ প্রথম গল্প-নিশীথের মায়া (দেশ পত্রিকায় প্রকাশিত) প্রথম প্রকাশিত গল্প- পাশাপাশি ৪) "মৃত ও অমৃত" গল্পগ্রন্থের রচয়িতা কে? উঃ রমেশচন্দ্র সেনের (১৮৯৪-১৯৬২) মোট চারটি গল্পসংকলন ছিল। সেগুলি যথাক্রমে হলো: i) মৃত ও অমৃত (১৯৪৯) ii) কয়েকটি গল্প (১৯৪৯) iii) তিনজন (১৯৫৭) iv) শ্রেষ্ঠ গল্প (১৯৬০) ৫) "ফকির" ছদ্মনামটি কার? উঃ সুভাষ মুখোপাধ্যায় ৬) কেতকার মনসামঙ্গলে বেহুলার পিতার নাম কী? উঃ সায়বেনে ৭) #মধ্য যুগের শ্রেষ্ঠ কবি - ক. ভারতচন্দ্র রায় খ. মুকুন্দরাম চক্রবর্তী গ. বড়ু চণ্ডীদাস ঘ. চণ্ডীদাস। উঃ মুকুন্দরাম চক্রবর্তী ৮) "গোবিন্দ দাসের কড়চা" গ্রন্থটি কে,কত সালে প্রকাশ করেন? উঃ জয়গোপাল গোস্বামী ১৮৯৫ সালে ৯) গোবিন্দ দাস বাঙালি নন...

🍂সুনীল গঙ্গোপাধ্যায় 🍁

#প্রয়াণ_দিবসের_শ্রদ্ধার্ঘ্য #সুনীল_গঙ্গোপাধ্যায় (জন্ম: ৭ সেপ্টেম্বর, ১৯৩৪/(২১ ভাদ্র, ১৩৪১ বঙ্গাব্দ)-মৃত্যু: ২৩ অক্টোবর, ২০১২ বিংশ শতকের শেষার্ধে আবিভুর্ত একজন প্রথিতযশা বাঙালিসাহিত্যিক। ২০১২ খ্রিস্টোব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা-ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাঙলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন। তিনি আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ-পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি। একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক। তাঁর কবিতার বহু পংক্তি সাধারণ মানুষের মুখস্থ। সুনীল গঙ্গোপাধ্যায় “নীললোহিত”, “সনাতন পাঠক” ও “নীল উপাধ্যায়” ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম অধুনা বাংলাদেশের ফরিদপুরে। মাত্র চার বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। ১৯৫৩ সাল থেকে তিনি 'কৃত্তিবাস' নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। ১৯৫৮ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ "একা এবং কয়েকজন" এবং ১...

🌹অ্যারিস্টটলের পোয়েটিক্স-তৃতীয় পর্ব🌹

নেট, সেট, এমফিল, পি এইচ ডি-তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই পোয়েটিক্স থেকে, তাই আপনাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তৃতীয় পর্বে বাকি অংশের প্রশ্ন-উত্তর দেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে আগ্রহ পাবো। ৯৬) অনুকরনের কয়টি উপাদান? উঃ চারটি । ৯৭) অ্যারিস্টটল কাব্যতত্বের কত নম্বর পরিচ্ছেদে "ক্যাথারসিস"শব্দটি ব্যবহার করেছেন উঃ ষষ্ঠ সপ্তদশ ৯৮) "নাট্যশালা হাসপাতাল নয়" কার মন্তব্য? উঃ লুকাস । ৯৯) কাব্যের অনুকরনকে দর্পনে প্রতিবিম্বিত চিত্রের সঙ্গে তুলনা করেছেন কে? উঃ প্লেটো । ১০০) মহাকাব্যের ছন্দ কি? উঃ হেক্টামিটার সুরছন্দ ১০১) "হামারতিয়া" কথার অর্থ কী? উঃ বিচারভ্রান্তি ১০২) ট্রাজেডির আবেদন নীচু শ্রেনির মানুষের কাছে শুদ্ধ/অশুদ্ধ? উঃ শুদ্ধ ১০৩) কাহিনী নিরপেক্ষ গান "ইন্টারলিউড"এর ব্যবহার কে প্রথম প্রচলন করেন? উঃ আগাথন । ১০৪) অ্যারিস্টটলের মতে শ্রেষ্ঠ ট্রাজেডি রচয়িতা কে? উঃ ইউরিপিদিস। ১০৫) কাব্য শিল্পে ত্রুটি কত রকমের ? উঃ ২ রকমের ১০৬) কোন ঋতুতে ...

🌗অ্যারিস্টটল-পোয়েটিক্স(দ্বিতীয় পর্ব)🌓

নেট, সেট, এমফিল, পি এইচ ডি শিক্ষার্থীদের কথা ভেবে দ্বিতীয় পর্বের প্রশ্ন-উত্তর দিলাম। কেমন হয়েছে বলবেন, তাহলে এইভাবে নেটের সবগুলো বিষয়ের প্রশ্ন-উত্তর আপনাদের হাতে তুলে দেবো বিনামূল্যে ৫৬) কাব্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক। শু/অশু উঃ শুদ্ধ ৫৭) ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা আর কাব্য বলে সার্বজনীন সত্য। শু/অশু উঃ শুদ্ধ ৫৮) কাহিনী গঠনের জন্যই লোকে কবি আখ্যা পায়। শু/অশু উঃ শুদ্ধ ৫৯) কোরাসের প্রথম উক্তি কী? উঃ পারোদ ৬০) 'পেরিপেটিয়া 'এর অর্থ কি? উঃ পরিণাম ৬১) দুটি কোরাসের মধ্যবর্তী অংশ কী? উঃ এপিসোড ৬২) 'নাট্যশালা হাসপাতাল নয়'-কে বলেছে? উঃ লুকাস ৬৩) অ্যারিস্টটলের মতে কে ট্র্যাজেডির কবিদের মধ্যে শ্রেষ্ঠ ? উঃ ইউরোপিডিস ৬৪) ট্রাজেডি কত রকম? উঃ 4(৪)  ৬৫) অ্যারিস্টটল উদঘাটনের কয়টি শ্রেণির কথা বলেছেন? উঃ 4(৪)  ৬৬) অ্যারিস্টটলের মতে উদঘাটনের শ্রেষ্ঠ পদ্ধতি কী? উঃ ঘটনার নিজস্ব ধারা থেকে উদঘাটন/স্মৃতি গত ৬৭) সব ট্রাজেডিতে থাকে gonthibondhan and gonthimothan শুদ্ধ/অশুদ্ধ উঃ শুদ্ধ ৬৮) কবিরা হয় সহানুভূতিশীল নয় ভাবোন্মাদ। শু/অশু উঃ শুদ্ধ ৬৯...

🌍অ্যারিস্টটলের পোয়েটিক্স🌎

নেট, সেট, এমফিল, পিএইচডি ডি  পরীক্ষার্থীদের কথা ভেবে এই প্রয়াস, যদি কেউ উপকৃত হয়-তাহলেই আমার শ্রম সার্থক!  ১) কাব্যতত্ত্ব কবে মূল গ্রীক ভাষায় প্রকাশিত হয়? উঃ ১৫০৮ খ্রিস্টাব্দ। ২) কার মতে - কাব্য সত্য থেকে তিন ধাপ দূরে ? উঃ প্লেটো ৩) থেসেইদা কাব্যের পরিচয় অজ্ঞাত l শুদ্ধ / অশুদ্ধ উঃ শুদ্ধ ৪) কিথারা কি? উঃ এক ধরনের বাদ‍্যযন্ত্র ৫) দিথুরামব কাব্য কি? এটির মূল বিষয় কি? উঃ এক ধরনের গীতিকবিতা।গ্রিক দেবতা বাখাস এর জন্মকাহিনী ৬) অনুকরণএর বিষয় কি? উঃ মানুষ ও তার কার্যকলাপ ৭) বাইওয়াটার এর মতে অনুকরণ শব্দটির আদি অর্থ ভাষার অনুকরণ l শুদ্ধ / অশুদ্ধ উঃ শুদ্ধ ৮) প্রশ্ন উত্তর ছলে রচনাকে কি বলে? উঃ সোক্রাতিক কথোপকথন ৯) মাইমস কি? উঃ সোফরান এবং জেনারখাসের গদ্যে লেখা গ্রন্থ/ মজার মজার ঘটনা বা চরিত্র চিত্র ১০) কার মতে - কাব্য হল অনুকরণের অনুকরণ। উঃ প্লেটো ১১) কোন উপাদানকে ট্রাজেডির আত্মা বলেছেন? উঃ কাহিনি ১২) কুকলোপাস কি? উঃ নরখাদক, একচক্ষু দানব ১৩) কাব্যতত্ত্বের প্রাচীনতম পান্ডুলিপি কোন ভাষায় রচিত? উঃ আরবী ১৪) কমেডি কয়টি ভাগ? উঃ 4 ১৫) কাব্য উদ...

📌কাব্য সাহিত্য ও প্রফেসর শঙ্কুর ডায়েরি (নবম-দশম) 📌

🥢প্রশ্নঃ🥢 ১)মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যগ্রন্হের সপ্তম সর্গের নাম- দশরথের প্রতি কৈকেয়ী/ শান্তনুর প্রতি জাহ্নবী/ জয়দ্রথের প্রতি দু:শলা/ কোনোটিই নয়। ২) বিহারীলালের কাব্য বৈশিষ্ট্যকে কোন বিদেশী কবির সঙ্গে তুলনা করা যায়- আর্নেস্ট হেমিংওয়ে/ পি.বি.শেলি/ উইলিয়াম ব্রেক/শেক্সপীয়র। ৩) নজরুলের ঝিঙে ফুল কাব্যগ্রন্হটি উৎসর্গ করেন- বীর শহীদ ক্ষুদিরাম/ বারীন্দ্রকুমার ঘোষ/ বীর বাদল/ মুজফ্ফর আহমদ। ৪) যতীন্দ্রনাথ সেনগুপ্তের 'গান্ধিবানী কনিকা' কি জাতীয় গ্রন্হ-( কাব্যগ্রন্হ/ কাব্যসংকলন/ অনুবাদ কাব্য/কাব্য আলোচনামূলক ) । ৫) বুদ্ধদেব বসুর যে কাব্যে মরনজয়ী ভালোবাসা স্হান লাভ করেছে ,তা হল- ( কঙ্কাবতী/ মরচে পড়া পেরেকের গান/ দময়ন্তী/ দ্রৌপদীর শাড়ি) । ৬) জীবনানন্দের কাব্যে কোন পাশ্চাত্য কবির সর্বাধিক প্রভাব পড়েছ(-( টি.এস.এলিয়ট/ ডব্লু.বি.ইয়েটস/ মালার্মে/ হপকিন্স). । ৭) বিষ্নু দে কোন কাব্যগ্রন্হের জন্য ঞ্জানপীঠ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন- ক) সাত ভাই চম্পা খ) এলিয়টের কবিতা গ) স্মৃতি সত্তা ভবিষ্যৎ ঘ)তুমি শুধু পঁচিশে বৈশাখ। ৮) বলাকা কাব্য কার দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশিত...

📒গদ্য (প্রবন্ধ) সাহিত্য এবং কোনি(নবম-দশম) 📒

📮 প্রশ্নঃ 📮 ১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পর প্রকাশিত প্রবন্ধ হল- ক)প্রভাবতী সম্ভাষন। খ)কথামালা। গ)সীতার বনবাস। ঘ)জীবনচরিত।   ২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কমলাকান্তের দপ্তর' প্রবন্ধটির প্রকাশকাল হল- ক)১৮৭৪। খ)১৮৭৫। গ)১৮৭৯। ঘ)১৮৮৬।   ৩) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনী মূলক প্রবন্ধ হল- ক)সমালোচনা। খ)বিশ্ব পরিচয়। গ)পথের সঞ্চয়(১৯৩১) ঘ)পল্লিপ্রকৃতি।   ৪)' ঘরে বাইরে ' প্রবন্ধটি কার রচনা?- ক)রবীন্দ্রনাথ ঠাকুর। খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ)প্রমথ চোধুরী। ঘ)বিনয় ঘোষ।   ৫)প্রমথ চৌধুরী রচিত 'নানাকথ...

🧁নবম_দশম শ্রেণীর অনলাইন টেস্ট 🧁

🍴 প্রশ্নঃ 🍴 ১)"Language and Mind" গ্রন্থের রচয়িতা হলেন --- ক)চমস্কি খ) ম্যাকনেল গ)ব্রাউন ঘ) কোনোটি নয় ২) "বাক্যং স্যাৎ যোগ্যতা-আকাঙ্খা-আসত্তি-যুক্তঃপদোচ্চয়ঃ।" ক)পতঞ্জলি খ)ভর্তৃহরি গ)পানিণি ঘ)বিশ্বনাথ ৩)সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় -- বাক্যটি--- ক) সত্য খ)চির সত্য গ)আংশিক সত্য ঘ)মিথ্যা ৪)যে পদের অভাবে অন্যপদের প্রতীতি হয়না ।। তাকে বলে -- ক)যোগ্যতা খ)যোজক গ)আকাঙ্খা ঘ)আসত্তি ৫)'মুচলেকা' শব্দটি হল -- ক)হিন্দি খ)আরবি গ)তুর্কি ঘ)ফারসি ৬)'জীবন্মৃত' শব্দের সন্ধিবিচ্ছেদ হল-- ক)জীবন+মৃত খ)জীবৎ+মৃত গ)জীবম্ +মৃত ঘ)জীবম্ + ঋত ৭)'বিষাদ' শব্দে যে প্রত্যয় রয়েছে -- ক)ক্বিপ খ)অল্ গ)ঘঞ্ ঘ)সন্ ৮)উ,ঊ স্বরধ্বনি দুটির নাম হলো-- ক)কন্ঠধ্বনি খ)ওষ্ঠ্যধ্বনি গ)মূর্ধ্যধ্বনি ঘ)কন্ঠৌষ্ঠ্যধ্বনি ৯)সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয় -- ক) সরল বাক্যে খ)জটিল বাক্যে গ) যৌগিক বাক্যে ঘ) মিশ্র বাক্যে ১০) পীযুষ অঙ্কে পাকা ।। উদাহারনটি হল-- ক)কালাধিকরন খ)ভাবাধিকরন গ)বিষয়াধিকরন ঘ)করনের বীপ্সা ১১)"পান্নাসবুজ" যে সমাসের দৃষ্টান্ত-- ক) তৎপুরু...

🍓চর্যাপদের অজানা ও অপরিচিত প্রশ্ন- উত্তর🍓

🥢  চর্যাপদের অজানা ও অপরিচিত ৬০ টি  প্রশ্ন- উত্তর দিলাম, আশা করছি যেকোনো কঠিন পরীক্ষায়(যেমন- এম. ফিল,পিএইচ.ডি, নেট, সেট) কাজে লাগবে। কারো কাজে  লাগলেই তবেই আমার এই শ্রম সার্থক হবে। 🥢 ১)হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম কী ? উঃ শরৎনাথ ভট্টাচার্য ২) চর্যার শেষ পদটি কোন রাগে রচিত ? উঃ রামক্রি রাগে ৩) চর্যার কোন কোন পদ পাওয়া যায়নি ? উঃ 23 নম্বর পদের ছটা পংক্তি পাওয়া গেছে এছাড়া 24 ,25,48 সংখ্যক পদ পাওয়া যায়নি ৪) শহীদুল্লার মতে চর্যার আদি কবি কে ? উঃ শবর পা ৫) চর্যার ইংরাজী অনুবাদক কে ? উঃ পি.সি. বাগচি ৬) ম্যাক্সমুলার চর্যার ভাষাকে কি বলেছেন?? উঃ প্রচ্ছন্ন উক্তি ৭) চর্যার একজন বিদেশী গবেষকের নাম বলুন। উঃ জি তাকি ও আর্নল্ড বেক ৮) পদকর্তারা নামের শেষে ,,পা,,কেন যোগ করেছেন? উঃ চর্যার কবিরা তাদের গুরুদের সম্মান জানানোর উদ্দেশ্যে সম্ভ্রমসূচক শব্দ ।।পা।। শব্দ লাগাতেন ৯) হরপ্রসাদ শাস্ত্রীর সঙ্গে আর কে গেছিলেন চর্যার পুঁথির খোঁজে? উঃ বেন্ডেল ১০) হরপ্রসাদ শাস্ত্রীর আগে কোন বাঙালী বৌদ্ধপুঁথির সন্ধান করেন? উঃ রাজেন্দ্রলাল মিত্র ১১) হরপ্রসাদ শাস্ত...

🥤দ্বাদশ শ্রেণীর উৎস সন্ধানে🥤

🎄দ্বাদশ শ্রেণীর সাহিত্যচর্চার   সকল গল্প,কবিতা,নাটক,আন্তর্জাতিক কবিতা,ভারতীয় গল্প,পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের উৎস একত্রে দেওয়া হলোঃ 🎄 📖 গল্পঃ 📖 ১) "কে বাঁচায়, কে বাঁচে" গল্পকার: মানিক বন্দ্যোপাধ্যায় উৎস: "কে বাঁচায়, কে বাঁচে" গল্পটি কোনো গল্পগ্রন্থে সংকলিত হয়নি।    এটি প্রথম ১৯৪৩ খ্রিস্টাব্দে/১৩৫০ বঙ্গাব্দে সারদাকুমার দাস সম্পাদিত "ভৈরব" পত্রিকার প্রথম বর্ষের শারদ সংখ্যায়  প্রকাশিত হয়।    পরবর্তীকালে ১৯৪৪ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরিমল গোস্বামী সম্পাদিত "মহামন্বন্তর" পত্রিকায় এই গল্পটি স্থান পায়।    এছাড়া 'মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প' শীর্ষক সংকলনেও এটি অন্তর্ভুক্ত হয়েছে। ২) "ভাত" গল্পকার: মহাশ্বেতা দেবী উৎস: ১৯৮২ খ্রিস্টাব্দে "ম্যানিফেস্টো" পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয়।    পরবর্তীকালে  দে'জ পাবলিশিং থেকে প্রকাশিত মহাশ্বেতা দেবীর "শ্রেষ্ঠ গল্প" সংকলনে এটি অন্তর্ভুক্ত হয়েছে। ৩) "ভারতবর্ষ" গল্পকার: সৈয়দ মুস্তাফা সিরাজ উৎস: দে'জ পাবলিশিং থেকে প্...

🦜অনলাইন টেস্টের চতুর্থ সপ্তাহের প্রশ্নসহ উত্তর (পাঠাভ্যাস অধিবেশন) 🦜

🍄 পাঠাভ্যাস অধিবেশন-বাংলা বিভাগের চতুর্থ সপ্তাহে যে অনলাইন টেস্ট নেওয়া হয়েছিল ২১/০৭/২০১৯  তারিখে তার প্রশ্নসহ উত্তর দেওয়া হলো, যাতে সবার কাজে লাগতে পারে। তাহলেই আমাদের শ্রম সার্থক হবে।।  🍄 🍂প্রশ্ন🍂 ১. অমৃতা প্রীতম 'জ্ঞানপীঠ পুরষ্কার' পান- ক.১৯৮২ খ.১৯৬৯ গ.১৯৭৯ ঘ.১৯৫৬ ২. 'স্বপ্নতনু' কার উপন্যাস - ক.প্রেমেন্দ্র মিত্র খ.সুভাষ মুখোপাধ্যায় গ.বুদ্ধদেব বসু ঘ.আশাপূর্ণা দেবী । ৩. "Childhood"- কার আত্মজীবনী -  ক.মার্কেজ খ.শেক্সপীয়র গ.গ্যেটে ঘ.তলস্তয়। ৪. 'পাকদন্ডী'- কার আত্মজীবনীমূলক রচনা - ক.আশাপূর্ণা দেবী খ.মহাশ্বেতা দেবী গ.লীলা মজুমদার ঘ.নবনীতা দেবসেন। ৫.বঙ্কিমচন্দ্রের 'সীতারাম' উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক.প্রবাসী খ.বঙ্গদর্শন গ.হিতবাদী  ঘ. প্রচার। ৬. প্রমথনাথ বসু 'অমরসিংহ' নামে শেক্সপীয়রের কোন নাটকের অনুবাদ করেন ? ক.ওথেলো খ.হ্যামলেট গ.ম্যাকবেথ ঘ.কিং লিয়ার। ৭.'২২ শে জুন'- কার কাব্য - ক.সুভাষ মুখোপাধ্যায় খ.বুদ্ধদেব বসু গ.বিষ্...