Skip to main content

Posts

Showing posts from August, 2019

🌹অ্যারিস্টটলের পোয়েটিক্স-তৃতীয় পর্ব🌹

নেট, সেট, এমফিল, পি এইচ ডি-তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই পোয়েটিক্স থেকে, তাই আপনাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তৃতীয় পর্বে বাকি অংশের প্রশ্ন-উত্তর দেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে আগ্রহ পাবো। ৯৬) অনুকরনের কয়টি উপাদান? উঃ চারটি । ৯৭) অ্যারিস্টটল কাব্যতত্বের কত নম্বর পরিচ্ছেদে "ক্যাথারসিস"শব্দটি ব্যবহার করেছেন উঃ ষষ্ঠ সপ্তদশ ৯৮) "নাট্যশালা হাসপাতাল নয়" কার মন্তব্য? উঃ লুকাস । ৯৯) কাব্যের অনুকরনকে দর্পনে প্রতিবিম্বিত চিত্রের সঙ্গে তুলনা করেছেন কে? উঃ প্লেটো । ১০০) মহাকাব্যের ছন্দ কি? উঃ হেক্টামিটার সুরছন্দ ১০১) "হামারতিয়া" কথার অর্থ কী? উঃ বিচারভ্রান্তি ১০২) ট্রাজেডির আবেদন নীচু শ্রেনির মানুষের কাছে শুদ্ধ/অশুদ্ধ? উঃ শুদ্ধ ১০৩) কাহিনী নিরপেক্ষ গান "ইন্টারলিউড"এর ব্যবহার কে প্রথম প্রচলন করেন? উঃ আগাথন । ১০৪) অ্যারিস্টটলের মতে শ্রেষ্ঠ ট্রাজেডি রচয়িতা কে? উঃ ইউরিপিদিস। ১০৫) কাব্য শিল্পে ত্রুটি কত রকমের ? উঃ ২ রকমের ১০৬) কোন ঋতুতে ...

🌗অ্যারিস্টটল-পোয়েটিক্স(দ্বিতীয় পর্ব)🌓

নেট, সেট, এমফিল, পি এইচ ডি শিক্ষার্থীদের কথা ভেবে দ্বিতীয় পর্বের প্রশ্ন-উত্তর দিলাম। কেমন হয়েছে বলবেন, তাহলে এইভাবে নেটের সবগুলো বিষয়ের প্রশ্ন-উত্তর আপনাদের হাতে তুলে দেবো বিনামূল্যে ৫৬) কাব্য ইতিহাসের চেয়ে বেশি দার্শনিক। শু/অশু উঃ শুদ্ধ ৫৭) ইতিহাস বলে নির্দিষ্ট তথ্যের কথা আর কাব্য বলে সার্বজনীন সত্য। শু/অশু উঃ শুদ্ধ ৫৮) কাহিনী গঠনের জন্যই লোকে কবি আখ্যা পায়। শু/অশু উঃ শুদ্ধ ৫৯) কোরাসের প্রথম উক্তি কী? উঃ পারোদ ৬০) 'পেরিপেটিয়া 'এর অর্থ কি? উঃ পরিণাম ৬১) দুটি কোরাসের মধ্যবর্তী অংশ কী? উঃ এপিসোড ৬২) 'নাট্যশালা হাসপাতাল নয়'-কে বলেছে? উঃ লুকাস ৬৩) অ্যারিস্টটলের মতে কে ট্র্যাজেডির কবিদের মধ্যে শ্রেষ্ঠ ? উঃ ইউরোপিডিস ৬৪) ট্রাজেডি কত রকম? উঃ 4(৪)  ৬৫) অ্যারিস্টটল উদঘাটনের কয়টি শ্রেণির কথা বলেছেন? উঃ 4(৪)  ৬৬) অ্যারিস্টটলের মতে উদঘাটনের শ্রেষ্ঠ পদ্ধতি কী? উঃ ঘটনার নিজস্ব ধারা থেকে উদঘাটন/স্মৃতি গত ৬৭) সব ট্রাজেডিতে থাকে gonthibondhan and gonthimothan শুদ্ধ/অশুদ্ধ উঃ শুদ্ধ ৬৮) কবিরা হয় সহানুভূতিশীল নয় ভাবোন্মাদ। শু/অশু উঃ শুদ্ধ ৬৯...

🌍অ্যারিস্টটলের পোয়েটিক্স🌎

নেট, সেট, এমফিল, পিএইচডি ডি  পরীক্ষার্থীদের কথা ভেবে এই প্রয়াস, যদি কেউ উপকৃত হয়-তাহলেই আমার শ্রম সার্থক!  ১) কাব্যতত্ত্ব কবে মূল গ্রীক ভাষায় প্রকাশিত হয়? উঃ ১৫০৮ খ্রিস্টাব্দ। ২) কার মতে - কাব্য সত্য থেকে তিন ধাপ দূরে ? উঃ প্লেটো ৩) থেসেইদা কাব্যের পরিচয় অজ্ঞাত l শুদ্ধ / অশুদ্ধ উঃ শুদ্ধ ৪) কিথারা কি? উঃ এক ধরনের বাদ‍্যযন্ত্র ৫) দিথুরামব কাব্য কি? এটির মূল বিষয় কি? উঃ এক ধরনের গীতিকবিতা।গ্রিক দেবতা বাখাস এর জন্মকাহিনী ৬) অনুকরণএর বিষয় কি? উঃ মানুষ ও তার কার্যকলাপ ৭) বাইওয়াটার এর মতে অনুকরণ শব্দটির আদি অর্থ ভাষার অনুকরণ l শুদ্ধ / অশুদ্ধ উঃ শুদ্ধ ৮) প্রশ্ন উত্তর ছলে রচনাকে কি বলে? উঃ সোক্রাতিক কথোপকথন ৯) মাইমস কি? উঃ সোফরান এবং জেনারখাসের গদ্যে লেখা গ্রন্থ/ মজার মজার ঘটনা বা চরিত্র চিত্র ১০) কার মতে - কাব্য হল অনুকরণের অনুকরণ। উঃ প্লেটো ১১) কোন উপাদানকে ট্রাজেডির আত্মা বলেছেন? উঃ কাহিনি ১২) কুকলোপাস কি? উঃ নরখাদক, একচক্ষু দানব ১৩) কাব্যতত্ত্বের প্রাচীনতম পান্ডুলিপি কোন ভাষায় রচিত? উঃ আরবী ১৪) কমেডি কয়টি ভাগ? উঃ 4 ১৫) কাব্য উদ...

📌কাব্য সাহিত্য ও প্রফেসর শঙ্কুর ডায়েরি (নবম-দশম) 📌

🥢প্রশ্নঃ🥢 ১)মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যগ্রন্হের সপ্তম সর্গের নাম- দশরথের প্রতি কৈকেয়ী/ শান্তনুর প্রতি জাহ্নবী/ জয়দ্রথের প্রতি দু:শলা/ কোনোটিই নয়। ২) বিহারীলালের কাব্য বৈশিষ্ট্যকে কোন বিদেশী কবির সঙ্গে তুলনা করা যায়- আর্নেস্ট হেমিংওয়ে/ পি.বি.শেলি/ উইলিয়াম ব্রেক/শেক্সপীয়র। ৩) নজরুলের ঝিঙে ফুল কাব্যগ্রন্হটি উৎসর্গ করেন- বীর শহীদ ক্ষুদিরাম/ বারীন্দ্রকুমার ঘোষ/ বীর বাদল/ মুজফ্ফর আহমদ। ৪) যতীন্দ্রনাথ সেনগুপ্তের 'গান্ধিবানী কনিকা' কি জাতীয় গ্রন্হ-( কাব্যগ্রন্হ/ কাব্যসংকলন/ অনুবাদ কাব্য/কাব্য আলোচনামূলক ) । ৫) বুদ্ধদেব বসুর যে কাব্যে মরনজয়ী ভালোবাসা স্হান লাভ করেছে ,তা হল- ( কঙ্কাবতী/ মরচে পড়া পেরেকের গান/ দময়ন্তী/ দ্রৌপদীর শাড়ি) । ৬) জীবনানন্দের কাব্যে কোন পাশ্চাত্য কবির সর্বাধিক প্রভাব পড়েছ(-( টি.এস.এলিয়ট/ ডব্লু.বি.ইয়েটস/ মালার্মে/ হপকিন্স). । ৭) বিষ্নু দে কোন কাব্যগ্রন্হের জন্য ঞ্জানপীঠ পুরষ্কারে ভূষিত হয়েছিলেন- ক) সাত ভাই চম্পা খ) এলিয়টের কবিতা গ) স্মৃতি সত্তা ভবিষ্যৎ ঘ)তুমি শুধু পঁচিশে বৈশাখ। ৮) বলাকা কাব্য কার দ্বারা প্রভাবিত হয়ে প্রকাশিত...

📒গদ্য (প্রবন্ধ) সাহিত্য এবং কোনি(নবম-দশম) 📒

📮 প্রশ্নঃ 📮 ১) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর পর প্রকাশিত প্রবন্ধ হল- ক)প্রভাবতী সম্ভাষন। খ)কথামালা। গ)সীতার বনবাস। ঘ)জীবনচরিত।   ২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'কমলাকান্তের দপ্তর' প্রবন্ধটির প্রকাশকাল হল- ক)১৮৭৪। খ)১৮৭৫। গ)১৮৭৯। ঘ)১৮৮৬।   ৩) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভ্রমণ কাহিনী মূলক প্রবন্ধ হল- ক)সমালোচনা। খ)বিশ্ব পরিচয়। গ)পথের সঞ্চয়(১৯৩১) ঘ)পল্লিপ্রকৃতি।   ৪)' ঘরে বাইরে ' প্রবন্ধটি কার রচনা?- ক)রবীন্দ্রনাথ ঠাকুর। খ)বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গ)প্রমথ চোধুরী। ঘ)বিনয় ঘোষ।   ৫)প্রমথ চৌধুরী রচিত 'নানাকথ...

🧁নবম_দশম শ্রেণীর অনলাইন টেস্ট 🧁

🍴 প্রশ্নঃ 🍴 ১)"Language and Mind" গ্রন্থের রচয়িতা হলেন --- ক)চমস্কি খ) ম্যাকনেল গ)ব্রাউন ঘ) কোনোটি নয় ২) "বাক্যং স্যাৎ যোগ্যতা-আকাঙ্খা-আসত্তি-যুক্তঃপদোচ্চয়ঃ।" ক)পতঞ্জলি খ)ভর্তৃহরি গ)পানিণি ঘ)বিশ্বনাথ ৩)সমাসবদ্ধ পদ সর্বদা সন্ধিযুক্ত হয় -- বাক্যটি--- ক) সত্য খ)চির সত্য গ)আংশিক সত্য ঘ)মিথ্যা ৪)যে পদের অভাবে অন্যপদের প্রতীতি হয়না ।। তাকে বলে -- ক)যোগ্যতা খ)যোজক গ)আকাঙ্খা ঘ)আসত্তি ৫)'মুচলেকা' শব্দটি হল -- ক)হিন্দি খ)আরবি গ)তুর্কি ঘ)ফারসি ৬)'জীবন্মৃত' শব্দের সন্ধিবিচ্ছেদ হল-- ক)জীবন+মৃত খ)জীবৎ+মৃত গ)জীবম্ +মৃত ঘ)জীবম্ + ঋত ৭)'বিষাদ' শব্দে যে প্রত্যয় রয়েছে -- ক)ক্বিপ খ)অল্ গ)ঘঞ্ ঘ)সন্ ৮)উ,ঊ স্বরধ্বনি দুটির নাম হলো-- ক)কন্ঠধ্বনি খ)ওষ্ঠ্যধ্বনি গ)মূর্ধ্যধ্বনি ঘ)কন্ঠৌষ্ঠ্যধ্বনি ৯)সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয় -- ক) সরল বাক্যে খ)জটিল বাক্যে গ) যৌগিক বাক্যে ঘ) মিশ্র বাক্যে ১০) পীযুষ অঙ্কে পাকা ।। উদাহারনটি হল-- ক)কালাধিকরন খ)ভাবাধিকরন গ)বিষয়াধিকরন ঘ)করনের বীপ্সা ১১)"পান্নাসবুজ" যে সমাসের দৃষ্টান্ত-- ক) তৎপুরু...