নেট, সেট, এমফিল, পি এইচ ডি-তে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই পোয়েটিক্স থেকে, তাই আপনাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে তৃতীয় পর্বে বাকি অংশের প্রশ্ন-উত্তর দেওয়া হলো। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে আগ্রহ পাবো। ৯৬) অনুকরনের কয়টি উপাদান? উঃ চারটি । ৯৭) অ্যারিস্টটল কাব্যতত্বের কত নম্বর পরিচ্ছেদে "ক্যাথারসিস"শব্দটি ব্যবহার করেছেন উঃ ষষ্ঠ সপ্তদশ ৯৮) "নাট্যশালা হাসপাতাল নয়" কার মন্তব্য? উঃ লুকাস । ৯৯) কাব্যের অনুকরনকে দর্পনে প্রতিবিম্বিত চিত্রের সঙ্গে তুলনা করেছেন কে? উঃ প্লেটো । ১০০) মহাকাব্যের ছন্দ কি? উঃ হেক্টামিটার সুরছন্দ ১০১) "হামারতিয়া" কথার অর্থ কী? উঃ বিচারভ্রান্তি ১০২) ট্রাজেডির আবেদন নীচু শ্রেনির মানুষের কাছে শুদ্ধ/অশুদ্ধ? উঃ শুদ্ধ ১০৩) কাহিনী নিরপেক্ষ গান "ইন্টারলিউড"এর ব্যবহার কে প্রথম প্রচলন করেন? উঃ আগাথন । ১০৪) অ্যারিস্টটলের মতে শ্রেষ্ঠ ট্রাজেডি রচয়িতা কে? উঃ ইউরিপিদিস। ১০৫) কাব্য শিল্পে ত্রুটি কত রকমের ? উঃ ২ রকমের ১০৬) কোন ঋতুতে ...
বাংলা সাহিত্যের নানা তথ্য এখানে দেওয়া হয়। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন।