🦋পাঠাভ্যাস অধিবেশনের পক্ষ থেকে ছোট্ট একটি সওগত 🦋 ১)"পালামৌ" গল্পগ্রন্থটি কার লেখা? উঃ পালামৌ(ভ্রমণ সাহিত্য) -সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ (গল্পগ্রন্থ) - মহাশ্বেতা দেবী ২) "ব্রাহুই" ভাষার চিহ্ন বর্তমানে কোথায় পাওয়া যায়? উঃ বেলুচিস্তান ৩) নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্পের নাম কী? উঃ প্রথম গল্প-নিশীথের মায়া (দেশ পত্রিকায় প্রকাশিত) প্রথম প্রকাশিত গল্প- পাশাপাশি ৪) "মৃত ও অমৃত" গল্পগ্রন্থের রচয়িতা কে? উঃ রমেশচন্দ্র সেনের (১৮৯৪-১৯৬২) মোট চারটি গল্পসংকলন ছিল। সেগুলি যথাক্রমে হলো: i) মৃত ও অমৃত (১৯৪৯) ii) কয়েকটি গল্প (১৯৪৯) iii) তিনজন (১৯৫৭) iv) শ্রেষ্ঠ গল্প (১৯৬০) ৫) "ফকির" ছদ্মনামটি কার? উঃ সুভাষ মুখোপাধ্যায় ৬) কেতকার মনসামঙ্গলে বেহুলার পিতার নাম কী? উঃ সায়বেনে ৭) #মধ্য যুগের শ্রেষ্ঠ কবি - ক. ভারতচন্দ্র রায় খ. মুকুন্দরাম চক্রবর্তী গ. বড়ু চণ্ডীদাস ঘ. চণ্ডীদাস। উঃ মুকুন্দরাম চক্রবর্তী ৮) "গোবিন্দ দাসের কড়চা" গ্রন্থটি কে,কত সালে প্রকাশ করেন? উঃ জয়গোপাল গোস্বামী ১৮৯৫ সালে ৯) গোবিন্দ দাস বাঙালি নন...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।